ETV Bharat / state

মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিরাট সাফল্য, রানার আপ হয়ে ঘরে ফিরছে বাংলার অনুষ্কা - JUNIOR MISS INDIA PAGEANT

জুনিয়র মিস ইন্ডিয়া খেতাব হাতছাড়া হলেও নিজের স্বপ্নে কায়েম রয়েছে অনুষ্কা শংকর ৷ দেশের সেরা মডেল হিসাবে নিজেকে দেখতে চায় সে ৷

junior miss india pageant
মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় রানার আপ হয়েছে অনুষ্কা শংকর (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 24 hours ago

মালদা, 7 জানুয়ারি: মালদার মান রাখল অনুষ্কা শংকর ৷ মধ্যপ্রদেশে সিংহের ডেরায় গিয়ে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগ্রেসের মতো দৃপ্ত পদচারণায় মঞ্চ মাতিয়েছে সে ৷ সামান্যের জন্য হাতছাড়া হয়েছে জুনিয়র মিস ইন্ডিয়া খেতাব ৷ অনুষ্কা হয়েছে সেকেন্ড রানার আপ ৷

কিন্তু ছোট্ট এই শহরের কাছে সেটাও কার্যত ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো ছিল ৷ মালদাবাসীর সেই স্বপ্ন সফল করে মঙ্গলবার রাতেই ঘরে ফিরে আসছে অনুষ্কা ৷ মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত তার বাবা-মা ৷ হাল ছাড়তে নারাজ অনুষ্কাও ৷ তার সাফ কথা, আজ নয়তো কাল, দেশের সেরা মডেল সে হবেই হবে ৷ আপাতত সেই স্বপ্নে বিভোর মালদাবাসীও ৷

junior miss india pageant
মালদায় ফিরছে দশম শ্রেণির ছাত্রী (নিজস্ব ছবি)

মালদা শহরের ঝলঝলিয়া রেল আবাসনের কালীবাড়ি কলোনির বাসিন্দা অনুষ্কা শংকর যে এবার জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে, ইটিভি ভারতই সেই খবর সবার প্রথমে সামনে এনেছিল ৷ 16 বছরের এই কিশোরী সিস্টার নিবেদিতা পাবলিক স্কুলের দশমের ছাত্রী ৷ তার লক্ষ্য, বড় হয়ে নামী মডেল হওয়া ৷ রেলের ইঞ্জিনিয়ার বাবা অজয় শংকর আর গৃহবধূ মা কবিতা কুমারী প্রথম থেকেই মেয়েকে তার স্বপ্নপূরণে সাহস জুগিয়ে যাচ্ছেন ৷ বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মেয়েকে উৎসাহিত করছেন ৷ মাত্র দু'বছরের অভিজ্ঞতায় একাধিক ফ্যাশন প্রতিযোগিতায় অংশ নিয়েছে অনুষ্কা ৷ পুরস্কারও পেয়েছে ৷ সেটাই তার স্বপ্ন উড়ানের ডানায় নতুন হাওয়া জোগাচ্ছে ৷

স্কুলে আয়োজিত ফ্যাশন প্রতিযোগিতায় প্রথম র‍্যাম্পে হাঁটা ৷ তারপর একে একে মালদা, জলপাইগুড়ি, কলকাতায় প্রতিযোগিতায় অংশগ্রহণ ৷ প্রথম বছর সেভাবে সাফল্য আসেনি ৷ পরের বছর থেকে সাফল্য ধরা দিতে শুরু করে অনুষ্কাকে ৷ প্রথমে মিস মালদা ৷ কলকাতায় প্রথম দশের মধ্যে স্থান ৷ এরপর জয়পুরে রয়্যাল প্রোডাকশন হাউসের তরফে মডেলিং শোয়ে প্রথম রানার আপ ৷

junior miss india pageant
সেকেন্ড রানার আপ হওয়ার পর পরিবারের সঙ্গে অনুষ্কা (নিজস্ব ছবি)

সম্প্রতি সেই জয়পুরেই এফএসএসের তরফে আয়োজিত হয় মিস টিন ফরএভার ইউনিভার্স প্রতিযোগিতা ৷ তাতে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করে 65 জন প্রতিযোগীকে পিছনে ফেলে মিস টিন ফরএভার ইউনিভার্স খেতাব নিজের ঝুলিতে ভরেছে অনুষ্কা ৷ ওই খেতাবই অনুষ্কাকে জুনিয়র মিস ইন্ডিয়া হওয়ায় স্বপ্ন দেখতে শেখায় ৷

junior miss india pageant
16 বছরের অনুষ্কার সাফল্যে উচ্ছ্বসিত মালদাবাসী (নিজস্ব ছবি)

