বসিরহাট, 21 মে: মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে বক্তব্যের শুরুটাই করলেন সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের কথা উল্লেখ করে ৷ তাঁদের কাছে ক্ষমা চেয়ে ৷ না, শেখ শাহজাহানদের কীর্তিকলাপের জন্য নয় ৷ বিজেপি সন্দেশখালির মহিলাদের সম্মানে আঘাত করে, তার রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিল ৷ সেই সেই অভিযোগে মমতা এদিন দুঃখপ্রকাশ করলেন ৷ সঙ্গে এও জানালেন, খুব তাড়াতাড়ি সন্দেশখালিও যাবেন ৷
গত 5 জানুয়ারির পর থেকে উত্তপ্ত বসিরহাট মহকুমার সন্দেশখালি ৷ সেই থেকে আজ প্রথমবার ওই অঞ্চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে ৷ সেখান থেকেই জানালেন, যাবেন সন্দেখশালিতেও ৷ সন্দেশখালি অশান্ত হয়ে ওঠার প্রায় 5 মাস পর সেখানে যাওয়ার কথা জানালেন তিনি ৷ যদিও কবে যাবেন, তা নির্দিষ্ট করে বলেননি মুখ্যমন্ত্রী ৷
তবে, এদিন ফের একবার সন্দেশখালি নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করলেন তিনি ৷ মমতা বলেন, "আমার সন্দেশখালির মা-বোনেদের জন্য যা ঘটেছে এবং যেভাবে আমার মা-বোনেদের অসম্মান করা হয়েছে, তাতে আমি হৃদয় থেকে দুঃখিত ৷ এটা হওয়া উচিত ছিল না ৷ এমনটা যেন না ঘটে, তা আমরাই নিশ্চিত করব ৷ মা-বোনেদের অসম্মান যেন না হয় ৷ বিজেপির আসল চেহারাটা বেরিয়ে এসেছে ৷ ওরা মা-বোনদের সম্মানকে ব্যবহার করেছে রাজনীতির জন্য ৷"
এই ইস্যুতে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করা নিয়ে প্রধানমন্ত্রীকে একহাত নেন মমতা ৷ মোদির বিরুদ্ধে শেখানো বুলি বলানোর অভিযোগ করলেন তিনি ৷ তাঁর মতে পুরোটাই ছিল 'স্ক্রিপ্টেড' ৷ মমতা বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আপনি একজনকে ফোন করছেন ৷ আর সবাইকে শোনাচ্ছেন ৷ পুরো শিখিয়ে দিয়ে ৷ কতজনের খোঁজ নেন ? আপনার আমলে ভারতে সবচেয়ে বেশি মহিলাদের উপর অত্যাচার হয়েছে ৷ উত্তরপ্রদেশ তফসিলি মহিলাদের উপর অত্যাচারে সবার উপরে ৷"
সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তাঁর দলবলের বিরুদ্ধে সাধারণ মানুষের জমি দখল করে ভেড়ি তৈরি করার অভিযোগ রয়েছে ৷ এবার সেই ইস্যুতে পালটা জবাব দিলেন মমতা ৷ তাঁর কথায়, "আপনাদের এখানে অনেক মাছের ভেড়ি আছে ৷ অনেক জমি দখল করে নেয় ৷ কিন্তু, স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত সেই নিয়ে কেউ কোনও পলিসি তৈরি করেনি ৷ আমাদের সরকার ভেড়ি নিয়ে একটা নিয়ম তৈরি করছে ৷ সেখানে যার জমি সে ভেড়িতে মাছ চাষ করবে বা স্বনির্ভর গোষ্ঠীকে চাষ করতে দেবে ৷ কিন্তু, সরকারের রেকর্ডে যার জমি তাঁর নামে রেজিস্ট্রার থাকবে ৷ জমি জোর করে কেড়ে নেওয়া যাবে না ৷ আর এক্ষেত্রে সরকারকেও এককালীন টাকা দিতে হবে জমির মালিককে ৷"
এদিন ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি ইস্যুতে সংরক্ষণ নিয়েও নরেন্দ্র মোদিকে নিশানা করেন মমতা ৷ তাঁর অভিযোগ অভিন্ন দেওয়ানি বিধিতে তফসিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলা হয়েছে ৷ যা নিয়ে বিরোধিতার মুখে পড়েছে মোদি সরকার ৷ সত্যি ফাঁস হয়ে যেতে পারে, সেই ভয়ে মোদি মিথ্যে কথা রটাচ্ছেন বলে অভিযোগ করলেন মমতা ৷
মুখ্যমন্ত্রীর কথায়, "এখন সত্যিটা সামনে চলে আসছে বলে ভয়ে মিথ্যে বলছেন প্রধানমন্ত্রী ৷ বলছেন আদিবাসীদের সংরক্ষণ কেড়ে নিয়ে সংখ্যালঘুদের দেওয়া হচ্ছে ৷ এটা কখনও সম্ভব হয় নাকি ? এটা কখনও হয় না ৷ বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আপনাদের সংরক্ষণের অধিকারকে সুরক্ষিত করে গিয়েছেন ৷ বিজেপি ইউনিফর্ম সিভিল কোডে আদিবাসীদের সংরক্ষণ তুলে দিয়েছে ৷ তাই এখন মিথ্যে কথা বলছে ৷"
ধূপগুড়িতে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ করলেন মমতা ৷ সেখানে সম্প্রতি অশান্তি পাকানোর অভিযোগ উঠেছিল ৷ যা নিয়ে মমতা অভিযোগ করলেন, সেই ঘটনার পিছনে যারা জড়িত, তারা একসময় তৃণমূলে ছিল ৷ এখন বিজেপির হয়ে পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে ৷ মমতা দাবি করেছেন, সেই অভিযুক্তদের ছবি প্রশাসনের হাতে এসেছে ৷ তাই তাঁর সাবধানবাণী, বিজেপির চক্রান্তে যাতে কেউ পা না-দেয় ৷
আরও পড়ুন:
- কার্তিক মহারাজ রাজনৈতিক ব্যক্তিত্ব, মমতার পাশে দাঁড়িয়ে দাবি অধীরের
- রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে মোদিকে জবাব মমতার
- মমতাকে আইনি নোটিশ ভারত সেবাশ্রম সঙ্ঘের, ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে