দাঁতন, 25 এপ্রিল: মেদিনীপুর লোকসভা আসনে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়াকে ৷ তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী রাজ্যের আরেক বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ বৃহস্পতিবার জুনকে জেতানোর আহ্বান জানাতে গিয়ে অগ্নিমিত্রা সম্পর্কে বেঁফাস মন্তব্য করে ফেললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বললেন, ‘‘যিনি দাঁড়িয়েছেন, তিনি সেজেগুজে ঘুরে বেড়াবেন ৷ কিন্তু তিনি কাজ করবেন না ৷’’
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভার মঞ্চ থেকে তিনি মেদিনীপুর লোকসভা আসনে তাঁর দলের প্রার্থী জুন মালিয়াকে ভোট দেওয়ার ডাক দেন ৷ কেন জুন মালিয়াকে ভোট দেবেন মেদিনীপুরের মানুষ, সেই ব্যাখ্য়াও দেন মমতা ৷
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ সঙ্গে মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া৷ বৃহস্পতিবার৷ 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটের ময়দানে নেমেছিলেন অভিনেত্রী জুন মালিয়া ৷ মেদিনীপুর বিধানসভা আসন থেকে প্রথমবার লড়েই তিনি বিধায়ক হন ৷ মমতার দাবি, বিধায়ক হিসেবে এলাকার উন্নয়নে অনেক কাজ করেছেন ৷ তাই জুন মেদিনীপুরের সাংসদ হলে পুরো এলাকার উন্নতি তরান্বিত হবে ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘মনে রাখবেন জুন মালিয়াকে জয়ী করলে, আপনাদের এলাকায় যা যা সমস্যা আছে, যতটুকু পারব, যে টুকু বাকি আছে দেখে দেব ৷’’
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ সঙ্গে মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া৷ বৃহস্পতিবার৷ 2019 সালের লোকসভা ভোটে মেদিনীপুর থেকে জিতেছিল বিজেপি ৷ কিন্তু মমতার অভিযোগ, ‘‘বিজেপি পাঁচবছর ভোট নিয়ে গিয়েছে, কিছুই করেনি ৷’’ সেই কারণেও তিনি তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান ৷ পাশাপাশি জুনের বিপক্ষে থাকা বিজেপি প্রার্থী কোনও কাজ করবে না বলেও দাবি করেন ৷ কিন্তু সেই দাবি করতে গিয়েই তিনি অগ্নিমিত্রা পাল সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বসেন ৷ মমতা বলেন, ‘‘যিনি দাঁড়িয়েছেন, তিনি সেজেগুজে ঘুরে বেড়াবেন ৷ কিন্তু তিনি কাজ করবেন না ৷ জুন মাটির মেয়ে৷ জুন কাজ করবে ৷’’
পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কপ্টার দেখতে উৎসুক জনতার ভিড়৷ বৃহস্পতিবার৷ 2019 সালে মেদিনীপুর থেকে জিতে সাংসদ হয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ ৷ তাঁকে এবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসন থেকে প্রার্থী করেছে বিজেপি ৷ এ দিন মমতা সেই নিয়ে প্রশ্ন তোলেন ৷ জানতে চান, মেদিনীপুরের সাংসদকে কেন সরিয়ে দেওয়া হল ? কেন আরেকবার প্রার্থী করে বিজেপি যাচাই করল না যে মানুষ তাঁকে ভোট দেন কি না ! প্রার্থী বদল নিয়ে বিজেপির ‘কৈফিয়ত’ও তলব করেন ৷
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ বৃহস্পতিবার৷ এছাড়া তিনি নাম না করে আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে ৷ কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকানোর জন্য কার্যত কাঠগড়ায় তোলেন শুভেন্দুকে ৷ পাশাপাশি দাবি করেন, কেন্দ্রীয় এজেন্সির তদন্ত থেকে বাঁচতেই বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু ৷ একই সঙ্গে তিনি আবারও সরব হন নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে ৷ অভিযোগ করেন, বাংলার শিক্ষক-শিক্ষিকারা যাতে ভোটের ডিউটি করতে না পারে, সেই কারণেই এই রায় দেওয়া হল নির্বাচনের সময় ৷
আরও পড়ুন:
- আগে আমি ভাবতাম আরএসএস মানে ত্যাগী..., দাঁতনের সভায় মন্তব্য মমতার
- ঊনিশের তুলনায় উত্তরপ্রদেশে এবার কম আসন পাবে বিজেপি, দাবি মমতার
- তৃণমূলের ভোট ভাগ হলে বিজেপির লাভ, দাবি মমতার