পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

হিংসায় উস্কানি দিচ্ছেন মমতা, অমিত শাহকে চিঠি সুকান্তর - Sukanta Majumdar - SUKANTA MAJUMDAR

Sukanta Majumdar: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর দাবি, বুধবার টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে হিংসায় উস্কানিমূলক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ৷

Sukanta Majumdar
হিংসায় উস্কানি দিচ্ছেন মমতা, অমিত শাহকে চিঠি সুকান্তর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 8:35 PM IST

কলকাতা, 28 অগস্ট: হিংসায় উস্কানি দিচ্ছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, এমনই অভিযোগ বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ৷ এই নিয়ে তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ পরে এই বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠকেও সরব হন সুকান্ত ৷ তাঁর বক্তব্য, ‘‘আমি কেন্দ্রীয় এজেন্সিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নজর রাখার আবেদন জানাব ৷’’

বুধবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ৷ সেই উপলক্ষ্যে কলকাতার মেয়ো রোডে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় তৃণমূলের ছাত্র সংগঠনের তরফে ৷ সেই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়েই মমতা হিংসায় উস্কানি দিয়েছেন বলে অভিযোগ করেন সুকান্ত ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে সুকান্ত আরও দাবি করেছেন যে মমতা শুধু হিংসায় উস্কানিই দেননি, অন্য রাজ্য জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়ে আসলে দেশবিরোধী মন্তব্য করেছেন ৷

সাংবিধানিক পদে থেকে মমতা এটা করতে পারেন না বলে দাবি করেছেন সুকান্ত ৷ তাই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই নিয়ে যথাযত পদক্ষেপ করার আবেদন করেছেন ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠানো সুকান্ত মজুমদারের চিঠি (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, এ দিন মমতা দাবি করেছিলেন যে বাংলা জ্বললে অন্য রাজ্যগুলিও জ্বলবে ৷ সেই নিয়েই সরব হয়েছেন সুকান্ত ৷ তাঁর বক্তব্য, তিনি কেন্দ্রীয় এজেন্সির কাছে আবেদন করবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপর যেন নজর রাখা হয় যে তিনি কোন কোন বিদেশী শক্তির সঙ্গে বৈঠক করছেন ।

এ দিনের সাংবাদিক বৈঠকে বিজেপির ডাকা বাংলা বনধের প্রসঙ্গও ওঠে ৷ সেই নিয়ে বালুরঘাটের সাংসদ জানান, প্রায় 210 জন নেতা-কর্মী-সমর্থক জখম হয়েছেন । তাঁর আরও দাবি, ‘‘বিজেপির ডাকা বনধকে বানচাল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রচেষ্টা চালিয়েছেন । এই দেখেই বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন । তাই তাঁকে এবার ইস্তফা দিতেই হবে ।’’

অন্যদিকে মমতার বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলে সরব হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মাও ৷ এক্স হ্য়ান্ডেলে মমতার বক্তব্যের ভিডিয়ো দিয়ে তিনি লিখেছেন, ‘‘দিদি, আপনার এতো সাহস কীভাবে হলো যে আপনি অসমকে ধমকি দিচ্ছেন ? আমাদের রক্তচক্ষু দেখাবেন না । আপনার অসফলতার রাজনীতি দিয়ে একদম ভারতকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না । বিভাজনকারী ভাষা বলাটা আপনার শোভা পায় না ।’’

ABOUT THE AUTHOR

...view details