গঙ্গাসাগর, 14 জানুয়ারি: এক দিকে হরিনাম, অন্যদিকে অনুপ জলোটার মীরার ভজন। মাঝের চিলতে পরিসরে বসে খঞ্জনি বাজাচ্ছেন হাড় জিরজিরে চেহারার এক প্রবীণ সাধু। ঘন কুয়াশা আর ঠান্ডায় চার দিকে আলসেমি ছড়িয়ে রয়েছে ঝরা পাতার মতো। মোক্ষ লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে উপস্থিত হয়েছেন ৷ আজ, মঙ্গলবার সকাল থেকে পুণ্য লাভের আশায় সাগরে ডুব দিচ্ছেন কয়েক লক্ষ পুণ্যার্থী। মকর স্নান দেখুন ভিডিয়োয় ৷
হিন্দু ধর্মে মকর সংক্রান্তির উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন গঙ্গা স্নান এবং দান করা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। সূর্যের গমনকে বলা হয় সংক্রান্তি এবং মকর রাশিতে প্রবেশ হয় বলে একে মকর সংক্রান্তি বলা হয়।
দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন মকর সংক্রান্তি উপলক্ষে 1 নম্বর সাগর সৈকতে পুণ্যার্থীদের ভিড় বাড়ানোর জন্য নতুন করে পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হয়েছে। মূল মেলা প্রাঙ্গন থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত এই সৈকতটি বর্তমানে ভালো অবস্থায় রয়েছে এবং তুলনামূলকভাবে জনবহুল নয়।
তাই একে পুণ্যার্থীদের স্নানের জন্য সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। নতুন সাগর সৈকত তৈরির ক্ষেত্রে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রাখা হচ্ছে। অনেক সাবধানতা অবলম্বন করে নতুন সৈকতটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। বৈতরণী' পার হওয়ার হিড়িকে গরুর লেজে মোচড়ের পর্বও চলছে দুরন্ত মেজাজে। 'গেরুর লেজে মোচড়' দিলেই স্বর্গে যাওয়ার ছাড়পত্র মিলবে, এমনই অপার বিশ্বাসে বৈতরণী পারের পর্বও চলছে সাগর তটজুড়ে।
সব মিলিয়ে গঙ্গাসাগরের পুণ্যভূমিতে এ এক অভূতপূর্ব পুণ্যযজ্ঞ চলছে ৷ মকর সংক্রান্তি উপলক্ষে, গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল 'গঙ্গা সাগর'-এ পবিত্র স্নান করতে মঙ্গলবার সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সাগর দ্বীপে পৌঁছেছেন। ইতিমধ্যে মকর সংক্রান্তির পুণ্য লগ্নে কয়েক লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে স্নান করছেন। পুণ্য স্নানের ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য জাতীয় বিপর্যয় বাহিনী এবং নৌ-বাহিনীর কর্মীরা নজরদারি চালাচ্ছেন নদীপথে।
মকর সংক্রান্তির বিরল যোগে মহাসঙ্গমে শাহী স্নান, দেখুন ভিডিয়ো