কলকাতা, 13 মে: সপ্তম তথা শেষ দফা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকের তালিকায় আবার ফিরছেন কুণাল ঘোষ । রাজ্য সম্পাদকের পদ থেকে সরানোর পর তাঁকে তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দেয় রাজ্য়ের । গত 12 মে যে তালিকা নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের তরফে জমা পড়েছে, তাতে আবার ফিরেছেন কুণাল ঘোষ । আর তাতেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে । তবে কি এবার পুরনো পদও ফিরে পাবেন তিনি ?
উল্লেখ্য, সম্প্রতি উত্তর কলকাতায় একটি রক্তদান শিবিরে হাজির হয়ে কলকাতা উত্তর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল ঘোষ ৷ সেখানেই আবার তিনি উত্তর কলকাতায় ছাপ্পা ভোট বন্ধের ডাক দেন ৷ এর পরই শুরু হয় বিতর্ক ৷ এই বক্তব্য পেশের কয়েকঘণ্টার মধ্যে কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল ৷
এর পরই পালটা তোপ দাগেন কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, মার্চের গোড়ায় তিনিই মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ তার পর তাঁকে সরানো হয় কিভাবে৷ এর পর একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কুণাল ঘোষ জানান, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নিয়োগ দুর্নীতির বিষয়ে জানত ৷ সেই কারণেই পার্থ চট্টোপাধ্য়ায় 2021 সালে শিক্ষামন্ত্রী হতে পারেননি ৷