গত 3 থেকে 5 জানুয়ারি ইন্দোরের হোটেল ম্যারিয়টে বসেছিল জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের আসর ৷ সেখানে 14 থেকে 16 বছর বয়সিদের গ্রুপে অংশ নিয়েছিল 24 জন প্রতিযোগী ৷ বলিউড সেলিব্রিটি-সহ বিভিন্ন ক্ষেত্রে সুপরিচিত 20 জনের জুরি বোর্ড প্রতিযোগীদের বিভিন্ন দিক খুঁটিয়ে দেখেন ৷ শেষ পর্যন্ত সেকেন্ড রানার আপ হয় অনুষ্কা শংকর ৷ সিলভার ক্রাউন ওঠে তার মাথায় ৷

ফোনে সে ইটিভি ভারতকে বলে, "এমন একটি প্ল্যাটফর্মে প্রথম তিনে আসাটাই আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় ৷ মালদাবাসীর শুভকামনা আমাকে এই জায়গায় নিয়ে এসেছে ৷ আমি মালদাবাসীকে ধন্যবাদ জানাই ৷ আমার লক্ষ্য, বড় হয়ে দেশের টপ মডেল হব ৷ তার জন্য আমি এখন থেকে নিজের সেরাটা দিতে শুরু করেছি ৷ প্রতিনিয়ত পরিশ্রম করছি ৷ সঠিক পথে এগোতে পারলে একদিন আমি নিজের লক্ষ্য পূরণ করবই ৷ নিজের উপর সেই বিশ্বাস রয়েছে ৷ জুনিয়র মিস ইন্ডিয়ায় আমি পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করেছি ৷ যদিও আমার পৈতৃক বাড়ি বিহারের পটনায় ৷ তবে সামনে আমার বোর্ড পরীক্ষা ৷ এবার পরীক্ষার জন্যও নিজেকে প্রস্তুত করছি ৷"

অনুষ্কার বাবা অজয় শংকরের কথায়, "স্কুলের অনুষ্ঠান থেকে মেয়ের ফ্যাশনের প্রতি এত আগ্রহ ৷ এই জগতে কিছু করে দেখানোর অদম্য জেদ রয়েছে ওর ৷ আমরাও চাই, ওর যা ইচ্ছে সেটাই হোক ৷ নিজের চেষ্টাতেই ও জুনিয়র মিস ইন্ডিয়ায় এই সাফল্য পেয়েছে ৷ মেয়ের জন্য আমরা গর্বিত ৷ আগামীতে ও আরও এগিয়ে যাক, এই কামনা করি ৷"

মালদা, 7 জানুয়ারি: মালদার মান রাখল অনুষ্কা শংকর ৷ মধ্যপ্রদেশে সিংহের ডেরায় গিয়ে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগ্রেসের মতো দৃপ্ত পদচারণায় মঞ্চ মাতিয়েছে সে ৷ সামান্যের জন্য হাতছাড়া হয়েছে জুনিয়র মিস ইন্ডিয়া খেতাব ৷ অনুষ্কা হয়েছে সেকেন্ড রানার আপ ৷

কিন্তু ছোট্ট এই শহরের কাছে সেটাও কার্যত ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো ছিল ৷ মালদাবাসীর সেই স্বপ্ন সফল করে মঙ্গলবার রাতেই ঘরে ফিরে আসছে অনুষ্কা ৷ মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত তার বাবা-মা ৷ হাল ছাড়তে নারাজ অনুষ্কাও ৷ তার সাফ কথা, আজ নয়তো কাল, দেশের সেরা মডেল সে হবেই হবে ৷ আপাতত সেই স্বপ্নে বিভোর মালদাবাসীও ৷

junior miss india pageant
মালদায় ফিরছে দশম শ্রেণির ছাত্রী (নিজস্ব ছবি)

মালদা শহরের ঝলঝলিয়া রেল আবাসনের কালীবাড়ি কলোনির বাসিন্দা অনুষ্কা শংকর যে এবার জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে, ইটিভি ভারতই সেই খবর সবার প্রথমে সামনে এনেছিল ৷ 16 বছরের এই কিশোরী সিস্টার নিবেদিতা পাবলিক স্কুলের দশমের ছাত্রী ৷ তার লক্ষ্য, বড় হয়ে নামী মডেল হওয়া ৷ রেলের ইঞ্জিনিয়ার বাবা অজয় শংকর আর গৃহবধূ মা কবিতা কুমারী প্রথম থেকেই মেয়েকে তার স্বপ্নপূরণে সাহস জুগিয়ে যাচ্ছেন ৷ বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মেয়েকে উৎসাহিত করছেন ৷ মাত্র দু'বছরের অভিজ্ঞতায় একাধিক ফ্যাশন প্রতিযোগিতায় অংশ নিয়েছে অনুষ্কা ৷ পুরস্কারও পেয়েছে ৷ সেটাই তার স্বপ্ন উড়ানের ডানায় নতুন হাওয়া জোগাচ্ছে ৷

