নয়াদিল্লি, 10 মার্চ: লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে আচমকাই পদ থেকে ইস্তফা দিয়েছেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। তার আগে অনুপ চন্দ্র পাণ্ডে অবসর নিয়েছেন ৷ তার মানে দু'টি শূন্যপদ তৈরি হয়েছে। এদিকে রবিবারই সূত্র মারফত খবর পাওয়া যায়, ওই দু'টি পদে আগামী 15 মার্চের মধ্য়েই দু'জন নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হতে পারে। সূত্র মারফত খবর, সিলেকশন কমিটি মার্চের 13 অথবা 14 তারিখে ওই দুই শূন্যপদে নিয়োগ নিয়ে বৈঠকে বসতে পারে। নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। আর তা 15 মার্চের মধ্যেই পূর্ণতা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই খবর।
গত 14 ফেব্রুয়ারি 65 বছর বয়সি অনুপ চন্দ্র পান্ডে অবসর নেন ৷ নিয়ম অনুযায়ী, নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করতে আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের অধীনে একটি অনুসন্ধান কমিটি এবং স্বরাষ্ট্রসচিব এবং ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি) সচিবকে নিয়ে দু'টি পদের জন্য পাঁচটি নামের দুটি পৃথক প্যানেল প্রস্তুত করবেন। পরে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বাছাই কমিটি এবং একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভায় কংগ্রেস দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী তারপরে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগের জন্য দু'জনের নাম দেবেন। এই প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন রাষ্ট্রপতি।