কলকাতা, 7 সেপ্টেম্বর: ফুটবল মাঠে স্লোগানটা উঠেছিল আগেই ৷ আরজি কর কাণ্ডে ন্য়ায়বিচারের দাবিতে সরব হয়েছে কলকাতার তিন প্রধান ৷ কাঁধে কাঁধ মিলিয়ে শহরের রাস্তায় হেঁটেছিল লাল-হলুদ, সবুজ-মেরুন এবং সাদা-কালো ৷ তবে ক্রিকেট জগৎকে সেই অর্থে সামনে আসতে দেখা যায়নি এতদিন ৷ শেষমেশ আরজি কর হাসপাতালের ঘটনায় 'তিলোত্তমা'র ন্য়ায়বিচার চেয়ে সরব বাংলার ক্রিকেটাররা ৷ সবমিলিয়ে বাইশ গজেও এবার স্বর উঠল 'জাস্টিস ফর আরজি কর' ৷
শনিবার কলকাতা ক্রিকেট ক্লাবের দলবদলে কালীঘাট ক্লাবের পক্ষে সই করলেন মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার এবং ঋদ্ধিমান সাহা। সেখানেই অনুষ্টুপ মজুমদার জানালেন, এই বছর সিএবি'র যে বর্ষসেরা ক্রিকেটারের যে সম্মান পাচ্ছেন; তিনি সেটা তিলোত্তমাকে উৎসর্গ করছেন। বিচার চেয় সরব হলেন স্টাম্পার-ব্যাটার ঋদ্ধিমানও ৷ জাতীয় দলের হয়ে 40 টেস্ট খেলা ক্রিকেটার এককথায় জানালেন, যে সত্যিকারের দোষী সে উপযুক্ত শাস্তি পাক ৷