কলকাতা, 7 মার্চ: তৃণমূল ছাড়ার সময় ক্ষুব্ধ তাপস রায়ের মুখে শোনা যায়, ইচ্ছাকৃত বিধানসভায় শাহজাহানের নাম নেওয়া হলেও তাঁর নাম নেননি মমতা । এবার তাপস রায়ের নাম না নিয়ে তাঁকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো । স্পষ্ট জানালেন, ইডি বাড়িতে এলেই ভয় পেয়ে সে বিজেপিতে যোগ দিচ্ছেন ।
বিধায়ক পদে ইস্তফা দেওয়ার দু'দিনের মধ্যে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায় ৷ বুধবার বিজেপির রাজ্য় দফতরে শুভেন্দু ও সুকান্ত'র উপস্থিতিতে তিনি পদ্ম শিবিরের দলীয় পতাকা হাতে তুলে নিয়েছেন ৷ এবার তাপস রায় তৃণমূল ছাড়তেই মুখ খুললেন দলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে সরাসরি নয়, নাম না-করে তাঁর (তাপস রায়) উদ্দেশে বললেন, "কারোর বাড়িতে একবার ইডি গেলেই, ভয় পেয়ে সে বিজেপিতে চলে যাচ্ছে।"
প্রায় 23 বছর ধরে বর্ষীয়ান বিধায়ক তাপস রায় ঘাসফুল শিবিরের একনিষ্ঠ সদস্য। বেশ কয়েকবারের বিধায়ক তিনি। কিন্তু সম্প্রতি দলের একাধিক কাজে অসন্তোষ, দলের ভূমিকা নিয়ে অভিমান জমাট বেঁধেছে তাঁর মনে। আর সেই অভিমানের বহিঃপ্রকাশেই বিধায়ক ও দলের সমস্ত পদ থেকে ইস্তফার সিদ্ধান্তের পর তিনি দল বদলে ফেলেন ৷ তবে একথা বলাই যায়, লোকসভা ভোটের আগে তাঁর এই দলত্যাগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