3 মার্চ, নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনে দমন ও দিউ থেকে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধি ! এমনই সম্ভাবনার কথা দাবি করলেন দমন ও দিউর কংগ্রেস সভাপতি কেতন প্যাটেল ৷ সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, কেতন প্যাটেল দাবি করেছেন, কংগ্রেস হাইকম্যান্ড এই সংক্রান্ত নানান তথ্য সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে ৷ তিনি বলেন, "প্রিয়াঙ্কা গান্ধি সম্ভবত দমন ও দিউ থেকে নির্বাচনী প্রার্থী হবেন ৷ আমি এই প্রস্তাবকে স্বাগত জানাচ্ছি ৷"
এনিয়ে সংবাদসংস্থাকে তিনি বলেন, "হাইকম্যান্ড আমাদের তথ্য সংগ্রহ করতে নির্দেশ দিয়েছেন ৷ প্রিয়াঙ্কা জি এখানে এলে দিউ সংলগ্ন সৌরাষ্ট্র ও সমস্ত দক্ষিণ গুজরাত লাভবান হবে ৷ এখানকার নাগরিকরা সবসময় কংগ্রেসের সঙ্গে রয়েছেন ৷" তথ্য সংগ্রহ বলতে কী বোঝাতে চেয়েছেন কেতন প্যাটেল ? তিনি জানিয়েছেন, এর অর্থ বেশকিছু বিষয়ে তথ্য সংগ্রহ যেমন, দমন ও দিউতে কংগ্রেসের বাস্তবিক পরিস্থিতি কেমন ? সেখানকার ভোটারদের কত শতাংশ কংগ্রেসের সঙ্গে রয়েছে ? অতীতে বিভিন্ন আঞ্চলিক নির্বাচনে কংগ্রেসের ফলাফল কেমন ? এমনই একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে কংগ্রেস হাইকম্যান্ডের তরফে ৷
উল্লেখ্য, শনিবার সন্ধেয় বিজেপি প্রথমদফায় তাদের 195 জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে ৷ যেখানে বারাণসী থেকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী বিজেপির প্রতীকে প্রার্থী হচ্ছেন ৷ উল্লেখ্য 2014 লোকসভার থেকে 2019-এক নির্বাচনে মোদির ভোটের হার 7.25 শতাংশ বেড়েছিল ৷ ফলে এবার সেই পরিসংখ্যানটা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে ৷ তবে, মোদির নাম ঘোষণার পর বারাণসীর গতবারের কংগ্রেস প্রার্থী অজয় রাই দাবি করেছেন, "বারাণসী সবসময় কংগ্রেসের কাছে ঐতিহাসিক আসন ৷ আর আমাদের বিশ্বাস এখানকার ভোটাররা দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের সঙ্গে থাকবে ৷"
বিজেপি তাদের প্রথম দফার প্রার্থী তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও, গান্ধিনগর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কিরেণ রিজিজু এবং রাজীব চন্দ্রশেখরের নাম ঘোষণা করেছে ৷ এই 195 জন প্রার্থীর তালিকায় 34 জন কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী এবং 2 জন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম রয়েছে ৷ তবে, উত্তরপ্রদেশে 80টি লোকসভা আসনের মধ্যে পদ্মশিবির শুধুমাত্র বারাণসী কেন্দ্র থেকে মোদির নাম ঘোষণা করেছে ৷ বাকি 79টি আসনে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করা বাকি আছে ৷
আরও পড়ুন:
- প্রথম প্রার্থী তালিকায় নেই বর্তমান 33 সাংসদ, নতুন মুখে আস্থা রাখছে বিজেপি
- 'অপারেশন ক্লিন আপ'! বিজেপির প্রার্থী তালিকায় ঠাঁই হল না 'বিতর্কিত' প্রজ্ঞা-মীনাক্ষীর
- 'এটাই বাংলার মায়েদের শক্তি', আসানসোল থেকে পবন সরতেই 'জনগর্জন' তৃণমূলের