পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফের বাইশগজে চার-ছয়, ব্যাট হাতে মন কাড়লেন প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য - বিশ্বকাপজয়ী কীর্তি আজাদ

Kirti Azad: মঙ্গলবার সকালে দুর্গাপুর ক্রিকেট ক্লাবের ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতার পর বাইশগজে নেমে পড়েন কীর্তি আজাদ। তাঁর আসা নিয়ে অবশ্য রাজনৈতিকমহলে একপ্রকার জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ চর্চা এ নিয়ে যে, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার কি জোড়া ফুল শিবিরের প্রার্থী কীর্তি আজাদ?

মাঠে নেমে পুরনো ছন্দে প্রথম বিশ্বকাপজয়ী কীর্তি আজাদ
Kirti Azad

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 7:36 PM IST

দুর্গাপুর, 5 মার্চ:সেদিন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়ে কপিল দেবের নেতৃত্বে চূড়ান্ত ফর্মে থাকা ক্যারিবিয়ান বাহিনীকে হারিয়ে প্রথম ক্রিকেটে বিশ্বজয় করে ভারত। 25 জুন, 1983 সারা দেশের মানুষ বিনিদ্র রজনী যাপন করেছিলেন দেশের ক্রিকেটারদের এই অভূতপূর্ব সাফল্যের কারণে। কপিল দেব নিখাঞ্জের নেতৃত্বে বিশ্বজয়ী সেই ক্রিকেট দলের সদস্য ছিলেন বিহারের ভাগলপুরের যুবক কীর্তি আজাদ। ইটিভি ভারতকে একান্ত সাক্ষাতকারে বিশ্বকাপজয়ী দলের সদস্য তথা তৃণমূল নেতা ৷

দুর্গাপুর ক্রিকেট ক্লাবের ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতার পর বাইশগজে নেমে পড়েন কীর্তি আজাদ। একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি মনে করিয়ে দিল 1983-র কথা। বাইশ গজকে প্রণাম জানিয়ে দুর্গাপুরের রাজনৈতিক জমিতে তাঁর পা-রাখা নিয়ে জল্পনা তুঙ্গে।

তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়েছে বেশ কয়েক দশক আগে। প্রথমে গেরুয়া শিবিরে নাম লিখেছিলেন তিনি। পরে তাদের সঙ্গে মনোমালিন্যের কারণে কংগ্রেসে যোগদান। তিনবারের সাংসদ কীর্তি আজাদকে দেখা যায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রতিবাদ করতে। কিন্তু কংগ্রেসের সঙ্গেও তাঁর সুসম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। 2021 সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপরেই তিনি গোয়ার সাংগঠনিক দায়িত্বভার পান। সোমবার বিকালে হঠাৎই দুর্গাপুরের অণ্ডাল বিমানবন্দরে অবতরণ এই প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদের।

সোমবার দিনভর বিভিন্ন মন্দিরে ঘোরার পর মঙ্গলবার তিনি দুর্গাপুর স্টিল টাউনশিপের শিবাজি রোডে অবস্থিত দুর্গাপুর ক্রিকেট ক্লাবে আসেন। কীর্তি আজাদের সঙ্গে ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের টিএমসির জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্গাপুর ক্রিকেট ক্লাবে কীর্তি আজাদকে স্বাগত জানাতে পৌঁছন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার। তবে জোর জল্পনা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার কি জোড়া ফুল শিবিরের প্রার্থী কীর্তি আজাদ? যদিও কীর্তি আজাদ এবং তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমানের জেলা নেতৃত্ব এই বিষয়টিতে স্পষ্ট করে কিছুই বলেনি ৷

তবুও প্রশ্ন উঠছে কেন হঠাৎ গত দু'দিন দুর্গাপুরের মানুষের সঙ্গে জনসংযোগ করছেন তৃণমূল নেতা কীর্তি আজাদ? ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা সাক্ষাতকারে কীর্তি আজাদ বলেন, "মোদিজি বারবার দেশের মানুষের কাছে মিথ্যা গ্যারান্টি দিয়ে যাচ্ছেন। 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়ার কথা বলেছিলেন, বছরে দু'কোটি বেকারের চাকরি দেওয়ার কথা বলেছিলেন। এসব কোনওকিছুই করেননি তিনি। 2021-এর বিধানসভা নির্বাচনে দিদি ও দিদি বলে ব্যঙ্গ করে নরেন্দ্র মোদি ও অমিত শাহ এই রাজ্যে বলেছিল আবকি বার দোশো পার, কিন্তু বাস্তবে তারা 100 আসনেও পৌঁছতে পারেনি। এবারে মোদি বলেছে 42 এ 42 চাই। আপনারা দেখুন লোকসভায় রাজ্যে কতগুলো আসন পায় বিজেপি।

কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেস দলে যোগ দেওয়া নিয়ে বলেন, "আমার বাবার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুব ভালো ছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজ করেন।" দেশ চালাচ্ছে অমিত শাহ এবং ক্রিকেট বোর্ড চালাচ্ছে তাঁর ছেলে জয় শাহ। এর বিরুদ্ধে গর্জে ওঠে কীর্তি আজাদ বলেন, "নরেন্দ্র মোদির পরিবারতন্ত্রের কথা বলেন। অথচ তাঁর সরকারেই চলছে পরিবার তন্ত্র। ক্রিকেট বোর্ডের অনেক ভুল রয়েছে। আশা করি আগামিদিনের সেই ভুলগুলো শুধরে নেবেন।"

2024 লোকসভা নির্বাচনেও মানুষ জবাব দেবে বলেও জানান তিনি। তারপরেই তিনি দুর্গাপুরের ইস্পাত নগরীর দুর্গাপুর ক্রিকেট ক্লাবে ব্যাট হাতে নেমে পড়েন। বেশ কয়েকটি ছয় ও চার মারেন। এরপর কীর্তি আজাদকে ইটিভি ভারতের প্রতিনিধির প্রশ্ন, "আপনি কি লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন? উত্তরে বলেন, "আমি ব্রিগেডে জনগর্জন সভায় মানুষকে যাওয়ার জন্য আহ্বান করতে দুর্গাপুরে এসেছি।"

আরও পড়ুন:

দুর্গাপুরে নির্বাচনী প্রচারে কীর্তি আজাদ, প্রার্থী কি তিনিই? তুঙ্গে জল্পনা

ABOUT THE AUTHOR

...view details