বাঁকুড়া, 28 ফেব্রুয়ারি: বিজেপি হোক বা বামেরা, সন্দেশখালিকে সিঙ্গুর বা নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে একসারিতে জুড়ে দেওয়ার চেষ্টা বিরোধীদের তরফে গত একসপ্তাহ ধরে চলছে ৷ কিন্তু, যে দু’টি আন্দোলন থেকে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার উত্থান সেখানে যে দাগ লাগতে মমতা দেবেন না, তা বলার অপেক্ষা রাখে না ৷ তাই সন্দেশখালির নাম না করেই বুধবার মুখ্যমন্ত্রী বললেন, "সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতরা খাতরা আর বিষ্ণুপুর বিষ্ণুপুর ৷ এক একটা জায়গার, এক একটা চেহারা আছে ৷"এদিন মমতা বলেন, "সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতরা খাতরা আর বিষ্ণুপুর বিষ্ণুপুর ৷ এক একটা জায়গার, এক একটা চেহারা আছে ৷ কাজেই একটার সঙ্গে আরেকটা তুলনা করে... ভুল করবেন না ৷ আমি কোথাও রক্ত ঝরুক চাই না ৷ কোথাও অত্যাচার হোক চাই না ৷"
তবে অজান্ত হলেও, অন্যায়কে প্রশ্রয় দেবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ কোন অন্যায় ? কার অন্যায়ের কথা বললেন মমতা ? তবে, কি তিনি মেনে নিচ্ছেন সন্দেশখালিতে অন্যায় হয়েছে ৷ মমতা বলেন, "আজ যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, খুলব তাঁদের ভাণ্ডার ? ভাণ্ডারে অনেক কথা আছে, আস্তে আস্তে ভাণ্ডারটা যখন খুলব, তখন বুঝতে পারবেন ৷ কোনটা ঠিক, কোনটা ভুল ৷ আমি ভুল জিনিসকে কখনই প্রশ্রয় দিই না ৷ অজান্তে যদি কোনও কাজ হয়ে থাকে সেটাকেও সমর্থন করি না ৷ সবরকম সাহায্য করি ৷ যতটা পারব মানুষকে সাহায্য করব ৷ মানুষকে সাহায্য করাই আমার কাজ ৷"