কলকাতা, 29 মার্চ: বরানগরে তাপস ক্ষতে মলম লাগাতে এবার আসরে নামলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বরানগরের তৃণমূল নেতাকে ফোন করলেন মুখ্যমন্ত্রী ৷ অঞ্জন পালকে ফোনে তিনি বলেন, "প্রার্থী করতে পারছি না, তবু প্রার্থীকে জেতাতে খাটতে হবে ৷"
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায় ৷ কলকাতা উত্তর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থীও করেছে গেরুয়া শিবির ৷ এমনকী বরানগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে সজল ঘোষকে ৷ কিন্তু খাতায় কলমে তৃণমূলের তরফে এখনও কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি বরানগরে । তবে প্রার্থী ঘোষণার আগেই দলের অভ্যন্তরীণ ক্ষোভ-বিক্ষোভ মিটিয়ে নিতে সচেষ্ট তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
প্রসঙ্গত, তৃণমূল বিধায়ক তাপস রায় ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়ায় নির্বাচন কমিশন ইতিমধ্যেই সেখানে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে । পদ্ম শিবির আগেভাগেই তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে । অন্যদিকে, শাসকদল তৃণমূল কংগ্রেসও তাদের মতো করে ঘর গোছাতে শুরু করে দিয়েছে ।
ইতিমধ্যেই বরানগরে প্রার্থীর ক্ষেত্রে আলোচনায় রয়েছে বেশ কিছু নাম । তাঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও ৷ একইভাবে দৌঁড়ে রয়েছেন একাধিক স্থানীয় প্রার্থীর নাম । প্রার্থীর এই দৌড়েই ছিলেন বরানগরের পুরনো নেতাদের মধ্যে অন্যতম চর্চিত নাম অঞ্জন পাল । তাঁর জনপ্রিয়তা এলাকায় দক্ষ সংগঠক হিসেবে ৷ প্রার্থী হলে তাঁর পরিচিতিকে ভালোভাবেই দল কাজে লাগাতে পারে বলে মনে করছে তৃণমূলেরই একাংশ। আলোচনায় থাকলেও অবশ্য দল তাঁকে টিকিট দিতে পারছে না বলে এবার স্বয়ং দলনেত্রী জানিয়ে দিয়েছেন । তবে দক্ষ সংগঠক হিসেবে দল তাঁকে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে চায় বলেও জানা গিয়েছে । নিজে ফোন করে সে কথাই দলের এই নেতাকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
যতদূর জানা যাচ্ছে, বরানগরে তৃণমূলের প্রার্থী কোনও জনপ্রিয় মুখই হবেন । তাঁকে জেতাতে দলের সর্বস্তরের কর্মীদের ঐক্যবদ্ধ সহযোগিতা চাইলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে অঞ্জন পালকে, তাও এ দিন স্পষ্ট করে দিয়েছেন মমতা । যতদূর জানা গিয়েছে, দলনেত্রী গতকাল দুপুরে ফোন করে এই তৃণমূল কাউন্সিলরের প্রশংসা করেছেন । এলাকায় তাঁর জনপ্রিয়তা, মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতার কথাও তুলে ধরেছেন দলনেত্রী ৷ আর সেই কারণে এই লড়াইয়ে তাঁকেই সামনের সাড়িতেই রাখতে চাইছে দল ।
আরও পড়ুন
- 'আমি শো-কজ পেলে হিরণ পাগলু ডান্স করত', একদা সতীর্থকে নিয়ে ক্ষুব্ধ দেব
- লোকসভায় তৃণমূলের অস্ত্র বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার, শুভেচ্ছাপত্র নিয়ে দুয়ারে পৌঁছবে শাসকদল