পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

মমতার পাড়ায় প্রচারে বাধা সায়রা শাহ হালিমকে ! পুলিশের বিরুদ্ধে কমিশনে সিপিএম - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Saira Shah Halim: মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগে পুলিশকর্মীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল বামেরা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 12:20 PM IST

Updated : Mar 28, 2024, 12:31 PM IST

কলকাতা, 28 মার্চ: কলকাতার ভবানীপুরের হরীশ মুখার্জি রোডে সিপিএমকে ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে । এই নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদ হয় কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের ৷ উল্লেখ্য, এই এলাকাতেই থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । মমতা ও অভিষেকের পাড়ায় প্রচারে বাধা দেওয়ায় অভিযুক্ত পুলিশ আধিকারিককে অবিলম্বে ভোটের সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছে বামেরা ৷

বৃহস্পতিবার সকালে ভবানীপুরের হরীশ মুখার্জি রোডে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমকে ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়ায় মুখ্যমন্ত্রীর পাড়ায় ৷ এই বাধা দেওয়ার ঘটনায় প্রায় দশ মিনিট কলকাতা পুলিশ ও সায়রা শাহ হালিম পরস্পর বাদানুবাদে জড়িয়ে পড়েন । পুলিশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বামেরা ৷ পাশাপাশি অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷

আজ সকাল ন'টা নাগাদ কালীঘাট রোড এলাকায় কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের প্রচার কর্মসূচি ছিল পূর্ব ঘোষিত। কিন্তু, মিছিল শুরুর পর হরীশ মুখার্জি রোডে প্রবেশের আগেই তাকে বাধা দেয় পুলিশ । মিছিল ঘুরিয়ে অন্য পথে যেতে বলা হয় । কিন্তু, সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের যুক্তি, আইন অনুযায়ী রাস্তা সকলের । সেখানে কেন তাঁকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে ! নির্বাচনী এলাকায় প্রচারে বাধা দিতে পারে না পুলিশ ।

গোটা ঘটনার ভিডিয়ো শেয়ার করে সিপিএমের কলকাতা জেলা কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত তাঁর পোস্টে লিখেছেন, "চটিচাটা, দলদাস পুলিসের কাণ্ড দেখুন! নিবার্চন কমিশনের অনুমোদন থাকা সত্ত্বেও হরীশ মুখার্জি রোডে ভাইপোর বাড়ির সামনে সায়রা শাহ হালিমকে অঞ্চল পরিক্রমায় বাধা দিল কালীঘাটের অ্যাডিশনাল ওসি সঞ্জয় মিশ্র । তাঁর নেতৃত্বে কিছু 'বহিরাগত' উর্দিধারীও সামিল ছিল ওই এলাকায় ৷ অঞ্চলটি ভবানীপুর থানার অন্তর্গত । স্বতঃপ্রণোদিত হয়ে মালিকের খিদমত খাটতে এগিয়ে এলেন সঞ্জয় বাবু ! ধিক, আমাদের পয়সায় বেতন পেয়ে ভাইপোর ক্রীতদাস হিসেবে কর্মরত এই তৃণভোজীদের !"

উল্লেখ্য, দিন কয়েক আগেই সায়রা শাহ হালিম ইটিভি ভারতকে জানিয়েছিলেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর বাড়ি রয়েছে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে । ফলে, ওই অঞ্চলের প্রতিটি মানুষের কাছে ভোট প্রচারে যাবেন তিনি । এমনকি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারেও ভোটভিক্ষায় যেতে তাঁর কোনও অসুবিধা নেই বলে জানিয়েছিলেন তিনি । কারণ, তাঁর মতে, মুখ্যমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার ভোটার । কিন্তু, আজ সকালে কালীঘাট এলাকায় ভোট প্রচারে বাধা পেয়ে ক্ষুব্ধ সায়রা শাহ হালিম ।

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য, দিলীপের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের
  2. প্রধানমন্ত্রীর 3 হাজার কোটি টাকা ফিরিয়ে দেওয়ার ঘোষণা, বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের i
  3. তৃণমূল-বিজেপির দেওয়াল লিখনে ‘উপস্থিত অনুব্রত’, বীরভূমের ভোটে তিহাড়ে বন্দি কেষ্টই কি এক্স-ফ্যাক্টর!
Last Updated : Mar 28, 2024, 12:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details