পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

মেরে চামড়া তুলে নেব' সৌমিত্রর পালটা সুজাতার 'পিঠ খুলে বসে আছি', বাকযুদ্ধে প্রাক্তন দম্পতি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Saumitra Khan vs Sujata Mondal: তৃণমূল যদি দাদাগিরি করে চামড়া তুলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ৷ পালটা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বললেন, পিঠ খুলে বসে আছি ৷ প্রাক্তন স্বামী-স্ত্রীর বাকযুদ্ধে সরগরম বিষ্ণুপুরের রাজনীতি ৷

Saumitra Khan vs Sujata Mondal
সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 8:57 PM IST

বিষ্ণপুরে প্রাক্তনের লড়াই (ইটিভি ভারত)

বিষ্ণুপুর, 11 মে:ভেঙেছে সংসার ৷ এখন তাঁরা একে ওপরের প্রাক্তন ৷ রাজনৈতিক ময়দানে প্রতিপক্ষও বটে ৷ তবে অন্যান্য প্রাক্তনীদের মধ্যে সৌজন্যতা দেখা গেলেও এ ক্ষেত্রে তার বালাই নেই ৷ বরং তাঁদের বাকযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি ৷ কথা হচ্ছে প্রাক্তন স্বামী-স্ত্রী তথা বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ও তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের ৷ আবারও বাকবিতণ্ডায় জড়ালেন তাঁরা ৷ এবার তৃণমূলের কর্মীদের মেরে চামড়া তুলে নেওয়ার নিদান দিয়ে বসলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ ৷ পালটা শাসকদলের নেতাকর্মীরা পিঠ খুলে আছে বলে প্রাক্তনকে একহাত নিলেন সুজাতা মণ্ডলও ৷

শুক্রবার বড়জোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছান্দর এলাকাতে প্রচার করতে আসেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ৷ তিনি এখান থেকে বিস্ফোরক অভিযোগ তোলেন বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ সৌমিত্র বলেন, "প্রতিটা ফ্যাক্টরি থেকে মাসোয়ারা নেওয়াটা বন্ধ করুন তাহলে এলাকার উন্নয়ন হবে ।" পাশাপাশি শাসকদলকে হুঁশিয়ারি দিয়ে তাঁর বক্তব্য, "বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল দাদাগিরি করলে মেরে চামড়া তুলে হবে, সেই ক্ষমতাটা রাখি ৷"

প্রাক্তন স্বামীর এই হুঁশিয়ারির পালটা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, "আমাদের নেতাকর্মীরা পিট খুলে আছে ৷ আপনি যদি মায়ের দুধ খেয়ে থাকেন আসুন মেরে দেখান ৷ তারপর আমাদের মেয়েরা আপনাদেরকে জবাব দিয়ে দেবে । আপনার চামড়াটা মানুষ আস্ত রাখবে তো ? মুখের ভাষা আর কতটা খারাপ করে বোঝাবেন আপনার পারিবারিক কালচার এবং শিক্ষার দৈনতা ।" তাঁর কথায়,"বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জেনে গিয়েছেন যে তিনি ভোটে হেরে যাবেন তাই প্রতিদিন উনি আমাদের লোকেদের গালিগালাজ এবং হুমকি দিচ্ছেন ৷ এগুলো বিজেপির কথাতেই মানায় । পাগলামি না করে 4 জুন পর্যন্ত অপেক্ষা করুন ৷"

এখন একে ওপরের মুখ দেখতে নারাজ হলেও পাঁচ বছর আগেও তাঁদের সম্পর্কটা এরকম ছিল না ৷ গত লোকসভা নির্বাচনে সৌমিত্র খাঁয়ের হয়ে প্রচার করতে দেখা গিয়েছেন বর্তমানে প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে ৷ ৷ আজ তাঁরা একে অপরের বিপক্ষে ৷ নির্বাচনী মঞ্চের এই দ্বৈরথ এখন বাকযুদ্ধে গড়িয়েছে ৷ এমনকী ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. 'অতীত' ভুলে বিষ্ণুপুরে ব্যবধান বাড়ানো লক্ষ্য সৌমিত্রর, 'অর্বাচীন' মন্তব্য তৃণমূল প্রার্থী প্রাক্তন স্ত্রীর
  2. ট্রেনে চড়লেন সৌমিত্র, সুজাতা মাতলেন আদিবাসী নৃত্যে; ভোট প্রচারে সরগরম মল্লগড়
  3. বিষ্ণুপুরে মুখোমুখি সৌমিত্র-সুজাতা, পাঁচ বছরের কাজের নিরিখে জয়ের হ্যাটট্রিক কি হবে বিজেপি প্রার্থীর?

ABOUT THE AUTHOR

...view details