পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'নতুন-পুরনো দ্বন্দ্ব মেটান', হাত জোড় করে কর্মীদের কাছে আবেদন অগ্নিমিত্রার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Agnimitra Paul: লোকসভা নির্বাচনের আগে মেটাতে হবে দলীয় কোন্দল ৷ কর্মী বৈঠকে হাত জোড় করে আবেদন করলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷

Agnimitra Paul
মেদিনীপুরে অগ্নিমিত্রা পল

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 5:40 PM IST

দলীয় কোন্দল নিয়ে অগ্নিমিত্রা

মেদিনীপুর, 3 এপ্রিল: বিজেপি'র দলীয় অন্তর্দ্বন্দ্ব কারও অজানা নয় ৷ পুরনো-নতুনের দ্বন্দ্বে বিদ্ধ গেরুয়া শিবিরের রাজ্য় নেতৃত্ব ৷ লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে এই ফাটল তত বাড়ছে ৷ দ্বন্দ্বের কারণে দলীয় প্রার্থীদের প্রচারে ভোট ময়দানে দেখা যাচ্ছে না অনেককেই ৷ পরিস্থিতি সামাল দিতে অবশেষে মাঠে নামলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ ভোটের আগে সমস্য়া সমাধানের জন্য় হাত জোড় করে আবেদন জানালেন দলীয় কর্মীদের ৷

অভ্য়ন্তরীণ বৈঠকে দলীয় নেতৃত্বদের উদ্দেশ্য়ে তারকা প্রার্থী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের বুকে রয়েছেন ৷ কিন্তু আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে চলবে না। পুরনোদের ব্রাত্য করে কোনদিনই আমরা জিততে পারব না ।"

ভোটের মুখে অন্তর্কলহে কার্যত বিধ্বস্ত প্রত্যেকটি রাজনৈতিক দল । শাসক দল তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও কর্মী বৈঠকে শোনা গিয়েছিল দলীয় কোন্দলের সুর । এবার একই সুর শোনা গেল অগ্নিমিত্রার গলাতেও ।

বুধবার দলের নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পর দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন প্রার্থী অগ্নিমিত্রা । দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া আসনে জয় ধরে রাখা যে বেশ কঠিন তার ইঙ্গিত পাওয়া গিয়েছে বিজেপি'র এই প্রার্থীর বক্তব্য়ে ৷ বলেন, "যারা অভিমান করে বাড়িতে বসে গিয়েছেন, আমি তাদের কাছেই যাব হাত জোড় করে দলের প্রচার কাজে নামাব। পুরনো ও নতুন কর্মীদের মিশেলেই জয় হাসিল করতে হবে ৷ তা না-হলে মেদিনীপুর লোকসভা আসনের মত এত ভালো কেন্দ্র আমরা জিততে পারব না।"

সেইসঙ্গে তিনি এদিন আবেদন করেন, "এই দু-মাস আমাকে সময় দিন । কোথাও কোনও রাজনৈতিক সমস্যা করবেন না । কোথাও নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি হলে আমায় বলুন আমি তার সমাধান করব । কোথাও পতাকা লাগাতে না পারলে আমায় বলুন আমি গিয়ে নিজে ঝান্ডা লাগাব।" এদিন মেদিনীপুরের সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেন অগ্নিমিত্রা ৷ এরপর দলীয় কার্যালয় উদ্বোধন করেন তিনি ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details