মথুরাপুর, 24 মে: ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানানোর হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 5 লক্ষ শংসাপত্র খারিজ করার পিছনে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন মমতা ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতিদের একাংশের বিরুদ্ধে বিজেপির হয়ে রায়দানের অভিযোগ করলেন তিনি ৷ এনিয়ে মমতার অভিযোগ, "বিজেপির হয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা রায় দিচ্ছেন ৷ ভোটের ঠিক আগে এটা চক্রান্ত নয়তো কী ?"
আজ মথুরাপুর লোকসভায় তৃণমূলের প্রচারে মমতা বলেন, "এবার একজন বলছে 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল ৷ আমি বলছি বাতিল নয় ৷ এত তাড়াতাড়ি বাতিল করা সম্ভব নয় ৷ মানুষ অনেক কষ্ট করে করেছে ৷ আপনার রায়দান, বিজেপির রায়দান ৷ আপনার রায়কে চ্যালেঞ্জ করে আমরা উচ্চতর আদালতে যাব ৷ আমরা জানি কীভাবে এটাকে রুখতে হয় ৷" উল্লেখ্য়, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর ইস্যু হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছেন ৷
প্রসঙ্গত, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে বদলাতে হলে, রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের আবেদন করতে হবে ৷ আর তা সম্ভব গরমের ছুটির পর ৷ এই মুহূর্তে শীর্ষ আদালতে গরমের ছুটি চলছে ৷ তারপরেই রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবে ৷
আরও পড়ুন: