পুরুলিয়ায় শিল্প স্থাপনের ঘোষণায় মুখ্যমন্ত্রী যেন কল্পতরু পুরুলিয়া, 27 ফেব্রুয়ারি: দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট । আর তার আগেই জঙ্গলমহলে গিয়ে কল্পতরুর ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার হেলিকপ্টারে দুর্গাপুর থেকে পুরুলিয়ার শিমুলিয়া ময়দানে পৌঁছন মুখ্যমন্ত্রী । সেখানে প্রশাসনিক সভায় তিনি দেড় হাজার কোটি টাকা বিনিয়োগে রঘুনাথপুরে শ্যাম স্টিলের একটি ইস্পাত কারখানার উদ্বোধন করেন । শুধু তাই নয়, এ দিন 25 হাজার কোটি টাকার শিল্প প্রকল্প এবং কর্মসংস্থানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷
পুরুলিয়া শিমুলিয়া ময়দান থেকে রঘুনাথপুরে শ্যাম স্টিলের দেড় হাজার কোটি টাকা বিনিয়োগে শিল্প কারখানা উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, "রঘুনাথপুরে শিল্পায়নে 72 হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে । আগামী দিনে পুরুলিয়া জেলা অন্য জেলার লোকেদের চাকরি দেবে ।"
শ্যাম স্টিলের কারখানা স্থাপন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "600 একর জমি আমরা দিয়েছিলাম । যেখানে অতি অল্প সময়ে দেড় হাজার কোটি টাকার শিল্প প্রকল্প গড়ে উঠেছে । আজ আমরা তা উদ্বোধন করলাম । রঘুনাথপুরে এই উদ্বোধন উপলক্ষে শশী পাঁজা উপস্থিত রয়েছেন ।"
এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি নতুন ইস্পাত কারখানার কথাও উল্লেখ করেন । তিনি বলেন "রঘুনাথপুরে 150 একর জমির উপরে বেসরকারি উদ্যোগে আরও একটি স্টিল প্ল্যান্ট গড়ে উঠছে । বিনিয়োগ হবে প্রায় দেড় হাজার কোটি টাকার ।"
অন্যদিকে, পুরুলিয়ার শিমুলিয়া ময়দান থেকেই পশ্চিম বর্ধমানের পানাগড়েও একটি শিল্প কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি ঘোষণা করেন, "পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কেরও আজ উদ্বোধন হল । 560 কোটি টাকার একটি শিল্প প্রকল্প ।"
তবে শুধু রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কই নয়, গোটা পুরুলিয়া জেলায় বিভিন্ন জায়গায় গড়ে উঠছে এরকমই নানা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ৷ মুখ্যমন্ত্রীর দাবি, আগামী দিনে প্রায় 72 হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলিতে । তিনি পরিসংখ্যান দিয়ে জানান, "রঘুনাথপুর এক নম্বর ব্লকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জয়পুর এক নম্বর ব্লকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কাশিপুর ব্লক ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হচ্ছে ।" এছাড়া জেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (এমএসএমই) ব্যাপক উন্নয়ন হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ৷
তিনি বলেন, "পুরুলিয়ায় এমএসএমই ইউইনিটের সংখ্যা 15 হাজার 200টির বেশি । এই শিল্পগুলোতে 1 লক্ষ 4 হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে । পুরুলিয়া জেলায় 31টি এমএসএমই ক্লাস্টার গড়ে উঠেছে । এর মধ্যে উল্লেখযোগ্য বলরামপুর স্লাগ ক্লাস্টার, ঝালদায় স্লাগ ক্লাস্টার, কাশীপুরে মেটাল ক্লাস্টার তৈরি হয়েছে ।"
শিল্প ঘোষণায় মুখ্যমন্ত্রী জানান, পুরুলিয়াতে তৈরি হয়েছে আইটি পার্কও । শিল্পে বিদ্যুতের যোগানের জন্য তৈরি করা হচ্ছে আটটি নতুন বিদ্যুতের সাব ডিভিশন । এ ছাড়াও মানভুম দুগ্ধ সংঘ তৈরি করা হয়েছে । সেখানে মহিলাদের দুগ্ধ সমবায় সমিতি গঠন করে আত্মনির্ভরশীল করা হয়েছে । অর্থাৎ লোকসভা ভোটের আগে জঙ্গলমহল সফরে পুরুলিয়ায় এসে মুখ্যমন্ত্রী শিল্প ও কর্মসংস্থান নিয়ে বিরাট সম্ভাবনার স্বপ্ন দেখিয়ে গেলেন পুরুলিয়া জেলার বাসিন্দাদের ।
আরও পড়ুন:
- বাংলা ভিক্ষা নয় হকের টাকা চায়, কেন্দ্রকে নিশানা মমতার
- লোকসভার আগে 'গোষ্ঠীদ্বন্দ্ব' মেটাতেই পশ্চিম বর্ধমানে জরুরি বৈঠক মমতার ?
- 100 দিনের কর্মীদের বকেয়া টাকা দেওয়া শুরু রাজ্যের, স্ক্রিনশট তুলে প্রচার তৃণমূলের