পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সপরিবার কল্যাণকে খুনের হুমকি, পুলিশে অভিযোগ জানাল এআইএফএফ - Kalyan Chaubey Death Threat - KALYAN CHAUBEY DEATH THREAT

All India Football Federation President Kalyan Chaubey: উড়ো ফোনে খুনের হুমকি দেওয়া হল কল্যাণ চৌবেকে ৷ এআইএফএফ সভাপতি শুধু নয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তাঁর পরিবারকেও ৷

All India Football Federation President Kalyan Chaubey
কল্যাণকে খুনের হুমকি (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Sep 14, 2024, 3:48 PM IST

Updated : Sep 14, 2024, 4:49 PM IST

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: খুনের হুমকি পেলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ৷ খুনের হুমকি দেওয়া হয়েছে তাঁর পরিবারকেও ৷ জানা গিয়েছে, উড়ো ফোন এসেছিল কল্যাণের কাছে ৷ সেখানেই তাঁকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ৷ তারপরেই দিল্লি পুলিশে অভিযোগ জানানো হল ফেডারেশনের তরফে ৷

নামপ্রকাশে অনিচ্ছুক সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআই’কে বলেন, ‘‘কল্যাণ চৌবে ও তাঁর পরিবারকে একটি ফোন কল করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় ৷ থানায় অভিযোগ জানানো হয়েছে ৷’’

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার দ্বারকা সেক্টর 23 থানায় অভিযোগ করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে 10 সেপ্টেম্বর দ্বারকার এআইএফএফ (All India Football Federation) অফিসে একটি ফোন আসে ৷ সেখানে শুধু কল্যাণ চৌবে নন, তাঁর পরিবারকেও হুমকি দেওয়া হয় ৷ দিল্লি পুলিশের দ্বারকা সেক্টর 23 থানা ওই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন:

প্রসঙ্গত, 18 অগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে প্রতিবাদীদের সমর্থনে হাজির হয়েছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ৷ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকদের আন্দোলনকে ঠেকাতে যে পরিমাণ পুলিশ মোতায়েন করেছিল বিধাননগর কমিশনারেট, তার অর্ধেক পুলিশ কেন ম্যাচের জন্য দেওয়া হল না ? এই প্রশ্নও তুলেছিলেন তিনি ৷

ওইদিন তিনি বলেন, "প্রতিবাদ রুখতে রাজ্য সরকার পুলিশ দিতে পারেন ৷ অথচ ধর্ম, জাতির ঊর্ধ্বে থাকা ফুটবলের মতো খেলা আয়োজন করতে কেন পুলিশ দেওয়া হয় না ?" পাশাপাশি, আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের সুবিচারের দাবিও তুলেছিলেন কল্যাণ ৷

  • আরও পড়ুন:
Last Updated : Sep 14, 2024, 4:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details