কলকাতা, 3 মে: নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তিনি। এই মুহূর্তে রয়েছেন কারার অন্তরালে। কলকাতার নগর দায়রা আদালতে শুক্রবার হাজিরার সময় তৃণমূলের সদ্য প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাকে গ্রেফতার হওয়ার পর প্রায় দু'বছর ধরে জেলেই রয়েছেন তিনি। কুণালের কড়া সমালোচনা করে দল যে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাকে সমর্থনও জানালেন প্রাক্তন মন্ত্রী।
শুক্রবার কী বলেছেন পার্থ চট্টোপাধ্যায় ? আদালত চত্বরে পার্থ বলেন, "বিরোধী দলগুলির থেকে তৃণমূলের অনেক বেশি ক্ষতি করছেন কুণাল ঘোষ। কুণালকে আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল ৷" এর পালটা দিয়েছেন কুণাল। তাঁর মতে প্রাক্তন মন্ত্রীর কথা থেকেই বোঝা যাচ্ছে শিক্ষা-দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই।
প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই ধরনের কথা বলতে গেলেন পার্থ চট্টোপাধ্যায় ? ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় দল তাঁকে বহিষ্কার করেছে তৃণমূল। তাঁর মুখে কুণাল ঘোষ সম্পর্কে এই ধরনের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। দলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, কুণাল ঘোষ এবং পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্ক কখনওই ভালো ছিল না ৷ দু'জনের সম্পর্ক কখনও ভালো হয়নি। বিশেষ করে সারদা মামলায় কুণালের নাম জড়িয়ে যাওয়ার পর যেভাবে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল তাতে অনেকেই পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা দেখেছিলেন। এমনকী কুণাল ঘোষও তেমনটাই মনে করেন।