পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ইডি বাড়িতে এলেই দল ছাড়ার হিড়িক! নাম না-করে তাপসকে খোঁচা মমতার - Tapas Roy Joins BJP

Mamata Banerjee on Tapas Roy: তাপস রায়ের দলত্যাগের পর এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে সরাসরি নয়, নাম না-করে তাঁর (তাপস রায়) উদ্দেশে বললেন, "কারোর বাড়িতে একবার ইডি গেলেই, ভয় পেয়ে সে বিজেপিতে চলে যাচ্ছে।"

নাম না-করে তাপসকে খোঁচা মমতার
Mamata Banerjee on Tapas Roy

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 8:29 PM IST

কলকাতা, 7 মার্চ: তৃণমূল ছাড়ার সময় ক্ষুব্ধ তাপস রায়ের মুখে শোনা যায়, ইচ্ছাকৃত বিধানসভায় শাহজাহানের নাম নেওয়া হলেও তাঁর নাম নেননি মমতা । এবার তাপস রায়ের নাম না নিয়ে তাঁকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো । স্পষ্ট জানালেন, ইডি বাড়িতে এলেই ভয় পেয়ে সে বিজেপিতে যোগ দিচ্ছেন ।

বিধায়ক পদে ইস্তফা দেওয়ার দু'দিনের মধ্যে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায় ৷ বুধবার বিজেপির রাজ্য় দফতরে শুভেন্দু ও সুকান্ত'র উপস্থিতিতে তিনি পদ্ম শিবিরের দলীয় পতাকা হাতে তুলে নিয়েছেন ৷ এবার তাপস রায় তৃণমূল ছাড়তেই মুখ খুললেন দলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে সরাসরি নয়, নাম না-করে তাঁর (তাপস রায়) উদ্দেশে বললেন, "কারোর বাড়িতে একবার ইডি গেলেই, ভয় পেয়ে সে বিজেপিতে চলে যাচ্ছে।"

প্রায় 23 বছর ধরে বর্ষীয়ান বিধায়ক তাপস রায় ঘাসফুল শিবিরের একনিষ্ঠ সদস্য। বেশ কয়েকবারের বিধায়ক তিনি। কিন্তু সম্প্রতি দলের একাধিক কাজে অসন্তোষ, দলের ভূমিকা নিয়ে অভিমান জমাট বেঁধেছে তাঁর মনে। আর সেই অভিমানের বহিঃপ্রকাশেই বিধায়ক ও দলের সমস্ত পদ থেকে ইস্তফার সিদ্ধান্তের পর তিনি দল বদলে ফেলেন ৷ তবে একথা বলাই যায়, লোকসভা ভোটের আগে তাঁর এই দলত্যাগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷

বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মিছিলের পর নাম না-করেই তাপস রায়ের দলত্যাগ প্রসঙ্গ টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "কেউ কেউ তো চলে যাচ্ছে ভয় পেয়ে, একবার ইডি বাড়িতে এলেই। ইডির লোকই পরে ফোন করে বলছে, বিজেপিতে যান। সমস্যা মিটে যাবে।" তাপস রায়ের দল বদলানো নিয়ে অবশ্য একই কথা শোনা গিয়েছে তৃণমূলের অন্দরে ৷ তৃণমূল বলতে শুরু করেছে, বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশির কারণেই 'বাধ্য' হয়েই থেকে তাপস বিজেপিতে যোগ দিয়েছেন। এক্ষেত্রে সেই দাবিতেই বৃহস্পতিবার সিলমোহর দিলেন মমতাও।

এদিন বিজেপিকেও একহাত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, "নিজের দিকে তাকিয়ে দেখুন। চ্যারিটি বিগেনস অ্যাট হোম। তৃণমূলে থাকলেই চোর। আর বিজেপি করলেই সাধু। ওয়াশিং মেশিন ভাজপা।"

আরও পড়ুন:

  1. 'বাংলাদেশি পুরোহিতকে খুন করেছে বিএসএফ', বিস্ফোরক অভিযোগ মমতার
  2. হাজার হাজার চাকরি খেয়ে এখন নেতা!
  3. মোদির পর মমতা, স্বামী স্মরণানন্দ জি মহারাজকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details