কলকাতা, 7 মার্চ: লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে এসে নারী নির্যাতন নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। সন্দেশখালিকে সামনে রেখে মমতা সরকারকে কড়া আক্রমণ করেছেন তিনি। বৃহস্পতিবার নারী দিবসের মিছিলকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে পালটা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একবারও সরাসরি প্রধানমন্ত্রীর নাম নিলেন না তিনি। তবে, এদিন মমতার মুখে পিন্টুবাবুর কথা শোনা গিয়েছে। আর এই নাম নিয়েই শোরগোল রাজনৈতিক মহলে ৷
কে এই পিন্টুবাবু? তাঁর ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিজেপির কথা বললেও রাজনৈতিক মহল মনে করছে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেই তিনি পিন্টুবাবু নামকরণ করেছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পিন্টুবাবু কো গুস্সা কিউ আতা হে।" নাম না-করে এদিন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, "গতকালও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি সব থেকে বেশি নারী নির্যাতন হয়। আমি চ্যালেঞ্জ করে বলছি বাংলা হল সেই রাজ্য যেখানে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ।"
মুখ্যমন্ত্রী আরও বলেন, "নারী নির্যাতন হলে বিহারে বিচার হয় না, উত্তরপ্রদেশেও মহিলারা বিচার পান না। রাজস্থানেও বিচার হয় না। হাথরাসে বিচার পায় না। মণিপুর যখন জ্বলছিল সেখানে মহিলাদের নগ্ন করে প্যারেড করানো হচ্ছিল তখন কোথায় ছিলেন বিজেপি নেতারা?" মমতা প্রশ্ন তোলেন, "হাথরাস যখন উত্তপ্ত হয়েছিল কোথায় ছিলেন আপনারা! এরপরেও পিন্টুবাবুর কেন বাংলার নাম শুনলেই রাগ হয়! বাংলার মেয়েকে নিয়ে তাঁর কীসের এত সমস্যা?"