ETV Bharat / technology

শুরু হচ্ছে গাড়ি মেলা, যে সমস্ত নতুন মডেল দেখা যাবে - INDIA MOBILITY GLOBAL EXPO 2025

বেশ কয়েকটি স্কুটারও আসন্ন ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এ প্রদর্শিত হতে চলেছে ৷ যা শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে ৷

Hero Motocorp
Hero Xoom 110 এবং Suzuki Access 125 (ছবি Hero Motocorp এবং Suzuki Motorcycle)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 14, 2025, 10:22 AM IST

হায়দরাবাদ: শুরু হতে চলেছে দেশের বৃহত্তম গাড়ি মোবিলিটি এক্সপো ৷ 17 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত দিল্লিতে চলবে এই মেলা ৷ চার চাকার গাড়ির পাশাপাশি টু-হুইলারও থাকবে এই অটোমোবাইল মেলায় । Hero Motocorp, Yamaha এবং Suzuki-এর মতো দেশের প্রথম সারির বাইক ও স্কুটার উৎপাদনকারী সংস্থাগুলি তাদের পেট্রল চালিত স্কুটার লঞ্চ করতে চলেছে ।

Poco-র স্মার্টফোনে কল রেকর্ড থেকে ট্রান্সলেশন সবই করবে AI

Hero Xoom 125R এবং 160R
দেশীয় টু-হুইলার প্রস্তুতকারক Hero Motocorp তাদের সংস্থার টু-হুইলারের পাশাপাশি দু’টি স্কুটার থাকবে এই মেলায় ৷ ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এ স্পোর্টস 125 স্কুটার Hero Xoom 125R রাখা থাকবে ৷ যা বাজারে TVS Ntorq, Suzuki Avenis এবং Yamaha RayZR-এর সঙ্গে পাল্লা দিতে পারবে সহজেই ৷
এছাড়াও, কোম্পানি তাদের আরেকটি স্পোর্টস এবং অ্যাডভেঞ্চার স্কুটার Hero Xoom 160Rও আনতে চলেছে ৷ এই স্কুটারে রয়েছে বড় 160cc ইঞ্জিন দিতে চলেছে ৷ কার্যক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী হবে এটি । ভারতীয় বাজারে লঞ্চের পর, এই স্কুটারটি Yamaha Aerox 155 এর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে পারে ৷

Yamaha Nmax 155
জাপানি গাড়ি প্রস্তুতকারক Yamaha তাদের জনপ্রিয় Nmax 155 স্কুটারটিও ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এ প্রদর্শন করতে পারেন। Yamaha Nmax 155 স্কুটার ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে বিক্রর জন্য পাওয়া যাচ্ছে । Yamaha Aerox-এর একাধিক ফিচার রয়েছে ৷ এই স্কুটারটিতে 155cc ইঞ্জিন দেওয়া হয়েছে ৷ যা ভারতে Yamaha Aerox-এ পাওয়া যায় ।

Suzuki Access 125
Suzuki's Access 125 বেশ জনপ্রিয় স্কুটার ৷ দীর্ঘদিন ধরে এটির খুব একটা আপডেট হয়নি । তবে আশা করা হচ্ছে, যে কোম্পানি অটো এক্সপো 2025-এ অ্যাক্সেস 125-এর আপডেটেড মডেলটি প্রদর্শন করতে পারে । এতে 125cc ইঞ্জিন থাকতে পারে, যদিও ভিজ্যুয়াল এবং বৈশিষ্ট্যগুলি পরিবর্তন হতে পারে ৷

বাইক প্রেমীদের জন্য সুখবর! একসঙ্গে বাজারে আসছে 14টি বাইক

হায়দরাবাদ: শুরু হতে চলেছে দেশের বৃহত্তম গাড়ি মোবিলিটি এক্সপো ৷ 17 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত দিল্লিতে চলবে এই মেলা ৷ চার চাকার গাড়ির পাশাপাশি টু-হুইলারও থাকবে এই অটোমোবাইল মেলায় । Hero Motocorp, Yamaha এবং Suzuki-এর মতো দেশের প্রথম সারির বাইক ও স্কুটার উৎপাদনকারী সংস্থাগুলি তাদের পেট্রল চালিত স্কুটার লঞ্চ করতে চলেছে ।

Poco-র স্মার্টফোনে কল রেকর্ড থেকে ট্রান্সলেশন সবই করবে AI

Hero Xoom 125R এবং 160R
দেশীয় টু-হুইলার প্রস্তুতকারক Hero Motocorp তাদের সংস্থার টু-হুইলারের পাশাপাশি দু’টি স্কুটার থাকবে এই মেলায় ৷ ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এ স্পোর্টস 125 স্কুটার Hero Xoom 125R রাখা থাকবে ৷ যা বাজারে TVS Ntorq, Suzuki Avenis এবং Yamaha RayZR-এর সঙ্গে পাল্লা দিতে পারবে সহজেই ৷
এছাড়াও, কোম্পানি তাদের আরেকটি স্পোর্টস এবং অ্যাডভেঞ্চার স্কুটার Hero Xoom 160Rও আনতে চলেছে ৷ এই স্কুটারে রয়েছে বড় 160cc ইঞ্জিন দিতে চলেছে ৷ কার্যক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী হবে এটি । ভারতীয় বাজারে লঞ্চের পর, এই স্কুটারটি Yamaha Aerox 155 এর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে পারে ৷

Yamaha Nmax 155
জাপানি গাড়ি প্রস্তুতকারক Yamaha তাদের জনপ্রিয় Nmax 155 স্কুটারটিও ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এ প্রদর্শন করতে পারেন। Yamaha Nmax 155 স্কুটার ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে বিক্রর জন্য পাওয়া যাচ্ছে । Yamaha Aerox-এর একাধিক ফিচার রয়েছে ৷ এই স্কুটারটিতে 155cc ইঞ্জিন দেওয়া হয়েছে ৷ যা ভারতে Yamaha Aerox-এ পাওয়া যায় ।

Suzuki Access 125
Suzuki's Access 125 বেশ জনপ্রিয় স্কুটার ৷ দীর্ঘদিন ধরে এটির খুব একটা আপডেট হয়নি । তবে আশা করা হচ্ছে, যে কোম্পানি অটো এক্সপো 2025-এ অ্যাক্সেস 125-এর আপডেটেড মডেলটি প্রদর্শন করতে পারে । এতে 125cc ইঞ্জিন থাকতে পারে, যদিও ভিজ্যুয়াল এবং বৈশিষ্ট্যগুলি পরিবর্তন হতে পারে ৷

বাইক প্রেমীদের জন্য সুখবর! একসঙ্গে বাজারে আসছে 14টি বাইক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.