আরামবাগ, 2 মার্চ: সন্দেশখালি নিয়ে শুক্রবার আরামবাগে তৃণমূলকে একাধিক আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, তৃণমূল 30 শতাংশ সংখ্যালঘু মুসলিম ভোটে নিয়ে যে অহংকার আছে, তা নিয়েও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। এমনকী সংখ্যালঘু মুসলিম মহিলারাও তৃণমূলকে ভোট যে দেবে না তাও মন্তব্য করেছেন মোদি। সেই দাবিকে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী নস্যাৎ করে ইটিভি ভারতকে ফোনে জানান, সন্দেশখালির ভূমিকা নিয়ে তৃণমূলের উপর ক্ষুব্ধ সকল সম্প্রদায়ের মহিলারা। আর বিজেপি যেভাবে মহিলা ও সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে তাতে বিজেপিকে ভরসা করবে না মানুষ।
গতকাল আরামবাগের জনসভা থেকে মুসলিম ভোট ব্যাংক নিয়ে বলতে গিয়ে নরেন্দ্র মোদি দাবি করেন, তৃণমূলের একটা নিশ্চিত ভোট ব্যাংকের (মুসলিম ভোট) অহংকার আছে। আর 2024 সালের লোকসভা ভোটে এই অহংকার ভেঙে যাবে তৃণমূলের। সেই প্রসঙ্গে পালটা ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর মন্তব্য, পঞ্চায়েত নির্বাচনে যেভাবে হিংসা করেছে তৃণমূল, তাতে শাসকদল বুঝে গিয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট তাদের পাশে নেই। সেই কারণেই বিভিন্ন জায়গায় রিগিং করেছে। ভোটে বুথ দখল করেছে এবং গণনার দিনে অশান্তি করেছে। সেই কারণেই বলছি, মোদিজি যদি মনে করেন তৃণমূলকে পরাস্ত করার জন্য বিজেপিকে ভোট দেবে মানুষ, তাহলে তা ভুল ৷ এমনকিছু কাজ বিজেপি বা মোদিজির পক্ষ থেকে হয়নি।