ETV Bharat / international

'একটুর জন্য বেঁচে গিয়েছিলাম, আল্লা আমাদের রক্ষা করেছেন', শেখ হাসিনা - SHEIKH HASINA RECALLS 5TH AUGUST

গত বছর 5 অগস্ট দেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা ৷ সেদিন একটুর জন্য প্রাণে বেঁচেছিলেন তিনি ও তাঁর বোন শেখ রেহানা ৷

SHEIKH HASINA RECALLS 5TH AUGUST
গণভবন থেকে শেখ হাসিনার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছেন জনতা (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jan 18, 2025, 7:19 PM IST

নয়াদিল্লি, 18 জানুয়ারি: সেদিন কপাল জোরে প্রাণে বেঁচে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা ৷ গত বছরের 5 অগস্ট, বাংলাদেশ ছেড়ে ভারতে আসার কথা স্মরণ করে হাসিনা জানিয়েছেন, 20-25 মিনিট দেরি করলে তাঁর ও বোন রেহানার মৃত্যু নিশ্চিত ছিল ৷ কিন্তু আল্লা তাঁদের বাঁচিয়েছেন ৷

আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার একটি সংক্ষিপ্ত অডিয়ো ফাইল প্রকাশিত হয়েছে ৷ সেখানে তাঁর কণ্ঠ শোনা যাচ্ছে ৷ শেখ হাসিনা প্রথমেই ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়েছেন ৷ গত 5 অগস্ট তারিখে বাংলাদেশে গণ-ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাসভবন গণভবন ছেড়ে ভারতে চলে আসেন ৷ বাংলাদেশেরই একটি বিমানে আগরতলা হয়ে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা ৷ পরে তাঁরা দিল্লিতে নিয়ে আসা হয় ৷ শুধু যে 5 অগস্টের দিনই তিনি প্রাণে বেঁচে গিয়েছেন, তা নয়, এর আগেও তাঁর উপর হামলার ঘটনা ঘটেছে ৷ সেইসব ঘটনার কথা এই অডিয়োতে মনে করেছেন শেখ হাসিনা ৷ দু'বার প্রাণঘাতী হামলা থেকে বেঁচে গিয়েছেন মুজিবুর-কন্যা ৷

এই প্রসঙ্গে তিনি বলেন, "মাত্র 20-25 মিনিটের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলাম ৷" এর আগে 21 অগস্ট কোটালিপাড়া বোমা বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া অথবা 5 অগস্ট, 2024 তারিখের আক্রমণ থেকে রেহাই পাওয়া, এসবকিছুই আল্লার জন্য ৷ এর নেপথ্যে নিশ্চয় আল্লার কিছু মহৎ উদ্দেশ্য আছে ৷ নাহলে এবার তো আমি বাঁচতামই না ৷" এই ঘটনাগুলির কথা বলতে গিয়ে 77 বছর বয়সি শেখ হাসিনার গলা ধরে আসছিল ৷

2004 সালের 21 অগস্ট আওয়ামী লীগের মিছিলে গ্রেনেড হামলা হয় ৷ সেই সময় শেখ হাসিনা বিরোধী দলনেতা ৷ তিনি তখন বক্তৃতা দিচ্ছিলেন ৷ 24 জনের মৃত্যু হয়েছিল সেই হামলায় ৷ বরাত জোরে বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা ৷ তারও আগে 2000 সালে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজিলাতে একটি সভায় বক্তৃতা দেওয়ার কথা ছিল শেখ হাসিনার ৷ তিনি তখন দেশের প্রধানমন্ত্রী ৷ পুলিশ মঞ্চের 50 ফুট দূরত্বে একটি বোমা খুঁজে পায় ৷ বোমার ওজন ছিল 76 কেজি ৷

বিগত 16 বছর ধরে বাংলাদেশ শাসন করেছে হাসিনার আওয়ামী লীগ ৷ তারপর বাংলাদেশ ছেড়ে যাওয়া নিয়ে আওয়ামী লীগ নেত্রী বলেন, "আমার দেশ নেই ৷ আমার ঘরবাড়ি নেই ৷ সবকিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে ৷ আমি প্রবল যন্ত্রণায় রয়েছি ৷" গত বছর 5 অগস্টের দিন বাংলাদেশ সেনা তাঁকে দেশ ছাড়ার জন্য 45 মিনিট সময় দিয়েছিল ৷ তখন মত্ত জনতা তাঁর বাসভবনের দখল নিয়ে এগিয়ে আসছে ৷ দ্রুত তাঁর বোনকে নিয়ে দেশ ছাড়েন হাসিনা ৷ এরপর আমজনতা গণভবনে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়, লুট করে ৷

