পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ভোটে জেতালে অগ্নিমিত্রা কাজ না করে সেজেগুজে ঘুরে বেড়াবেন, নাম না করে কটাক্ষ মমতার - Mamata Banerjee - MAMATA BANERJEE

Mamata Banerjee: মেদিনীপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর দাবি, মেদিনীপুরের মানুষ অগ্নিমিত্রাকে ভোটে জেতালে অগ্নিমিত্রা কাজ না করে সেজেগুজে ঘুরে বেড়াবেন ৷ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সভা থেকে তিনি এই মন্তব্য করেন ৷

Mamata Banerjee
Mamata Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 3:45 PM IST

Updated : Apr 25, 2024, 4:03 PM IST

দাঁতন, 25 এপ্রিল: মেদিনীপুর লোকসভা আসনে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়াকে ৷ তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী রাজ্যের আরেক বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ বৃহস্পতিবার জুনকে জেতানোর আহ্বান জানাতে গিয়ে অগ্নিমিত্রা সম্পর্কে বেঁফাস মন্তব্য করে ফেললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বললেন, ‘‘যিনি দাঁড়িয়েছেন, তিনি সেজেগুজে ঘুরে বেড়াবেন ৷ কিন্তু তিনি কাজ করবেন না ৷’’

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভার মঞ্চ থেকে তিনি মেদিনীপুর লোকসভা আসনে তাঁর দলের প্রার্থী জুন মালিয়াকে ভোট দেওয়ার ডাক দেন ৷ কেন জুন মালিয়াকে ভোট দেবেন মেদিনীপুরের মানুষ, সেই ব্যাখ্য়াও দেন মমতা ৷

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ সঙ্গে মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া৷ বৃহস্পতিবার৷

2021 সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটের ময়দানে নেমেছিলেন অভিনেত্রী জুন মালিয়া ৷ মেদিনীপুর বিধানসভা আসন থেকে প্রথমবার লড়েই তিনি বিধায়ক হন ৷ মমতার দাবি, বিধায়ক হিসেবে এলাকার উন্নয়নে অনেক কাজ করেছেন ৷ তাই জুন মেদিনীপুরের সাংসদ হলে পুরো এলাকার উন্নতি তরান্বিত হবে ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘মনে রাখবেন জুন মালিয়াকে জয়ী করলে, আপনাদের এলাকায় যা যা সমস্যা আছে, যতটুকু পারব, যে টুকু বাকি আছে দেখে দেব ৷’’

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ সঙ্গে মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া৷ বৃহস্পতিবার৷

2019 সালের লোকসভা ভোটে মেদিনীপুর থেকে জিতেছিল বিজেপি ৷ কিন্তু মমতার অভিযোগ, ‘‘বিজেপি পাঁচবছর ভোট নিয়ে গিয়েছে, কিছুই করেনি ৷’’ সেই কারণেও তিনি তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান ৷ পাশাপাশি জুনের বিপক্ষে থাকা বিজেপি প্রার্থী কোনও কাজ করবে না বলেও দাবি করেন ৷ কিন্তু সেই দাবি করতে গিয়েই তিনি অগ্নিমিত্রা পাল সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বসেন ৷ মমতা বলেন, ‘‘যিনি দাঁড়িয়েছেন, তিনি সেজেগুজে ঘুরে বেড়াবেন ৷ কিন্তু তিনি কাজ করবেন না ৷ জুন মাটির মেয়ে৷ জুন কাজ করবে ৷’’

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কপ্টার দেখতে উৎসুক জনতার ভিড়৷ বৃহস্পতিবার৷

2019 সালে মেদিনীপুর থেকে জিতে সাংসদ হয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ ৷ তাঁকে এবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসন থেকে প্রার্থী করেছে বিজেপি ৷ এ দিন মমতা সেই নিয়ে প্রশ্ন তোলেন ৷ জানতে চান, মেদিনীপুরের সাংসদকে কেন সরিয়ে দেওয়া হল ? কেন আরেকবার প্রার্থী করে বিজেপি যাচাই করল না যে মানুষ তাঁকে ভোট দেন কি না ! প্রার্থী বদল নিয়ে বিজেপির ‘কৈফিয়ত’ও তলব করেন ৷

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ বৃহস্পতিবার৷

এছাড়া তিনি নাম না করে আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে ৷ কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকানোর জন্য কার্যত কাঠগড়ায় তোলেন শুভেন্দুকে ৷ পাশাপাশি দাবি করেন, কেন্দ্রীয় এজেন্সির তদন্ত থেকে বাঁচতেই বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু ৷ একই সঙ্গে তিনি আবারও সরব হন নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে ৷ অভিযোগ করেন, বাংলার শিক্ষক-শিক্ষিকারা যাতে ভোটের ডিউটি করতে না পারে, সেই কারণেই এই রায় দেওয়া হল নির্বাচনের সময় ৷

আরও পড়ুন:

  1. আগে আমি ভাবতাম আরএসএস মানে ত্যাগী..., দাঁতনের সভায় মন্তব্য মমতার
  2. ঊনিশের তুলনায় উত্তরপ্রদেশে এবার কম আসন পাবে বিজেপি, দাবি মমতার
  3. তৃণমূলের ভোট ভাগ হলে বিজেপির লাভ, দাবি মমতার
Last Updated : Apr 25, 2024, 4:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details