ETV Bharat / entertainment

ভিভিয়ানকে মাত করণের, হাতে এল বিগবস ট্রফি; মন কাড়ল আমির-সলমনের বন্ধুত্ব - BIGG BOSS 18 FINAL

আরও একটা রিয়েলিটি শো জয়ের ট্রফি করণ বীর মেহরার হাতে ৷ বিগ বস 18 ফাইনালে আমির খান-সলমন খানের কেমিষ্ট্রি ননজর কাড়ল দর্শকদের ৷

BIGG BOSS 18 final
বিগ বস 18 ফাইনাল (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 20, 2025, 9:57 AM IST

হায়দরাবাদ, 20 জানুয়ারি: রিয়েলিটি শোয়ের 'রাজা' বলা যায় করণ বীর মেহরাকে ৷ 'খতরো কে খিলাড়ি 14' জেতার পর এবার তাঁর হাতে এল 'বিগ বস 18'-র ট্রফি ৷

'বিগবস'-এর ফাইনাল ঘিরে অনুরাগী ও দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ ছিল ঊর্দ্ধমুখী ৷ ভিভিয়ান ডিসেনাকে হারিয়ে এই বছর বিগবস রিয়েলিটি শোয়ের ট্রফি জেতেন করণ ৷ এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি ভীষণ খুশি ৷ আমি পর পর একাধিক অন্যরকম টাস্ক করেছি রিয়েলিটি শোয়ে ৷ আমার নিজের উপর বিশ্বাস ছিল ৷ আমি কঠিন পরিশ্রম করেছি ৷ আমি উপরে যাওয়ার জন্য পরিশ্রম করেছি এবং তাতে সফল হয়েছি ৷"

তিনি আরও বলেন, "এই রিয়েলিটি শোয়ে এসে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি ৷ যেমন আমি একজন অনুভূতিপ্রবণ মানুষ ৷ কিন্তু আগে আমার যখন সামান্য কোনও বিষয় নিয়েই চোখে জল আসত নিজেরই খারাপ লাগত ৷ কিন্তু এখন আমি যে আবেগপ্রবণ বেশি সেটা বিশ্বাস করি এবং মেনে নিয়েছি ৷"

ভিভিয়ানের সঙ্গে জোর টক্কর হয়েছে করণের ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "যখন দুটো মানুষ একটা ট্রফির জন্য লড়াই করে তখন সম্পর্কে একটা তিক্ততা আসবেই ৷ কিন্তু আমার ওকে দেখে হিংসাও হত ৷ কারণ ও সব জিনিস অনেক সহজভাবে পেয়ে গিয়েছে ৷ আর এটা আমি শোয়েও বারবার বলেছি ৷ কিন্তু ও খুব ভালো একজন মানুষ ৷ আর সেই কারণে আমি ওকে পছন্দ করি ৷"

এদিন রিয়েলিটি শোয়ের ফাইনাল আরও বেশি চমকপ্রদ হয় সলমন খানের পাশাপাশি আমির খানের উপস্থিতিতে ৷ 1994 সালের হিট ছবি আন্দাজ আপনা আপনা-র দৃশ্য মঞ্চে পুনরায় স্থাপন করলেন দুই অভিনেতা ৷ বাইকে চড়ে সঞ্চালক সলমনের সঙ্গে পিছনে দেখা যায় আমিরকে ৷ ব্যাকগ্রাউন্ডে চলে ছবির ফেমাস গান 'দো মস্তানে চলে জিন্দিগী বনানে ...৷'

এরপরেই নানা মজাদার বিষয় ঘটে এদিনের শোয়ে ৷ প্রসঙ্গে ওঠে আন্দাজ আপনা আপনা ছবির সিক্যুয়েল নিয়েও ৷ এরপরেই দাবাং খান তোলেন এক বিতর্কিত প্রসঙ্গ ৷ তিনি বলেন, আমির নাকি কোথাও বলেছেন সলমনের সঙ্গে কাজ করতে চান না ৷ এই প্রসঙ্গে একটু হেসে আমির বলেন, "হ্যাঁ, সেই সময় এটা আমার মনে হয়েছিল ৷ কিন্তু অবশেষে আমি সলমন খানকে বুঝতে পেরেছি ৷ এখন আমি চিনি সলমন খানকে ৷" এমনকী, এই দিনের শোয়ে উঠে আসে পুরনো দিনের কথাও ৷ জানা যায়, সলমন ও আমির একই স্কুলে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন ৷ তারপর তাঁদের স্কুল বদলে যায় ৷