নয়াদিল্লি, 18 জানুয়ারি: সেদিন কপাল জোরে প্রাণে বেঁচে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা ৷ গত বছরের 5 অগস্ট, বাংলাদেশ ছেড়ে ভারতে আসার কথা স্মরণ করে হাসিনা জানিয়েছেন, 20-25 মিনিট দেরি করলে তাঁর ও বোন রেহানার মৃত্যু নিশ্চিত ছিল ৷ কিন্তু আল্লা তাঁদের বাঁচিয়েছেন ৷

আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার একটি সংক্ষিপ্ত অডিয়ো ফাইল প্রকাশিত হয়েছে ৷ সেখানে তাঁর কণ্ঠ শোনা যাচ্ছে ৷ শেখ হাসিনা প্রথমেই ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়েছেন ৷ গত 5 অগস্ট তারিখে বাংলাদেশে গণ-ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাসভবন গণভবন ছেড়ে ভারতে চলে আসেন ৷ বাংলাদেশেরই একটি বিমানে আগরতলা হয়ে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা ৷ পরে তাঁরা দিল্লিতে নিয়ে আসা হয় ৷ শুধু যে 5 অগস্টের দিনই তিনি প্রাণে বেঁচে গিয়েছেন, তা নয়, এর আগেও তাঁর উপর হামলার ঘটনা ঘটেছে ৷ সেইসব ঘটনার কথা এই অডিয়োতে মনে করেছেন শেখ হাসিনা ৷ দু'বার প্রাণঘাতী হামলা থেকে বেঁচে গিয়েছেন মুজিবুর-কন্যা ৷

এই প্রসঙ্গে তিনি বলেন, "মাত্র 20-25 মিনিটের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলাম ৷" এর আগে 21 অগস্ট কোটালিপাড়া বোমা বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া অথবা 5 অগস্ট, 2024 তারিখের আক্রমণ থেকে রেহাই পাওয়া, এসবকিছুই আল্লার জন্য ৷ এর নেপথ্যে নিশ্চয় আল্লার কিছু মহৎ উদ্দেশ্য আছে ৷ নাহলে এবার তো আমি বাঁচতামই না ৷" এই ঘটনাগুলির কথা বলতে গিয়ে 77 বছর বয়সি শেখ হাসিনার গলা ধরে আসছিল ৷

2004 সালের 21 অগস্ট আওয়ামী লীগের মিছিলে গ্রেনেড হামলা হয় ৷ সেই সময় শেখ হাসিনা বিরোধী দলনেতা ৷ তিনি তখন বক্তৃতা দিচ্ছিলেন ৷ 24 জনের মৃত্যু হয়েছিল সেই হামলায় ৷ বরাত জোরে বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা ৷ তারও আগে 2000 সালে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজিলাতে একটি সভায় বক্তৃতা দেওয়ার কথা ছিল শেখ হাসিনার ৷ তিনি তখন দেশের প্রধানমন্ত্রী ৷ পুলিশ মঞ্চের 50 ফুট দূরত্বে একটি বোমা খুঁজে পায় ৷ বোমার ওজন ছিল 76 কেজি ৷

বিগত 16 বছর ধরে বাংলাদেশ শাসন করেছে হাসিনার আওয়ামী লীগ ৷ তারপর বাংলাদেশ ছেড়ে যাওয়া নিয়ে আওয়ামী লীগ নেত্রী বলেন, "আমার দেশ নেই ৷ আমার ঘরবাড়ি নেই ৷ সবকিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে ৷ আমি প্রবল যন্ত্রণায় রয়েছি ৷" গত বছর 5 অগস্টের দিন বাংলাদেশ সেনা তাঁকে দেশ ছাড়ার জন্য 45 মিনিট সময় দিয়েছিল ৷ তখন মত্ত জনতা তাঁর বাসভবনের দখল নিয়ে এগিয়ে আসছে ৷ দ্রুত তাঁর বোনকে নিয়ে দেশ ছাড়েন হাসিনা ৷ এরপর আমজনতা গণভবনে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়, লুট করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.