কলকাতা, 18 জানুয়ারি: নিউটাউনের প্যাঁচার মোড়ে তৈরি হওয়া মেট্রো স্টেশনের নামকরণ জ্যোতি বসুর নামে করার দাবি তুললেন সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এমনই দাবি তুলেছেন তিনি ৷ পাশাপাশি, বিষয়টি নিয়ে রেলমন্ত্রককে চিঠি দেবেন বলেও জানিয়েছেন রাজ্যসভার এই সাংসদ ৷
শুক্রবার নিউটাউন প্যাঁচার মোড়ের কাছে পাঁচ একর জমিতে জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের প্রথম পর্বের উদ্বোধন হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরোর কো-অর্ডিনেটর প্রকাশ কারাট ৷ সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "উনি জননেতা ছিলেন ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ৷ গোটা দেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন ৷ ফলে তাঁর নামে যদি জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের অদূরে নবনির্মিত মেট্রো স্টেশনের নামকরণ করা যায়, তাহলে তাঁকে সম্মান ও শ্রদ্ধাজ্ঞাপন করা যাবে ৷ রাজ্যের উন্নয়নের অন্যতম রূপকার ছিলেন তিনি ৷ তাই সেই দাবি জানিয়ে আমি কেন্দ্রীয় রেলমন্ত্রককে চিঠি দিচ্ছি ৷"
উল্লেখ্য, বাম আমলে প্রয়াত মুখ্যমন্ত্রীর নামে নিউটাউনের নামকরণ করা হয়েছিল জ্যোতি বসু নগরী ৷ এবার সেই জ্যোতি বসু নগরীতে তাঁর নামে মেট্রো স্টেশন করার দাবি তুলল বামেরা ৷ শহরে নবনির্মিত একাধিক মেট্রো স্টেশনের নামকরণ ইতিমধ্যে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নামে করা হয়েছে ৷
কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ চলছে ৷ যার মধ্যে কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা চলছে ৷ বাকি অংশে দ্রুত গতিতে কাজ চলছে ৷ 2025 সালের মধ্যে এই অংশে পরিষেবা চালু করার লক্ষ্যে এগোচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ এই অংশে বেলেঘাটায় সম্প্রতি কলকাতা মেট্রো রেলের আধিকারিকরা পরিদর্শনও করেন ৷ কিছু অংশে ট্রলি ট্রায়ালও শুরু হয়েছে ৷ অরেঞ্জ লাইনের মেট্রো পরিষেবা পুরোপুরি শুরু হয়ে গেলে, দক্ষিণ কলকাতা থেকে নিমেষে বিমানবন্দরে পৌঁছানো সম্ভব হবে ৷