কৃষ্ণনগর, 2 মার্চ: 100 দিনের কাজ নিয়ে বার বার সরব হয়েছেন তৃণমূলের নেতারা ৷ খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধরনাতেও বসেছিলেন ৷ এমনকী শেষ পর্যন্ত, কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে মমতা সাফ জানিয়ে দিয়েছেন, প্রায় 21 লক্ষ লোকের 100 দিনের প্রাপ্য সেই টাকা রাজ্য সরকারই মিটিয়ে দেবে ৷ সেই প্রসঙ্গে, এবার মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভুয়ো জব কার্ড তৈরি করে রাজ্যের শাসকদল 'মনরেগা'য় দুর্নীতি করছে বলে এবার সরাসরি অভিযোগ করলেন প্রধানমন্ত্রী ৷ একই সঙ্গে, ঠারেঠোরে তিনি এও বুঝিয়ে দিলেন 100 দিনের কাজের টাকা কেন্দ্র দেয়নি, তার মূল কারণই সেই ভুয়ো জব কার্ড ৷
শনিবার কৃষ্ণনগরের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, "কেন্দ্রের প্রকল্পের লাভ বা সুবিধা কে পাবে, তাও তৃণমূলের তোলাবাজরা ঠিক করে ৷ 100 দিনের কাজে 25 লক্ষ ভুয়ো জবকার্ড বানানো হয়েছিল ৷ যাদের জন্ম হয়নি তাদের নামেও কার্ড তৈরি হয়েছে। যে পয়সা গ্রামের গরিব শ্রমিকদের পাওয়ার কথা ছিল, তাও তৃণমূলের তোলাবাজরা লুট করেছে ৷"
এখানেই শেষ নয়, এদিন প্রধানমন্ত্রী বলেন, "এখানে তৃণমূল সরকার সব স্কিমকে স্ক্যামে পরিণত করে দিয়েছে ৷ স্কিমকে স্ক্যামে পরিণত করতে তৃণমূল মাস্টারি করেছে ৷ এরা গরিবের রেশন লুট করছে ৷ আগামী পাঁচ বছরে বিজেপি সরকার কর্মসংস্থানে নয়া দিশা তৈরি করবে ৷ যার লাভ পশ্চিমবঙ্গের মানুষও পাবে ৷ আর এর শুরু লোকসভা ভোট থেকেই শুরু করতে হবে ৷"
এদিন ছত্রে-ছত্রে তৃণমূলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "পাটশিল্পকে তৃণমূল শেষ করে দিয়েছে রাজ্যে ৷ কেন্দ্র সরকার পাটের ব্যাগ বাধ্যতামূলক করেছে ৷ বাংলার সরকার এখানে চালু করতে দেয়নি ৷ কেন্দ্রের প্রকল্পের লাভ, সুবিধা কে পাবে তাও তৃণমূলের তোলাবাজরা ঠিক করে ৷ যে পয়সা গ্রামের গরিব শ্রমিকদের পাওয়ার কথা ছিল তাও তৃণমূলের তোলাবাজরা লুট করেছে ৷ এরা গরিবের রেশন লুট করছে ৷ বাংলার বিকাশ হবে, তবেই দেশের বিকাশ হবে ৷"