স্কুলে আয়োজিত ফ্যাশন প্রতিযোগিতায় প্রথম র‍্যাম্পে হাঁটা ৷ তারপর একে একে মালদা, জলপাইগুড়ি, কলকাতায় প্রতিযোগিতায় অংশগ্রহণ ৷ প্রথম বছর সেভাবে সাফল্য আসেনি ৷ পরের বছর থেকে সাফল্য ধরা দিতে শুরু করে অনুষ্কাকে ৷ প্রথমে মিস মালদা ৷ কলকাতায় প্রথম দশের মধ্যে স্থান ৷ এরপর জয়পুরে রয়্যাল প্রোডাকশন হাউসের তরফে মডেলিং শোয়ে প্রথম রানার আপ ৷

junior miss india pageant
সেকেন্ড রানার আপ হওয়ার পর পরিবারের সঙ্গে অনুষ্কা (নিজস্ব ছবি)

সম্প্রতি সেই জয়পুরেই এফএসএসের তরফে আয়োজিত হয় মিস টিন ফরএভার ইউনিভার্স প্রতিযোগিতা ৷ তাতে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করে 65 জন প্রতিযোগীকে পিছনে ফেলে মিস টিন ফরএভার ইউনিভার্স খেতাব নিজের ঝুলিতে ভরেছে অনুষ্কা ৷ ওই খেতাবই অনুষ্কাকে জুনিয়র মিস ইন্ডিয়া হওয়ায় স্বপ্ন দেখতে শেখায় ৷

junior miss india pageant
16 বছরের অনুষ্কার সাফল্যে উচ্ছ্বসিত মালদাবাসী (নিজস্ব ছবি)

গত 3 থেকে 5 জানুয়ারি ইন্দোরের হোটেল ম্যারিয়টে বসেছিল জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের আসর ৷ সেখানে 14 থেকে 16 বছর বয়সিদের গ্রুপে অংশ নিয়েছিল 24 জন প্রতিযোগী ৷ বলিউড সেলিব্রিটি-সহ বিভিন্ন ক্ষেত্রে সুপরিচিত 20 জনের জুরি বোর্ড প্রতিযোগীদের বিভিন্ন দিক খুঁটিয়ে দেখেন ৷ শেষ পর্যন্ত সেকেন্ড রানার আপ হয় অনুষ্কা শংকর ৷ সিলভার ক্রাউন ওঠে তার মাথায় ৷

ফোনে সে ইটিভি ভারতকে বলে, "এমন একটি প্ল্যাটফর্মে প্রথম তিনে আসাটাই আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় ৷ মালদাবাসীর শুভকামনা আমাকে এই জায়গায় নিয়ে এসেছে ৷ আমি মালদাবাসীকে ধন্যবাদ জানাই ৷ আমার লক্ষ্য, বড় হয়ে দেশের টপ মডেল হব ৷ তার জন্য আমি এখন থেকে নিজের সেরাটা দিতে শুরু করেছি ৷ প্রতিনিয়ত পরিশ্রম করছি ৷ সঠিক পথে এগোতে পারলে একদিন আমি নিজের লক্ষ্য পূরণ করবই ৷ নিজের উপর সেই বিশ্বাস রয়েছে ৷ জুনিয়র মিস ইন্ডিয়ায় আমি পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করেছি ৷ যদিও আমার পৈতৃক বাড়ি বিহারের পটনায় ৷ তবে সামনে আমার বোর্ড পরীক্ষা ৷ এবার পরীক্ষার জন্যও নিজেকে প্রস্তুত করছি ৷"

অনুষ্কার বাবা অজয় শংকরের কথায়, "স্কুলের অনুষ্ঠান থেকে মেয়ের ফ্যাশনের প্রতি এত আগ্রহ ৷ এই জগতে কিছু করে দেখানোর অদম্য জেদ রয়েছে ওর ৷ আমরাও চাই, ওর যা ইচ্ছে সেটাই হোক ৷ নিজের চেষ্টাতেই ও জুনিয়র মিস ইন্ডিয়ায় এই সাফল্য পেয়েছে ৷ মেয়ের জন্য আমরা গর্বিত ৷ আগামীতে ও আরও এগিয়ে যাক, এই কামনা করি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.