মুম্বই, 22 জানুয়ারি: সেই রাতে এক অটোচালকই সইফ আলি খানের ত্রাতা হিসেবে হাজির হয়েছিলেন ৷ তাঁর উপর হামলার দিনে সঠিক সময়ে ওই অটোচালকই বলিউড অভিনেতাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন ৷ বিপদ কাটার পর সেই অটোচালককে ধন্যবাদ জানাতে ভুললেন না সইফ ৷ ছবিও তুললেন অটোচালক ভজন সিং রানার সঙ্গে ৷
মঙ্গলবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন 54 বছর বয়সি অভিনেতা ৷ সইফ আলি খান তার আগে হাসাপাতালের বেডে বসে ওই অটোচালকের সঙ্গে ছবি তোলেন ৷ সেই ছবি ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে ৷ ওই ছবিতে দেখা যাচ্ছে, ভজন সিং রানার কাঁধে হাত দিয়ে রয়েছেন সইফ ৷ হাতে তাঁর ব্যান্ডেজ করা ৷ অন্য একটি ছবিতে, দু'জন দাঁড়িয়ে আছেন এবং ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে হাসছেন ৷
Mumbai, Maharashtra: Bhajan Singh Rana, the auto driver who took actor Saif Ali Khan to the hospital after he was attacked, met the actor after he was discharged from the hospital yesterday.
— IANS (@ians_india) January 22, 2025
Auto driver Bhajan Singh Rana says, " ...they gave a time of 3:30 pm, i said okay, and i… pic.twitter.com/knmztnk9E4
বলিউড সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার আগে সইফ নিজে ওই অটো চালককে ফোন করেছিলেন এবং তাঁকে হাসপাতালে এসে তাঁর সঙ্গে দেখা করতে বলেন । সেই অনুযায়ী অটোচালক হাসপাতালে আসেন মঙ্গলবার ৷ এরপরেই সইফ অটোচালককে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান ও তাঁকে পরবর্তীতে যে কোনও রকম সাহায্যের আশ্বাস দেন ৷ অভিনেত্রী শর্মিলা ঠাকুরও ছেলের প্রাণ বাঁচানোর জন্য ভজন সিং রানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
হাসপাতাল সূত্রে খবর, সইফ আলি খান অটোচালকের সেদিনের ওই মহান কাজের জন্য তাঁর প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন, "অন্যদের এইভাবেই আপনি সাহায্য করতে থাকুন ।" পাশাপাশি অটোচালকের সঙ্গে মজা করতেও ছাড়েননি সইফ ৷ অভিনেতা একগাল হাসি নিয়ে মজার ছলে বলেন, "সেদিনের ভাড়ার বিষয়ে চিন্তা করবেন না ৷ টাকাটা মিটিয়ে দেওয়া হবে ।" তিনি অটোচালককে আরও বলেন, "যদি আপনার জীবনে কখনও সাহায্যের প্রয়োজন হয়, তবে আমাকে অবশ্যই মনে করবেন ।"
সইফের সঙ্গে দেখা করে ভজন সিং রানা যখন হাসপাতাল থেকে বেরোন, তাঁকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা ৷ সইফের সঙ্গে কীভাবে দেখা করলেন জিজ্ঞাসা করেন তাঁরা ৷ জবাবে অটোচালক জানান, "আমি একটি মাস্ক পরে হাসপাতালে প্রবেশ করেছি । সইফ আলি খানের তরফে আমাকে ফোন করা হয়েছিল ৷ তাঁর ফোন পেয়ে আমি হাসপাতালে আসি ।" তাঁর কথায়, "আমি শুধু প্রার্থনা করেছি অভিনেতা যেন সুস্থ হয়ে ওঠেন । আমি তাঁর সঙ্গে কয়েকটি ছবি তুলেছি ।"
ছুরিকাহত সইফকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন এই অটোচালক ৷ তিনি বলেন, "অভিনেতা তাঁকে ধীরে ধীরে অটো চালাতে বলছিলেন ৷ কারণ আঘাতের জেরে তাঁর কষ্ট হচ্ছিল ।"