পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

সাংসদের দেখা না-পাওয়ায় ক্ষোভ সন্দেশখালিতে, সোশাল মিডিয়ায় সাফাই গাইলেন নুসরত - সন্দেশখালি

MP Nusrat Jahan Clarifies her Points: ফেব্রুয়ারি মাসের শুরু থেকে অশান্ত সন্দেশখালি ৷ কিন্তু, গ্রামবাসীদের হাজারো অনুরোধের পরেও সেখানে দেখা পাওয়া যায়নি বসিরহাটের সাংসদ নুসরত জাহানের ৷ এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিচ্ছেন গ্রামবাসীরা ৷ এবার সেই নিয়েই নিজের অবস্থান ব্যাখ্যা করেন বসিরহাটের সাংসদ ৷

Image Courtesy: Nusrat Jahan X
Image Courtesy: Nusrat Jahan X

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 6:26 PM IST

কলকাতা, 25 ফেব্রিয়ারি: গত 7 ফেব্রুয়ারি রাত থেকে উত্তপ্ত বসিরহাট লোকসভার সন্দেশখালি 2 নম্বর ব্লক ৷ শেখ শাহজাহান এবং শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে সরব হয়েছে সন্দেশখালি ব্লকের একের পর এক গ্রাম ৷ ঘটেছে অগ্নিসংযোগের ঘটনা ৷ আর তা থামাতে গিয়ে পুলিশের বিরুদ্ধে পালটা অত্যাচারের অভিযোগ উঠেছে ৷ সবমিলিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালি ৷ কিন্তু, এই সময়ের মধ্যে একবারও বসিরহাটে তারকা তৃণমূল সাংসদের দেখা পাওয়া যায়নি ঘটনাস্থলে ৷ এনিয়ে সংবাদ মাধ্যমে গ্রামবাসীরা ক্ষোভপ্রকাশ শুরু করতেই উদয় হলেন বসিরহাটের সাংসদ ৷

তবে জনসমক্ষে আসেননি অভিনেত্রী নুসরত জাহান ৷ রবিবার সোশাল মিডিয়ায় ঝরঝরে ইংরেজিতে তাঁর বিরুদ্ধে হওয়া সমালোচনার প্রতিবাদ জানিয়েছেন সাংসদ ৷ উল্লেখ্য, বেশকিছু সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রে সাংসদের অশান্ত সন্দেশখালিতে না-যাওয়া নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের খবর প্রকাশিত হয়েছে ৷ সেই খবর দেখেই নড়েচড়ে বসেছেন সাংসদ ৷ তবে, তাঁর পুরো পোস্টটিতে নিজের সমর্থনে কথা বলে গেলেন নুসরত ৷

নুসরতের সোশাল মিডিয়া পোস্ট

তাঁর লেখা ইংরেজি পোস্টের বাংলায় তরজমা করলে দাঁড়ায়, "এই সমস্ত অভিযোগ শোনাটা খুবই হৃদয় বিদারক ৷ একজন মহিলা ও একজন জন প্রতিনিধি হিসেবে আমি সবসময় দলের নির্দেশ মেনে চলি এবং মানুষের সেবা করি ৷ আর সন্দেশখালির যে ঘটনা ঘটেছে, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সাহায্য পাঠিয়েছেন ৷ আর মানুষের উন্নতি ও সাহায্যে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ আমরা আইনের ঊর্ধ্বে নই.. সব কিছু মেনে ও প্রশাসনকে সমর্থন করাই একমাত্র কাজ ৷"

সন্দেশখালি দ্বীপের বহু গ্রামের বাসিন্দারা ক্ষোভের সুরে জানাচ্ছেন, পাঁচ বছর আগে নির্বাচনী প্রচারে শেষবার নুসরত জাহানকে তাঁরা দেখেছেন ৷ এরপর আর তাঁকে দেখা যায়নি ৷ এমনকী স্থানীয় তৃণমূল বিধায়ক পর্যন্ত নুসরতের এলাকায় না-যাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন গত বৃহস্পতিবার ৷ তারও জবাব দিয়েছেন সাংসদ ৷ তিনি বলেন, "সুখের সময় হোক বা কষ্টের, আমি সবসময় আমার লোকসভার মানুষের পাশে থেকে সেবা করে গিয়েছি ৷ আমি সবসময় আমার দলের নির্দেশ মেনে কাজ করেছি ৷ আর আমি মনে করি, সকলের রাজ্য সরকার এবং প্রশাসনের উপর বিশ্বাস রাখা প্রয়োজন ৷ আর যেটা ভুল, সবসময় সেটার নিন্দা করব ৷ আমাদের একে অপরকে নিশানা করা থেকে বিরত থাকা উচিত ৷"

এক্ষেত্রে কথাটি নুসরত যে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোকে উদ্দেশ্য করে বলেছেন, তা স্পষ্ট ৷ আর শেষে বলেছেন, "মানুষের সুরক্ষা ও উন্নয়ন আমাদের একমাত্র অগ্রাধিকার ৷ বাকি কে, কাকে, কী বলল তাতে কিছু যায় আসে না ৷ আর আগেও বলেছি, আবারও বলছি রাজনীতি বন্ধ হোক ৷" কিন্তু প্রশ্ন হল, রাজনীতির ময়দানে নেমে রাজনীতি বন্ধ করতে বলছেন বসিরহাটের তারকা সাংসদ ! আর মানুষের সুরক্ষা ও উন্নয়নই যদি একমাত্র অগ্রাধিকার হয়, তাহলে কেন আজ সন্দেশখালির এই প্রতিবাদ ও অভিযোগ ? এর জবাব মানুষ সাংসদ হিসেবে তাঁর থেকে চাইবে, সেটাই স্বাভাবিক ৷

আরও পড়ুন:

  1. নন্দীগ্রামের সঙ্গে তুলনা টেনে সন্দেশখালিকে 'বশ্যতা বিরোধী সংগ্রাম' বলে উল্লেখ শুভেন্দুর
  2. পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সন্দেশখালির অভিযুক্তদের বিরুদ্ধেও পদক্ষেপ, আশ্বাস মন্ত্রী পার্থর
  3. বামগড় জেএনইউতে সন্দেশখালি ইস্যুতে মমতাকে তুলোধোনা শুভেন্দু-সুকান্তর

ABOUT THE AUTHOR

...view details