এবারের 'বিগ বস 18' প্রতিযোগিতায় মোট 6 জন ফাইনালে পৌঁছান ৷ তার মধ্যে ছিলেন করণ বীর মেহরা, ভিভিয়ান ডিসেনা, এশা সিং, চুম দরং, অবিনাশ মিশ্রা ও রজত দালাল ৷

হায়দরাবাদ, 20 জানুয়ারি: রিয়েলিটি শোয়ের 'রাজা' বলা যায় করণ বীর মেহরাকে ৷ 'খতরো কে খিলাড়ি 14' জেতার পর এবার তাঁর হাতে এল 'বিগ বস 18'-র ট্রফি ৷

'বিগবস'-এর ফাইনাল ঘিরে অনুরাগী ও দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ ছিল ঊর্দ্ধমুখী ৷ ভিভিয়ান ডিসেনাকে হারিয়ে এই বছর বিগবস রিয়েলিটি শোয়ের ট্রফি জেতেন করণ ৷ এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি ভীষণ খুশি ৷ আমি পর পর একাধিক অন্যরকম টাস্ক করেছি রিয়েলিটি শোয়ে ৷ আমার নিজের উপর বিশ্বাস ছিল ৷ আমি কঠিন পরিশ্রম করেছি ৷ আমি উপরে যাওয়ার জন্য পরিশ্রম করেছি এবং তাতে সফল হয়েছি ৷"

তিনি আরও বলেন, "এই রিয়েলিটি শোয়ে এসে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি ৷ যেমন আমি একজন অনুভূতিপ্রবণ মানুষ ৷ কিন্তু আগে আমার যখন সামান্য কোনও বিষয় নিয়েই চোখে জল আসত নিজেরই খারাপ লাগত ৷ কিন্তু এখন আমি যে আবেগপ্রবণ বেশি সেটা বিশ্বাস করি এবং মেনে নিয়েছি ৷"

ভিভিয়ানের সঙ্গে জোর টক্কর হয়েছে করণের ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "যখন দুটো মানুষ একটা ট্রফির জন্য লড়াই করে তখন সম্পর্কে একটা তিক্ততা আসবেই ৷ কিন্তু আমার ওকে দেখে হিংসাও হত ৷ কারণ ও সব জিনিস অনেক সহজভাবে পেয়ে গিয়েছে ৷ আর এটা আমি শোয়েও বারবার বলেছি ৷ কিন্তু ও খুব ভালো একজন মানুষ ৷ আর সেই কারণে আমি ওকে পছন্দ করি ৷"

এদিন রিয়েলিটি শোয়ের ফাইনাল আরও বেশি চমকপ্রদ হয় সলমন খানের পাশাপাশি আমির খানের উপস্থিতিতে ৷ 1994 সালের হিট ছবি আন্দাজ আপনা আপনা-র দৃশ্য মঞ্চে পুনরায় স্থাপন করলেন দুই অভিনেতা ৷ বাইকে চড়ে সঞ্চালক সলমনের সঙ্গে পিছনে দেখা যায় আমিরকে ৷ ব্যাকগ্রাউন্ডে চলে ছবির ফেমাস গান 'দো মস্তানে চলে জিন্দিগী বনানে ...৷'

এরপরেই নানা মজাদার বিষয় ঘটে এদিনের শোয়ে ৷ প্রসঙ্গে ওঠে আন্দাজ আপনা আপনা ছবির সিক্যুয়েল নিয়েও ৷ এরপরেই দাবাং খান তোলেন এক বিতর্কিত প্রসঙ্গ ৷ তিনি বলেন, আমির নাকি কোথাও বলেছেন সলমনের সঙ্গে কাজ করতে চান না ৷ এই প্রসঙ্গে একটু হেসে আমির বলেন, "হ্যাঁ, সেই সময় এটা আমার মনে হয়েছিল ৷ কিন্তু অবশেষে আমি সলমন খানকে বুঝতে পেরেছি ৷ এখন আমি চিনি সলমন খানকে ৷" এমনকী, এই দিনের শোয়ে উঠে আসে পুরনো দিনের কথাও ৷ জানা যায়, সলমন ও আমির একই স্কুলে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন ৷ তারপর তাঁদের স্কুল বদলে যায় ৷

এবারের 'বিগ বস 18' প্রতিযোগিতায় মোট 6 জন ফাইনালে পৌঁছান ৷ তার মধ্যে ছিলেন করণ বীর মেহরা, ভিভিয়ান ডিসেনা, এশা সিং, চুম দরং, অবিনাশ মিশ্রা ও রজত দালাল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.