ঝাঁসি (উত্তরপ্রদেশ), 7 জানুয়ারি: ফের খবরের শিরোনামে ঝাঁসি মেডিক্যাল কলেজ হাসপাতাল ৷ যেখানে দেহের সঙ্গে অমানবিকতার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে । সেখানে দেখা গিয়েছে একজন অ্যাম্বুল্যান্স চালক তাঁর সঙ্গী নিষ্ঠুরভাবে একটি দেহ টেনে নিয়ে যাচ্ছে । ভাইরাল হওয়া এই ভিডিয়োটির বিষয়ে খোঁজখবর নিয়ে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে ।
ঝাঁসি মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রায়ই খবরে থাকে । কখনও দেখা যায় ইঁদুরে দেহের চোখ বের করে খেয়ে ফেলছে ৷ আবার কখনও পাওয়া গিয়েছে অনেক নরকঙ্কাল ৷ আবারও অমানবিকতার ছবি উত্তরপ্রদেশের এই হাসপাতাল ৷ এবার একটি ভিডিয়ো সামনে এসেছে । যেখানে দু'জনকে দুই হাতে কাপড় বেঁধে একটি দেহ টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে । দেহ টেনে নিয়ে যাওয়া ব্যক্তির মধ্যে একজন অ্যাম্বুল্যান্স চালক ও অন্যজন তার সঙ্গী বলে জানা গিয়েছে । উভয়ের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে ৷
এদিকে, ঘটনা প্রকাশ্যে আসতেই সিএমও'র তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয়ে এসপি গ্রামীণ গোপীনাথ সোনি জানান যে, ঝাঁসির চিফ মেডিক্যাল অফিসার সুধাকর পান্ডের অভিযোগের ভিত্তিতে দেহ টেনে নিয়ে যাওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে নওয়াবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । এ ছাড়া তদন্ত রিপোর্ট পাওয়ার পর সেখানে কর্তব্যরত সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে । খোঁজ নেওয়া হচ্ছে ভিডিয়োটি কবে কার ৷
তবে সিও সিটি রামবীর সিংয়ের মতে, তিনি সোশাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল ভিডিয়ো সম্পর্কে তথ্য পেয়েছেন । তার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে ।
( দ্রষ্টব্য: এই সংবাদের ভিডিয়োটি বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হচ্ছে । কিন্তু ভিডিয়োটির সংবেদনশীলতা বিবেচনা করে, ইটিভি ভারত এটি প্রকাশ করছে না ।)