বালুরঘাট, 16 এপ্রিল: অনুপ্রবেশ থেকে দুর্নীতি-সহ একাধিক বিষয় নিয়ে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর অভিযোগ, ‘‘তৃণমূল বাংলাকে অনুপ্রবেশকারী ও অপরাধীদের লিজে দিয়েছে ৷’’
মঙ্গলবার বাংলায় নির্বাচনী প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর প্রথম সভা ছিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ৷ ওই সভার মঞ্চ থেকে তিনি একাধিক ইস্য়ুতে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন ৷ তার মধ্যে অন্যতম ছিল অনুপ্রবেশ ইস্যু ৷
প্রধানমন্ত্রী বলেন, ‘‘তৃণমূল বাংলাকে অনুপ্রবেশকারী ও অপরাধীদের লিজে দিয়েছে ৷ অনুপ্রবেশকারীকে আশ্রয় দেয় বাংলার সরকার ৷’’ এই প্রসঙ্গেই আরও একবার সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র প্রসঙ্গ তোলেন ৷ বলেন, ‘‘আইনি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিএএ-র বিরোধ করে ৷ ওদের অপপ্রচারে কান দেবেন না ৷ দুর্নীতি ও অপরাধ লুকোতে মিথ্যা ওরা বলছে ৷ পদ্মে ছাপ দিয়ে তৃণমূলকে তার পাপের সাজা দিন ৷’’
তবে এই প্রসঙ্গে যাওয়ার আগে তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তোলেন ৷ মোদি বলেন, ‘‘বাংলার তৃণমূল কংগ্রেসের সরকার তোলাবাজ, অপরাধী ও দর্নীতিগ্রস্তদের হয়ে গিয়েছে ৷ এখানে বিজেপি কর্মীদের হত্যা করা হয় ৷ বালুরঘাটে কয়েক বছর আগে আমাদের বুথ সভাপতির হত্যা করা হয়েছিল ৷’’
তিনি সন্দেশখালির প্রসঙ্গও টানেন ৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘সন্দেশখালিতে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে ৷ শোষণের যে ঘটনা সামনে এসেছে ৷ এর জেরে পুরো দেশ কেঁপে উঠেছে ৷ দেশ এটাও দেখেছে যে তৃণমূল কংগ্রেসের সরকার কিভাবে সন্দেশখালির অভিযুক্তদের শেষপর্যন্ত বাঁচানোর চেষ্টা করে গিয়েছে ৷’’
তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে গিয়ে নিয়োগ দুর্নীতির কথা বলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, ‘‘তৃণমূল বাংলায় এখন দুর্নীতির খেলা খেলছে ৷ সরকারি জিনিসে তৃণমূলের গুন্ডারা দখল নিয়েছে ৷ প্রাথমিক শিক্ষক নিয়োগেও দুর্নীতি হয়েছে ৷ মন্ত্রীদের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে ৷ তল্লাশি অভিযানে গেলে এজেন্সির উপর হামলা হয় ৷’’
আরও পড়ুন:
- রামনবমী পালন আটকাতে তৃণমূলের ষড়যন্ত্র বানচাল হয়েছে আদালতের নির্দেশে, দাবি মোদির
- বিশেষ ভোটব্যাংককে খুশি করতেই রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখান কংগ্রেসের, অভিযোগ মোদির
- হারবে জেনেই প্রতিহিংসার অভিযোগ বিরোধীদের, দাবি মোদির