পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

মা-বোনেদের জন্য দুঃখিত! সন্দেশখালি যাবেন, জানালেন মমতা - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করে সন্দেশখালির মহিলাদের কাছে ক্ষমা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ বসিরহাট লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে সন্দেশখালির মহিলাদের ব্যবহারের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী ৷

ETV BHARAT
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 3:54 PM IST

Updated : May 21, 2024, 6:36 PM IST

বসিরহাট, 21 মে: মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে বক্তব্যের শুরুটাই করলেন সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের কথা উল্লেখ করে ৷ তাঁদের কাছে ক্ষমা চেয়ে ৷ না, শেখ শাহজাহানদের কীর্তিকলাপের জন্য নয় ৷ বিজেপি সন্দেশখালির মহিলাদের সম্মানে আঘাত করে, তার রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিল ৷ সেই সেই অভিযোগে মমতা এদিন দুঃখপ্রকাশ করলেন ৷ সঙ্গে এও জানালেন, খুব তাড়াতাড়ি সন্দেশখালিও যাবেন ৷

গত 5 জানুয়ারির পর থেকে উত্তপ্ত বসিরহাট মহকুমার সন্দেশখালি ৷ সেই থেকে আজ প্রথমবার ওই অঞ্চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে ৷ সেখান থেকেই জানালেন, যাবেন সন্দেখশালিতেও ৷ সন্দেশখালি অশান্ত হয়ে ওঠার প্রায় 5 মাস পর সেখানে যাওয়ার কথা জানালেন তিনি ৷ যদিও কবে যাবেন, তা নির্দিষ্ট করে বলেননি মুখ্যমন্ত্রী ৷

তবে, এদিন ফের একবার সন্দেশখালি নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করলেন তিনি ৷ মমতা বলেন, "আমার সন্দেশখালির মা-বোনেদের জন্য যা ঘটেছে এবং যেভাবে আমার মা-বোনেদের অসম্মান করা হয়েছে, তাতে আমি হৃদয় থেকে দুঃখিত ৷ এটা হওয়া উচিত ছিল না ৷ এমনটা যেন না ঘটে, তা আমরাই নিশ্চিত করব ৷ মা-বোনেদের অসম্মান যেন না হয় ৷ বিজেপির আসল চেহারাটা বেরিয়ে এসেছে ৷ ওরা মা-বোনদের সম্মানকে ব্যবহার করেছে রাজনীতির জন্য ৷"

এই ইস্যুতে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করা নিয়ে প্রধানমন্ত্রীকে একহাত নেন মমতা ৷ মোদির বিরুদ্ধে শেখানো বুলি বলানোর অভিযোগ করলেন তিনি ৷ তাঁর মতে পুরোটাই ছিল 'স্ক্রিপ্টেড' ৷ মমতা বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আপনি একজনকে ফোন করছেন ৷ আর সবাইকে শোনাচ্ছেন ৷ পুরো শিখিয়ে দিয়ে ৷ কতজনের খোঁজ নেন ? আপনার আমলে ভারতে সবচেয়ে বেশি মহিলাদের উপর অত্যাচার হয়েছে ৷ উত্তরপ্রদেশ তফসিলি মহিলাদের উপর অত্যাচারে সবার উপরে ৷"

সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তাঁর দলবলের বিরুদ্ধে সাধারণ মানুষের জমি দখল করে ভেড়ি তৈরি করার অভিযোগ রয়েছে ৷ এবার সেই ইস্যুতে পালটা জবাব দিলেন মমতা ৷ তাঁর কথায়, "আপনাদের এখানে অনেক মাছের ভেড়ি আছে ৷ অনেক জমি দখল করে নেয় ৷ কিন্তু, স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত সেই নিয়ে কেউ কোনও পলিসি তৈরি করেনি ৷ আমাদের সরকার ভেড়ি নিয়ে একটা নিয়ম তৈরি করছে ৷ সেখানে যার জমি সে ভেড়িতে মাছ চাষ করবে বা স্বনির্ভর গোষ্ঠীকে চাষ করতে দেবে ৷ কিন্তু, সরকারের রেকর্ডে যার জমি তাঁর নামে রেজিস্ট্রার থাকবে ৷ জমি জোর করে কেড়ে নেওয়া যাবে না ৷ আর এক্ষেত্রে সরকারকেও এককালীন টাকা দিতে হবে জমির মালিককে ৷"

এদিন ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি ইস্যুতে সংরক্ষণ নিয়েও নরেন্দ্র মোদিকে নিশানা করেন মমতা ৷ তাঁর অভিযোগ অভিন্ন দেওয়ানি বিধিতে তফসিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলা হয়েছে ৷ যা নিয়ে বিরোধিতার মুখে পড়েছে মোদি সরকার ৷ সত্যি ফাঁস হয়ে যেতে পারে, সেই ভয়ে মোদি মিথ্যে কথা রটাচ্ছেন বলে অভিযোগ করলেন মমতা ৷

মুখ্যমন্ত্রীর কথায়, "এখন সত্যিটা সামনে চলে আসছে বলে ভয়ে মিথ্যে বলছেন প্রধানমন্ত্রী ৷ বলছেন আদিবাসীদের সংরক্ষণ কেড়ে নিয়ে সংখ্যালঘুদের দেওয়া হচ্ছে ৷ এটা কখনও সম্ভব হয় নাকি ? এটা কখনও হয় না ৷ বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আপনাদের সংরক্ষণের অধিকারকে সুরক্ষিত করে গিয়েছেন ৷ বিজেপি ইউনিফর্ম সিভিল কোডে আদিবাসীদের সংরক্ষণ তুলে দিয়েছে ৷ তাই এখন মিথ্যে কথা বলছে ৷"

ধূপগুড়িতে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ করলেন মমতা ৷ সেখানে সম্প্রতি অশান্তি পাকানোর অভিযোগ উঠেছিল ৷ যা নিয়ে মমতা অভিযোগ করলেন, সেই ঘটনার পিছনে যারা জড়িত, তারা একসময় তৃণমূলে ছিল ৷ এখন বিজেপির হয়ে পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে ৷ মমতা দাবি করেছেন, সেই অভিযুক্তদের ছবি প্রশাসনের হাতে এসেছে ৷ তাই তাঁর সাবধানবাণী, বিজেপির চক্রান্তে যাতে কেউ পা না-দেয় ৷

আরও পড়ুন:

  1. কার্তিক মহারাজ রাজনৈতিক ব্যক্তিত্ব, মমতার পাশে দাঁড়িয়ে দাবি অধীরের
  2. রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে মোদিকে জবাব মমতার
  3. মমতাকে আইনি নোটিশ ভারত সেবাশ্রম সঙ্ঘের, ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে
Last Updated : May 21, 2024, 6:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details