মালদা, 31 জানুয়ারি: মালদা বরাবর কংগ্রেসের শক্তঘাঁটি বলে পরিচিত ছিল ৷ তাছাড়া বামেদেরও প্রভাব একটা সময় পর্যন্ত সেখানে ছিল ৷ বুধবার মালদায় প্রশাসনিক সভার মঞ্চ থেকে সেই বাম ও কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, সিপিএম ও কংগ্রেস বিজেপির হাত শক্ত করার জন্য লড়াই করে ৷ কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে একমাত্র তৃণমূল কংগ্রেসের রয়েছে ৷
গত রবিবার থেকে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কোচবিহার থেকে একের পর এক জেলায় সভা করছেন তিনি ৷ বুধবার তিনি রয়েছেন মালদায় ৷ সেখানে পদযাত্রা করেন তিনি ৷ পরে প্রশাসনিক সভায় অংশগ্রহণ করেন তিনি ৷ সেই সভা থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি ৷
ওই প্রশাসনিক সভার মঞ্চ থেকেই তিনি একসুরে বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে নিশানা করেন ৷ মালদায় যে একসময় কংগ্রেস শক্তিশালী ছিল এবং সেই কারণে মালদার মানুষ কংগ্রেসকে বারবার ভোট দিয়েছে, সেই প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর ভাষণে ৷ তিনি জানতে চান, ‘‘পর পর দু’টো সিটে কংগ্রেস জিতেছে ৷ বারবার জিতেছে ৷ আপনাদের জন্য কী করেছে ?’
উল্লেখ্য, মালদার রাজনীতিতে কংগ্রেসের প্রয়াত নেতা বরকত গণি খান চৌধুরীর প্রভাব অপরিসীম ছিল একটা সময় ৷ সেই প্রসঙ্গও এ দিন উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ৷ তিনি বলেন, ‘‘বরকতদা যখন ছিলেন একটা গৌর ভবন করেছিলেন, সেই গৌরভবনের সিরিয়াস সিচুয়েশন ৷’’