ভোপাল ও নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: ফের কংগ্রেসে ভাঙনের সম্ভাবনা ৷ এবার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর ৷ আর সেই নেতা হলেন কমল নাথ ৷ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ তাঁর ছেলে নকুল নাথকে নিয়ে খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে ৷ শনিবার তাঁর ছেলে নকুল সোশাল মিডিয়া এক্স-এ নিজের অ্যাকাউন্টের বায়োতে কংগ্রেস শব্দটি সরিয়ে দেন । তার পর এই নিয়ে জল্পনা বৃদ্ধি পায় ।
পরে মধ্যপ্রদেশ ছেড়ে ছেলে নকুল নাথকে নিয়ে দিল্লিতে চলে আসেন কমল নাথ । দিল্লিতে পৌঁছে তিনি বলেন, "যদি এমন কিছু হয়, তবে আমি আপনাদেরই প্রথম জানাবো । এটা অস্বীকার করার কথা নয় । আপনারা এই কথা বলছেন, আপনারা উত্তেজিত হচ্ছেন । আমি উত্তেজিত হচ্ছি না । এই দিকে, না ওদিকে । তবে যদি এমন কিছু হয়ে থাকে, তবে আমি আপনাদের আগে জানাবো।"
উল্লেখ্য, নয়াদিল্লিতে এখন বিজেপির রাষ্ট্রীয় সম্মেলন হচ্ছে । দলের অধিকাংশ নেতা সেই কারণ এখন নয়াদিল্লিতে রয়েছেন । এই পরিস্থিতিতে কবে, কখন কমল নাথ যোগ দেবেন বিজেপিতে, সেই নিয়েই নানা মহলে নানা আলোচনা চলছে । আর সেই আলোচনা আরও জোরদার হয়েছে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার সভা বাতিলের সিদ্ধান্তে । এ দিন মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় বৈঠক করলেও কমল নাথ রবিবার সেখানে পূর্ব ঘোষিত সভা বাতিল করে দিল্লি চলে যান ।
সূত্রের খবর, কমল নাথ ও তাঁর ছেলে নকুলের সঙ্গে আরও দশজন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন । এই প্রসঙ্গে বর্ষীয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক প্রকাশ ভাটনাগর জানান, 2023 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে মধ্যপ্রদেশে জয়ী করতে ব্যর্থ হওয়ার পরে কমল নাথের মতো কোনও নেতা যদি বিজেপিতে যোগ দেন, তবে তিনি একা যাবেন না । অন্যদিকে গতকাল শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি ভিডি শর্মা জানিয়েছিলেন যে কমল নাথ ও তাঁর ছেলের জন্য বিজেপির দরজা খোলা রয়েছে ।