মালদা, 7 জানুয়ারি: মালদার মান রাখল অনুষ্কা শংকর ৷ মধ্যপ্রদেশে সিংহের ডেরায় গিয়ে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগ্রেসের মতো দৃপ্ত পদচারণায় মঞ্চ মাতিয়েছে সে ৷ সামান্যের জন্য হাতছাড়া হয়েছে জুনিয়র মিস ইন্ডিয়া খেতাব ৷ অনুষ্কা হয়েছে সেকেন্ড রানার আপ ৷
কিন্তু ছোট্ট এই শহরের কাছে সেটাও কার্যত ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো ছিল ৷ মালদাবাসীর সেই স্বপ্ন সফল করে মঙ্গলবার রাতেই ঘরে ফিরে আসছে অনুষ্কা ৷ মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত তার বাবা-মা ৷ হাল ছাড়তে নারাজ অনুষ্কাও ৷ তার সাফ কথা, আজ নয়তো কাল, দেশের সেরা মডেল সে হবেই হবে ৷ আপাতত সেই স্বপ্নে বিভোর মালদাবাসীও ৷
মালদা শহরের ঝলঝলিয়া রেল আবাসনের কালীবাড়ি কলোনির বাসিন্দা অনুষ্কা শংকর যে এবার জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে, ইটিভি ভারতই সেই খবর সবার প্রথমে সামনে এনেছিল ৷ 16 বছরের এই কিশোরী সিস্টার নিবেদিতা পাবলিক স্কুলের দশমের ছাত্রী ৷ তার লক্ষ্য, বড় হয়ে নামী মডেল হওয়া ৷ রেলের ইঞ্জিনিয়ার বাবা অজয় শংকর আর গৃহবধূ মা কবিতা কুমারী প্রথম থেকেই মেয়েকে তার স্বপ্নপূরণে সাহস জুগিয়ে যাচ্ছেন ৷ বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মেয়েকে উৎসাহিত করছেন ৷ মাত্র দু'বছরের অভিজ্ঞতায় একাধিক ফ্যাশন প্রতিযোগিতায় অংশ নিয়েছে অনুষ্কা ৷ পুরস্কারও পেয়েছে ৷ সেটাই তার স্বপ্ন উড়ানের ডানায় নতুন হাওয়া জোগাচ্ছে ৷
স্কুলে আয়োজিত ফ্যাশন প্রতিযোগিতায় প্রথম র্যাম্পে হাঁটা ৷ তারপর একে একে মালদা, জলপাইগুড়ি, কলকাতায় প্রতিযোগিতায় অংশগ্রহণ ৷ প্রথম বছর সেভাবে সাফল্য আসেনি ৷ পরের বছর থেকে সাফল্য ধরা দিতে শুরু করে অনুষ্কাকে ৷ প্রথমে মিস মালদা ৷ কলকাতায় প্রথম দশের মধ্যে স্থান ৷ এরপর জয়পুরে রয়্যাল প্রোডাকশন হাউসের তরফে মডেলিং শোয়ে প্রথম রানার আপ ৷
সম্প্রতি সেই জয়পুরেই এফএসএসের তরফে আয়োজিত হয় মিস টিন ফরএভার ইউনিভার্স প্রতিযোগিতা ৷ তাতে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করে 65 জন প্রতিযোগীকে পিছনে ফেলে মিস টিন ফরএভার ইউনিভার্স খেতাব নিজের ঝুলিতে ভরেছে অনুষ্কা ৷ ওই খেতাবই অনুষ্কাকে জুনিয়র মিস ইন্ডিয়া হওয়ায় স্বপ্ন দেখতে শেখায় ৷
গত 3 থেকে 5 জানুয়ারি ইন্দোরের হোটেল ম্যারিয়টে বসেছিল জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের আসর ৷ সেখানে 14 থেকে 16 বছর বয়সিদের গ্রুপে অংশ নিয়েছিল 24 জন প্রতিযোগী ৷ বলিউড সেলিব্রিটি-সহ বিভিন্ন ক্ষেত্রে সুপরিচিত 20 জনের জুরি বোর্ড প্রতিযোগীদের বিভিন্ন দিক খুঁটিয়ে দেখেন ৷ শেষ পর্যন্ত সেকেন্ড রানার আপ হয় অনুষ্কা শংকর ৷ সিলভার ক্রাউন ওঠে তার মাথায় ৷
ফোনে সে ইটিভি ভারতকে বলে, "এমন একটি প্ল্যাটফর্মে প্রথম তিনে আসাটাই আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় ৷ মালদাবাসীর শুভকামনা আমাকে এই জায়গায় নিয়ে এসেছে ৷ আমি মালদাবাসীকে ধন্যবাদ জানাই ৷ আমার লক্ষ্য, বড় হয়ে দেশের টপ মডেল হব ৷ তার জন্য আমি এখন থেকে নিজের সেরাটা দিতে শুরু করেছি ৷ প্রতিনিয়ত পরিশ্রম করছি ৷ সঠিক পথে এগোতে পারলে একদিন আমি নিজের লক্ষ্য পূরণ করবই ৷ নিজের উপর সেই বিশ্বাস রয়েছে ৷ জুনিয়র মিস ইন্ডিয়ায় আমি পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করেছি ৷ যদিও আমার পৈতৃক বাড়ি বিহারের পটনায় ৷ তবে সামনে আমার বোর্ড পরীক্ষা ৷ এবার পরীক্ষার জন্যও নিজেকে প্রস্তুত করছি ৷"
অনুষ্কার বাবা অজয় শংকরের কথায়, "স্কুলের অনুষ্ঠান থেকে মেয়ের ফ্যাশনের প্রতি এত আগ্রহ ৷ এই জগতে কিছু করে দেখানোর অদম্য জেদ রয়েছে ওর ৷ আমরাও চাই, ওর যা ইচ্ছে সেটাই হোক ৷ নিজের চেষ্টাতেই ও জুনিয়র মিস ইন্ডিয়ায় এই সাফল্য পেয়েছে ৷ মেয়ের জন্য আমরা গর্বিত ৷ আগামীতে ও আরও এগিয়ে যাক, এই কামনা করি ৷"