পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

একশো দিনের বকেয়া ইস্যুতে শ্বেতপত্র প্রকাশের দাবিতে মোদি সরকারকে ফের চ্যালেঞ্জ অভিষেকের - Abhishek Banerjee - ABHISHEK BANERJEE

Abhishek Banerjee: একশো দিনের কাজের বকেয়া নিয়ে ফের মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ আরও একবার তিনি এই নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি এই নিয়ে কেন্দ্র ও বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 2:19 PM IST

Updated : Mar 28, 2024, 3:00 PM IST

কলকাতা, 28 মার্চ: একশো দিনের কাজের বকেয়া নিয়ে ফের কেন্দ্রের মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ আরও একবার তিনি কেন্দ্রের কাছে এই নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন ৷ এই নিয়ে বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘বাংলা অপেক্ষা করছে, নিরঙ্কুশ দায়বদ্ধতা ছাড়া আর কিছুই চাইছে না !’’

উল্লেখ্য, একশো দিনের কাজ-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা মোদি সরকার আটকে রেখেছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস ৷ এই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় একাধিকবার কলকাতা ও দিল্লিতে আন্দোলন করেছেন ৷ সম্প্রতি রাজ্য সরকারের তরফে একশো দিনের কাজের বকেয়া মজুরি দেওয়ার কাজ শুরু হয়েছে ৷

যদিও বিজেপির দাবি, একশো দিনের কাজ-সহ কেন্দ্রীয় প্রকল্পগুলিতে দুর্নীতি করেছে বাংলার তৃণমূল পরিচালিত সরকার ৷ সেই কারণে কেন্দ্রীয় সরকার টাকা আটকেছে ৷ উপযুক্ত জবাব পেলে সেই টাকা দেওয়া হবে ৷ কিন্তু এই নিয়ে বিজেপির বিরুদ্ধে পালটা চ্যালেঞ্জ ছোঁড়েন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এই নিয়ে কেন্দ্রকে শ্বেতপত্র প্রকাশ করতে বলেন ৷

অভিষেকের এই চ্যালেঞ্জের পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন ৷ এর মাঝে কখনও জনসভায়, কখনও সোশাল মিডিয়ায় অভিষেক কেন্দ্রকে এই শ্বেতপত্রের বিষয়টি মনে করিয়ে দিয়েছেন ৷ বৃহস্পতিবারও এই নিয়ে তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ সেই পোস্টে অভিষেক লিখেছেন, ‘‘প্রায় দুই সপ্তাহ হয়ে গিয়েছে, প্রায় 350 ঘণ্টার কাছাকাছি, বিজেপি আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং পশ্চিমবঙ্গে তাদের 2021 সালের পরাজয়ের পর থেকে আবাস প্লাস এবং মনরেগা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে লজ্জা পাচ্ছে ।’’

অন্যদিকে একশো দিনের কাজের মজুরি বৃদ্ধি নিয়েও বাংলার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস ৷ বাংলার শাসক দলের অভিযোগ, অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম মজুরি বৃদ্ধি করা হয়েছে বাংলার শ্রমিকদের জন্য ৷ এই নিয়ে বৃহস্পতিবার সকালে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে ৷ ওই পোস্টেই তিনি এই নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ৷

ওই পোস্টে সাকেত গোখলে লেখেন, মোদি সরকার একশো দিনের কাজের দৈনিক মজুরি বাংলার ক্ষেত্রে মাত্র পাঁচ শতাংশ বৃদ্ধি করেছেন ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তকে তিনি লজ্জাজনক ও মর্মান্তিক বলে দাবি করেছেন ৷ ওই পোস্টেই তিনি শতাংশের হিসেবে বেশ কয়েকটি রাজ্যের মজুরি বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরেছেন ৷ সাকেতের দাবি, বিহারে 7.4 শতাংশ, অন্ধ্রপ্রদেশে 10.9 শতাংশ, গুজরাতে 9.3 শতাংশ, মধ্যপ্রদেশে 9.9 শতাংশ ও ছত্তিশগড়ে 9.9 শতাংশ মজুরি বৃদ্ধি করা হয়েছে ৷

এর পরই তিনি কেন্দ্রের বিরুদ্ধে আরও একবার একশো দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ তুলেছেন ৷ ওই পোস্টে তিনি লিখেছেন, একশো দিনের কাজের 7000 কোটি টাকার মজুরি আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার ৷ তার পরও বাংলা বিরোধী ‘বিজেপির জমিদাররা’ আবার পশ্চিমবঙ্গের জনগণকে টার্গেট করেছে ৷ এবার একশো দিনের কাজের মজুরি 5 শতাংশ বৃদ্ধি করা হয়েছে ৷ অথচ বিজেপি শাসিত রাজ্যগুলিতে 10 শতাংশ মজুরি বৃদ্ধি করা হয়েছে ৷

ওই পোস্টের শেষে সাকেত আরও লিখেছেন, ‘‘এট বাংলার প্রতি বিজেপির বিদ্বেষের আরেকটি নির্লজ্জ নিদর্শন ৷ আসন্ন নির্বাচনে জনগণের কাছ থেকে এর উপযুক্ত জবাব তারা পাবে ।’’ এখন দেখার একশো দিনের কাজ নিয়ে সাকেত গোখলের এই অভিযোগ ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের চ্যালেঞ্জ নিয়ে বিজেপি কোনও জবাব দেয় কি না !

আরও পড়ুন:

  1. কংগ্রেসের প্রতিশ্রুতির চেয়ে কম মজুরি বৃদ্ধি একশো দিনের কাজে, মোদি সরকারকে নিশানা জয়রামের - MGNREGS Wage Rates
  2. একশো দিনের কাজের টাকা মেটাতে 2 হাজার 650 কোটি বরাদ্দ রাজ্য সরকারের
  3. মজুরি বাড়ল একশো দিনের কাজ প্রকল্পে, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের
Last Updated : Mar 28, 2024, 3:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details