গয়েশপুর, 29 ফেব্রুয়ারি: ‘তৃণমূল আজ যা ভাবে, বাকি রাজনৈতিক দলগুলি কাল সেটা ভাবে।’ আগামী 10 তারিখ সন্দেশখালির রাজবাড়িতে বিজেপির জনসভা নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলকে কটাক্ষ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। আসন্ন লোকসভা নির্বাচনে স্বীকৃত আটটি রাজনৈতিক দলকে নিয়ে আজ বেদি ভবনে একটি প্রশিক্ষণ শিবির করে নির্বাচন কমিশন। এই প্রশিক্ষণ শিবিরে তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস ।
বৈঠক থেকে বেরিয়েই সন্দেশখালি প্রসঙ্গে মুখ খোলেন পুর ও নগরোন্নোয়ন মন্ত্রী ৷ বিজেপির জনসভা করার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তৃণমূলের দেখাদেখি সভা করছে ।’’ শেখ শাহজাহানের গ্রেফতারি এবং দল থেকে তাকে ছ'বছরের জন্য বহিষ্কার করার প্রসঙ্গে বিরোধীরা বলছে লোক দেখানো । ফিরহাদের কথায়, দল কোনও লোক দেখানো কাজ করে না। দলের যেটা নিয়ম সেটাই করা হয়। সব ক্ষেত্রেই দল পদক্ষেপ করে, এবারও করেছে । এতে বিরোধীরা কী বলল, তাতে কিছু আসে যায় না।