স্বরূপনগর (উত্তর 24 পরগনা), 8 জুন: এবার নবীন-প্রবীণ দ্বৈরথ বিজেপিতে ৷ যার সলতেতে আগুনটা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ দলের পুরনো নেতা-কর্মীদের হয়ে ব্যাট ধরলেন তিনি ৷ সঙ্গে বর্তমানে রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্বের একাংশকে নিশানা করলেন তিনি ৷ সোশাল মিডিয়ায় তাঁর 'ওল্ড ইজ গোল্ড' পোস্টকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মাঝেই জবাব এল দিলীপের ৷ তাঁর মতে, "পুরনোদের সঙ্গে নিয়েই পার্টির চলা উচিত ৷ পার্টিকে এগিয়ে নিয়ে যেতে হলে, পুরনোদের অবদান ভুললে চলবে না ৷ পার্টির এই বিপর্যয়ে পিছনের দিকে তাকানোর সময় এসেছে ৷"
বিজেপির পুরনো নেতাকর্মীদের পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ ৷ (ইটিভি ভারত) শনিবার সকালে এক্স হ্যান্ডলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ৷ সেখানে ইংরেজিতে 'ওল্ড ইজ গোল্ড' লেখা একটি পোস্ট করেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ ৷ তাঁর এই পোস্টকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় বিজেপি তথা রাজ্য-রাজনীতিতে ৷ বলা অপেক্ষা রাখে না, দিলীপের নিশানায় ছিল বর্তমান রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসন থেকে কীর্তি আজাদের বিরুদ্ধে হারের পর নাম না-করে দলের একাংশ নেতাকে নিশানা করেছিলেন দিলীপ ৷ সরাসরি অভিযোগ করেছিলেন, "আমার জেতা আসন বদলানো হয়েছে ৷ দলের কথায় ভোটে লড়েছি, পরিশ্রম করেছি ৷ কিন্তু মানুষ মেনে নেয়নি ৷ যার কথায় আমার আসন বদল হল, তাঁকে গিয়ে ভরাডুবির কারণ জিজ্ঞেস করুন ৷"
সেই ইস্যু ধরেই এবার নবীন-প্রবীণ দ্বৈরথ শুরু হয়ে গিয়েছে বিজেপির অন্দরে ৷ শনিবার উত্তর 24 পরগনার স্বরূপনগরে দিলীপ ঘোষকে তাঁর সোশাল মিডিয়া পোস্ট নিয়ে প্রশ্ন করা হয় ৷ সেখানে তিনি জানান, "পুরনোদের বাদ দিয়ে পার্টির ভালো হতে পারে না ৷ যাঁরা পার্টিকে দাঁড় করিয়েছেন, পার্টির সিম্বলে জিতে এসেছেন, তাঁদের সঙ্গে নিয়েই কাজ করা উচিত পার্টির নেতৃত্বকে ৷ অনেক কার্যকর্তা এখনও বসে আছেন, কাজ করছেন না যে কারণেই হোক ৷ তাঁদের পুনরায় রাজনীতির ময়দানে নামানো দরকার ৷ তাতে পার্টিরই উপকার হবে ৷ পুরনোরা এতদিন পার্টিকে এগিয়ে নিয়ে যেতে অনেক কাজ করেছেন ৷ তাই, তাঁদের সঙ্গে নিয়েই পার্টিকে এগিয়ে যেতে হবে ৷"
এবারের লোকসভা ভোটে দিলীপ ঘোষকে মেদিনীপুরের জেতা আসনের বদলে বিজেপি প্রার্থী করেছিল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে ৷ সেখানে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে লক্ষাধিক ভোটে হারতে হয়েছে তাঁকে ৷ শুধু তাই নয়, দিলীপ ঘোষের জেতা আসনে হেরেছেন অগ্নিমাত্রা পাল ৷ বঙ্গে বিজেপির 8টি জেতা আসন হাতছাড়া হয়েছে ৷ যা বঙ্গে বিজেপির ভরাডুবি বলেই মনে করা হচ্ছে ৷ এরপর থেকেই দিলীপ ঘোষের মতো একাধিক বরিষ্ঠ নেতা মুখ খুলতে শুরু করেছেন ৷ এতে অস্বস্তি বাড়ছে দলের অন্দরেও ৷
দিলীপ ঘোষ তাঁর হারের পিছনে অন্তর্ঘাতের অভিযোগও তুলেছেন ৷ রাজ্য বিজেপির একাংশকে দায়ী করেছিলেন তিনি ৷ জেতা আসন মেদিনীপুর থেকে প্রার্থী না করে কেন তাঁকে বর্ধমান-দুর্গাপুরের মতো একটি কেন্দ্রে দাঁড় করানো হল ? তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ ৷ এমনকী, রাজ্য বিজেপির চালিকাশক্তি বর্তমানে কিছু দালালের হাতে চলে গিয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ৷