পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

তাপসের পদত্যাগে কংগ্রেসের বাহবা, সিপিএমের নিন্দা; সাবধানী বিজেপি - তৃণমূল বিধায়ক তাপস রায়ের ইস্তফা

TMC MLA Tapas Roy Resigns: লোকসভা ভোটের ঠিক আগে ফের ভাঙল তৃণমূল ৷ দল থেকে অব্যাহতি নিয়েছেন তাপস রায় ৷ বরানগরের বিধায়কের সিদ্ধান্তে বিতর্ক তুঙ্গে রাজ্য-রাজনীতিতে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 4:57 PM IST

কলকাতা, 4 মার্চ: বিধায়ক পদ ছেড়েছেন বরানগরের বিধায়ক তাপস রায় । সোমবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র দিতে যাওয়ার আগে নিজের সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূল নেতা ৷ তিনি বলেন, "এত দুর্নীতি, এই সন্দেশখালির ঘটনা- এসব আমাকে তাড়িয়ে নিয়ে চলেছে । মুখ্যমন্ত্রী বিধানসভায় শাহজাহানকে টার্গেট করা হচ্ছে বলেছেন । কিন্তু আমার পরিবারকে সমবেদনা জানাননি । আমার বাড়িতে তল্লাশি নিয়ে একটি কথাও বলেননি ।” লোকসভা নির্বাচনের ঠিক আগে দলের গুরুত্বপূর্ণ সদস্যের দল থেকে অব্যাহতিতে বিতর্ক তুঙ্গে ৷

অন্যান্য রাজনৈতিক দলগুলিও সরব তৃণমূল বিধায়কের এই সিদ্ধান্তে ৷ কেউ বাহবা দিচ্ছেন, কেউ আবার বলছেন, দায় এড়িয়ে যেতে পারেন না তাপস রায় । কারণ, তিনিই তো এতদিন মুখ্যমন্ত্রীর হয়ে ব্যাটিং করে এসেছেন । যদিও তাপস রায় বলেছেন, “তৃণমূলে যাঁর শাস্তি পাওয়া উচিত, তাঁরা বহাল তবিয়তে থাকেন !” তাপসের সিদ্ধান্তে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, " তাপস রায় সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব । দীর্ঘদিন ধরেই ওর ক্ষোভ-বিক্ষোভ ছিল । যা নিরসন হয়নি । উনি যা যা বলেছেন, সব সত্যি । ওর রাজনৈতিক কেরিয়ার শুরু ছাত্র পরিষদ দিয়ে । তারপরে তৃণমূলে যায় । কিন্তু, এখন তৃণমূলে যেসব ঘটছে তা মেনে নেওয়া যায় । যে কারণে তাঁর এই সিদ্ধান্ত । তাঁকে সাধুবাদ জানাই ।"

সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার বলেন, "তাপস রায়ের নিশ্চয় অন্য কোনও উদ্দেশ্য থাকতে পারে । তা না-হলে এখন কেনও দলের বিরুদ্ধে সরব হয়ে বিধায়ক পদ ছাড়বেন । উনি হয়তো বুঝেছেন এখন তৃণমূলকে দিয়ে জেতা সম্ভব নয় । যদিও উনিই কারণটা ভালো বলতে পারবেন । কিন্তু, যে কারণ তুলে ধরছেন তাতে এতদিন যা ঘটেছে তাতেও উনি দলের হয়ে ব্যাট করেছেন । ফলে, অন্য কোথাও গিয়ে সন্দেশখালি বা অন্য ঘটনার দায় ঝেড়ে ফেলতে পারেন না । এরা নিজেদের রাজনৈতিক পরিচিতিকে কলুষিত করছেন ।"

বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "অনেকদিন আগেই তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে । অতএব তৃণমূল সেখানে নিচুতলা পর্যন্ত দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছে । একারণেই চারিদিকে মারপিট দাঙ্গা-হাঙ্গামা । সেই বিষয়টা আবার শুরু হয়েছে । যে কারণে তাপস রায় পদত্যাগ করেছেন ।" তবে তাপস রায়ের বিজেপিতে দেওয়ার জল্পনায় মুখে কুলুপ এঁটেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details