পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

সন্দেশখালি কখনই সিঙ্গুর বা নন্দীগ্রাম নয়, নাম না-করে বোঝালেন মমতা

Mamata Banerjee on Sandeshkhali's Comparison with Singur or Nandigram: কোনও বিশেষ নাম নিলেন না ৷ তবুও, বুঝিয়ে দিলেন সন্দেশখালির আন্দোলনের সঙ্গে সিঙ্গুর বা নন্দীগ্রামের তুলনা করা চলে না ৷ বুধবার বাঁকুড়ার খাতরা থেকে সেই বার্তাই দিলেন মমতা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 4:04 PM IST

Updated : Feb 28, 2024, 4:28 PM IST

বাঁকুড়া, 28 ফেব্রুয়ারি: বিজেপি হোক বা বামেরা, সন্দেশখালিকে সিঙ্গুর বা নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে একসারিতে জুড়ে দেওয়ার চেষ্টা বিরোধীদের তরফে গত একসপ্তাহ ধরে চলছে ৷ কিন্তু, যে দু’টি আন্দোলন থেকে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার উত্থান সেখানে যে দাগ লাগতে মমতা দেবেন না, তা বলার অপেক্ষা রাখে না ৷ তাই সন্দেশখালির নাম না করেই বুধবার মুখ্যমন্ত্রী বললেন, "সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতরা খাতরা আর বিষ্ণুপুর বিষ্ণুপুর ৷ এক একটা জায়গার, এক একটা চেহারা আছে ৷"এদিন মমতা বলেন, "সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতরা খাতরা আর বিষ্ণুপুর বিষ্ণুপুর ৷ এক একটা জায়গার, এক একটা চেহারা আছে ৷ কাজেই একটার সঙ্গে আরেকটা তুলনা করে... ভুল করবেন না ৷ আমি কোথাও রক্ত ঝরুক চাই না ৷ কোথাও অত্যাচার হোক চাই না ৷"

তবে অজান্ত হলেও, অন্যায়কে প্রশ্রয় দেবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ কোন অন্যায় ? কার অন্যায়ের কথা বললেন মমতা ? তবে, কি তিনি মেনে নিচ্ছেন সন্দেশখালিতে অন্যায় হয়েছে ৷ মমতা বলেন, "আজ যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, খুলব তাঁদের ভাণ্ডার ? ভাণ্ডারে অনেক কথা আছে, আস্তে আস্তে ভাণ্ডারটা যখন খুলব, তখন বুঝতে পারবেন ৷ কোনটা ঠিক, কোনটা ভুল ৷ আমি ভুল জিনিসকে কখনই প্রশ্রয় দিই না ৷ অজান্তে যদি কোনও কাজ হয়ে থাকে সেটাকেও সমর্থন করি না ৷ সবরকম সাহায্য করি ৷ যতটা পারব মানুষকে সাহায্য করব ৷ মানুষকে সাহায্য করাই আমার কাজ ৷"

উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি ও শেখ শাহজাহান তৃণমূলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ৷ সেখান থেকে এখন রেহাই পেতে মরিয়া শাসকদল ৷ কিন্তু প্রশ্ন হল, বের করে দেওয়া এতটাও কি সহজ ! কারণ, সন্দেশখালিকে আগামী লোকসভায় বিজেপি বড় হাতিয়ারি হিসেবে ব্যবহার করবে ৷ আর তা বলার অপেক্ষা রাখে না ৷ ইতিমধ্যে, নির্মলা সীতারামন এবং কিরেণ রিজিজু এনিয়ে মমতা-সরকারকে নিশানা করেছেন রাজ্যে এসে ৷

1 মার্চ নরেন্দ্র মোদি আরামবাগ থেকে লোকসভার প্রচার পর্ব শুরু করছেন ৷ 6 মার্চ সন্দেশখালির নিকট বারাসতে নারী দিবস উপলক্ষে সভা রয়েছে মোদির ৷ সেই মঞ্চ তো মোদির সামনে, দিদির রাজত্বকে তুলধনা করার স্বর্গৈয় মঞ্চ ৷ কারণ, সন্দেশখালির আন্দোলন মাথাচারা দিয়েছে নির্যাতিতা মহিলারাদের ক্ষোভ থেকে ৷ ফলে এই সন্দেশখালিকে মমতা, নন্দীগ্রাম বা সিঙ্গুরের সঙ্গে একসারিতে কখনই তুলতে দেবেন না, তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন:

  1. বহাল আগের শর্ত, শুভেন্দুকে ফের সন্দেশখালি যেতে অনুমতি হাইকোর্টের
  2. 'তদন্তে স্থগিতাদেশ, শাহজাহানকে গ্রেফতারিতে নয়', স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের
  3. মঙ্গলবার মধ্যরাত থেকে পুলিশের ‘সুরক্ষিত হেফাজতে’ রয়েছেন শাহজাহান, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
Last Updated : Feb 28, 2024, 4:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details