পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ছেলেকে নিয়ে দিল্লিতে কমল নাথ, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে - বিজেপি

Kamal Nath: মধ্যপ্রদেশ কংগ্রেসে বড় ভাঙন হতে পারে । প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ তাঁর ছেলে নকুল নিয়ে যোগ দিতে পারেন বিজেপিতে । নকুল তাঁর এক্স বায়ো থেকে কংগ্রেস শব্দটি মুছে দেওয়ার পর এবং কমল নাথের তরফে রবিবারের কর্মসূচি বাতিল করে দেওয়ার পর এই নিয়ে জল্পনা আরও বেড়েছে ।

Kamal Nath
Kamal Nath

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 3:35 PM IST

Updated : Feb 17, 2024, 6:55 PM IST

ভোপাল ও নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: ফের কংগ্রেসে ভাঙনের সম্ভাবনা ৷ এবার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর ৷ আর সেই নেতা হলেন কমল নাথ ৷ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ তাঁর ছেলে নকুল নাথকে নিয়ে খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে ৷ শনিবার তাঁর ছেলে নকুল সোশাল মিডিয়া এক্স-এ নিজের অ্যাকাউন্টের বায়োতে কংগ্রেস শব্দটি সরিয়ে দেন । তার পর এই নিয়ে জল্পনা বৃদ্ধি পায় ।

পরে মধ্যপ্রদেশ ছেড়ে ছেলে নকুল নাথকে নিয়ে দিল্লিতে চলে আসেন কমল নাথ । দিল্লিতে পৌঁছে তিনি বলেন, "যদি এমন কিছু হয়, তবে আমি আপনাদেরই প্রথম জানাবো । এটা অস্বীকার করার কথা নয় । আপনারা এই কথা বলছেন, আপনারা উত্তেজিত হচ্ছেন । আমি উত্তেজিত হচ্ছি না । এই দিকে, না ওদিকে । তবে যদি এমন কিছু হয়ে থাকে, তবে আমি আপনাদের আগে জানাবো।"

উল্লেখ্য, নয়াদিল্লিতে এখন বিজেপির রাষ্ট্রীয় সম্মেলন হচ্ছে । দলের অধিকাংশ নেতা সেই কারণ এখন নয়াদিল্লিতে রয়েছেন । এই পরিস্থিতিতে কবে, কখন কমল নাথ যোগ দেবেন বিজেপিতে, সেই নিয়েই নানা মহলে নানা আলোচনা চলছে । আর সেই আলোচনা আরও জোরদার হয়েছে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার সভা বাতিলের সিদ্ধান্তে । এ দিন মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় বৈঠক করলেও কমল নাথ রবিবার সেখানে পূর্ব ঘোষিত সভা বাতিল করে দিল্লি চলে যান ।

সূত্রের খবর, কমল নাথ ও তাঁর ছেলে নকুলের সঙ্গে আরও দশজন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন । এই প্রসঙ্গে বর্ষীয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক প্রকাশ ভাটনাগর জানান, 2023 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে মধ্যপ্রদেশে জয়ী করতে ব্যর্থ হওয়ার পরে কমল নাথের মতো কোনও নেতা যদি বিজেপিতে যোগ দেন, তবে তিনি একা যাবেন না । অন্যদিকে গতকাল শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি ভিডি শর্মা জানিয়েছিলেন যে কমল নাথ ও তাঁর ছেলের জন্য বিজেপির দরজা খোলা রয়েছে ।

কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণমের বিজেপিতে যোগদান নিয়ে কমল নাথের প্রতিক্রিয়া ছিল, "সবাই স্বাধীন । কেউ কোনও রাজনৈতিক দলের সঙ্গে আবদ্ধ নয় ।" তার পর তাঁর বিজেপিতে যাওয়ার জল্পনা আরও বাড়ে । আর এই জল্পনা সত্যি হলে মধ্যপ্রদেশে আরও একবার বড় ধাক্কা খাবে কংগ্রেস ৷ কারণ, 2020 সালে তরুণ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ সেই ঘটনার জেরে ওই সময়ই মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারের পতন হয় । গদিচ্যূত হন কমল নাথ । এবার সেই কমল নাথই যদি লোকসভা ভোটের মুখে বিজেপিতে সামিল হন, তাহলে তা কংগ্রেসের জন্য মোটেও সুখকর হবে না ।

এই দলবদলের সম্ভাবনা নিয়ে কংগ্রেসের আরেক বর্ষীয়ান নেতা দ্বিগ্বিজয় সিং বলেন, "ইন্দিরা গান্ধিকে জনতা পার্টি জেলে পাঠানোর সময় যে ব্যক্তি নেহেরু-গান্ধি পরিবারের সাথে দাঁড়িয়েছিলেন, আপনি কি মনে করেন এমন ব্যক্তি কখনও কংগ্রেস ও গান্ধি পরিবার ছেড়ে যাবেন ?"

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ক্রমশ কংগ্রেস ও কমল নাথের দূরত্ব বেড়েছে । রাহুল গান্ধির আপত্তিতে তিনি রাজ্যসভার টিকিট পাননি । আবার বিধানসভা ভোটে ভরাডুবির জেরে তিনি মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতির পদ হারান । সেই দূরত্ব কি তাঁকে বিজেপির কাছাকাছি নিয়ে এল, উঠছে প্রশ্ন ।

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. সভাপতি নির্বাচনের আগে সংকট সামলাতে কমল নাথকে দিল্লিতে তলব সোনিয়ার
  2. দল পরিবর্তন ঠিক না ভুল তা ঠিক করবেন ভোটাররা, জ্যোতিরাদিত্য আক্রমণ সচিনের
  3. সিন্ধিয়ার বিদায়ে কংগ্রেসের উপর আঘাত আসবে
Last Updated : Feb 17, 2024, 6:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details