কলকাতা, 4 মার্চ: বিধায়ক পদ ছেড়েছেন বরানগরের বিধায়ক তাপস রায় । সোমবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র দিতে যাওয়ার আগে নিজের সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূল নেতা ৷ তিনি বলেন, "এত দুর্নীতি, এই সন্দেশখালির ঘটনা- এসব আমাকে তাড়িয়ে নিয়ে চলেছে । মুখ্যমন্ত্রী বিধানসভায় শাহজাহানকে টার্গেট করা হচ্ছে বলেছেন । কিন্তু আমার পরিবারকে সমবেদনা জানাননি । আমার বাড়িতে তল্লাশি নিয়ে একটি কথাও বলেননি ।” লোকসভা নির্বাচনের ঠিক আগে দলের গুরুত্বপূর্ণ সদস্যের দল থেকে অব্যাহতিতে বিতর্ক তুঙ্গে ৷
অন্যান্য রাজনৈতিক দলগুলিও সরব তৃণমূল বিধায়কের এই সিদ্ধান্তে ৷ কেউ বাহবা দিচ্ছেন, কেউ আবার বলছেন, দায় এড়িয়ে যেতে পারেন না তাপস রায় । কারণ, তিনিই তো এতদিন মুখ্যমন্ত্রীর হয়ে ব্যাটিং করে এসেছেন । যদিও তাপস রায় বলেছেন, “তৃণমূলে যাঁর শাস্তি পাওয়া উচিত, তাঁরা বহাল তবিয়তে থাকেন !” তাপসের সিদ্ধান্তে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, " তাপস রায় সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব । দীর্ঘদিন ধরেই ওর ক্ষোভ-বিক্ষোভ ছিল । যা নিরসন হয়নি । উনি যা যা বলেছেন, সব সত্যি । ওর রাজনৈতিক কেরিয়ার শুরু ছাত্র পরিষদ দিয়ে । তারপরে তৃণমূলে যায় । কিন্তু, এখন তৃণমূলে যেসব ঘটছে তা মেনে নেওয়া যায় । যে কারণে তাঁর এই সিদ্ধান্ত । তাঁকে সাধুবাদ জানাই ।"