পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

সন্দেশখালির পথে বাসন্তী হাইওয়ের কাছে বিজেপি বিধায়কদের বাস আটকাল পুলিশ - সন্দেশখালি

Police stopped BJP MLAs: বিধানসভা থেকে বিজেপি বিধায়করা বেরনোর সময় পুলিশ তাঁদের প্রয়োজনীয় আইনি কাগজ তুলে দিয়ে জানান, বর্তমানে সন্দেশখালিতে 144 জারি রয়েছে তাই সেখানে যাওয়া যাবে না। তবে পুলিশের জানানো সত্বেও বিধানসভার বাইরে রাখা একটি বেসরকারি বাসে করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালি লেখা বিশেষ টি-শার্ট পরে তাঁরা রয়না দেন।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 3:06 PM IST

বিজেপি বিধায়কদের বাস আটকাল পুলিশ

কলকাতা, 12 ফেব্রুয়ারি: বাসন্তী হাইওয়ের কাছে বিজেপির বাস আটকাল পুলিশ ৷ বাসন্তী হাইওয়েতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালিগামী বিজেপি প্রতিনিধিদের বাস আটকাল পুলিশ। পদ্ম শিবিরের তরফে আগেই যেমনটা জানানো হয়েছিল, সোমবার 50 জন বিজেপি বিধায়কদের নিয়ে সন্দেশখালির উদ্যেশে রওনা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতোই এদিন বিজেপি বিধায়কদের নিয়ে বিধানসভা থেকে কিছু আগেই রওনা হন শুভেন্দু অধিকারী।

এদিন বিধানসভা থেকে বিজেপি বিধায়করা বেরনোর সময় পুলিশ তাঁদের প্রয়োজনীয় আইনি কাগজ তুলে দিয়ে জানান, বর্তমানে সন্দেশখালিতে 144 জারি রয়েছে তাই সেখানে যাওয়া যাবে না। তবে পুলিশের জানানো সত্বেও বিধানসভার বাইরে রাখা একটি বেসরকারি বাসে করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালি লেখা বিশেষ টি-শার্ট পরে তাঁরা রয়না দেন। তবে তাঁদের বাস আটকানো হয় বলে জানা গিয়েছে। তবে বিধানসভা থেকে কিছুটা যাওয়ার পরেই সাইন্স সিটির কাছে বাসন্তী হাইওয়ের কাছে পুলিশ তাদের বাস আটকায় বলে খবর ৷

বাস আটকানোর পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে। এই এলাকায় তো আর 144 নেই ! তাহলে এখানে কেন বাস আটকানো হল ?" প্রচুর সংখ্যক পুলিশ এবং ব়্যাফ না দিয়ে তাদের আটকানো হয় বলেও অভিযোগ বিজেপি বিধায়কদের। প্রসঙ্গত, এদিন সন্দেশখালির ঘটনার প্রতিবাদে এলাকার মানুষের পাশে থাকার বার্তা দিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল বিক্ষোভ দেখায়।

ABOUT THE AUTHOR

...view details