নন্দুরবার (মহারাষ্ট্র), 10 মে: কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার চেয়ে অজিত পাওয়ার ও একনাথ শিন্ডের সঙ্গে যোগ দেওয়া অনেক ভালো ৷ শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরেকে এই পরামর্শই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার মহারাষ্ট্রের নন্দুরবারে আয়োজিত এক নির্বাচনী জনসভা থেকে এই পরামর্শ দেন তিনি ৷
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “এখানে একজন বড় নেতা, যিনি 40-50 বছর ধরে সক্রিয় আছেন, তিনি বারামতির (লোকসভা আসন) ভোটের পরে চিন্তিত । তিনি বলেছেন যে 4 জুনের পরে ছোট দলগুলি টিকে থাকার জন্য কংগ্রেসের সঙ্গে মিশে যাবে ৷’’ মোদি যদিও শরদ পাওয়ারের নাম করেননি ৷ তবে তাঁর ইঙ্গিত যে শরদ পাওয়ারের দিকেই, তা স্পষ্ট ৷ কারণ, শরদ পাওয়ার ছিলেন বারামতীর দীর্ঘদিনের সাংসদ ৷
এর পর কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, "এর মানে নকলি এনসিপি এবং নকল শিবসেনা কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার মনস্থির করেছে ।" তাই তিনি পরামর্শের মতো করে বার্তা দেন শরদ পাওয়ারকে ৷ সঙ্গে নাম না করে বার্তা দেন উদ্ধব ঠাকরেকেও ৷ তিনি বলেন, "তবে কংগ্রেসে মিশে গিয়ে শেষ হওয়ার পরিবর্তে অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডের সঙ্গে যোগদিন ৷’’
উল্লেখ্য়, গত বছর তিনেকের মধ্য়ে মহারাষ্ট্রের রাজনীতিতে দু’বার ঝড় ওঠে ৷ একবার শিবসেনা ভাঙে ৷ আর একবার ভেঙে যায় এনসিপি ৷ শিবসেনার একটি অংশকে নিয়ে একনাথ শিন্ডে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেন ৷ আর সেই সরকারে যোগ দেন এনসিপির অজিত পাওয়ার ৷ তাঁর সঙ্গে এনসিপির আরও অনেকে আসেন ৷ পরে নির্বাচন কমিশন একনাথ ও অজিতের অংশকেই যথাক্রমে আসল শিবসেনা ও এনসিপি বলে স্বীকৃতি দেয় ৷
তাই এবারের লোকসভা নির্বাচনে একনাথ শিন্ডে শিবির শিবসেনার এবং অজিত পাওয়ার গোষ্ঠী এনসিপির আসল প্রতীকে লড়ছেন ৷ অন্যদিকে উদ্ধব ঠাকরে শিবির শিবসেনা (ইউবিটি) ও শরদ পাওয়ার গোষ্ঠী এনসিপি (এসসিপি) নামে অন্য প্রতীকে ভোটে লড়ছেন ৷ এই দু’টি অংশকেই এ দিন মোদি একনাথ ও অজিতদের সঙ্গে মিশে যাওয়ার পরামর্শ দিয়েছেন ৷