আলিপুরদুয়ার, 16 এপ্রিল: আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র ৷ উত্তরবঙ্গের এই আসনটি 2019 সাল থেকে বিজেপির শক্ত ঘাঁটি ৷ গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জন বার্লা এই কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়ী হয়েছিলেন ৷ এমনকি 2021 বিধানসভা নির্বাচনেও সাতটি আসনে জয় পান বিজেপি প্রার্থীরা ৷ এ বার বিজেপির গড় আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে প্রচারে নেমেছেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক ৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কী কী কাজ আলিপুরদুয়ারের মানুষের জন্য হয়েছে ? কোন কোন কাজ করার আশ্বাস দিয়েও বিজেপির সাংসদ তথা মন্ত্রী তা করতে ব্যর্থ ? এমনকি বর্তমান বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বিধায়ক হিসেবে কতটা ব্যর্থ ? তাও মানুষের কাছে তুলে ধরছেন বলে জানালেন প্রকাশ চিক বড়াইক ৷ সেই সব নিয়েই ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন তৃণমূল প্রার্থী ৷
চা বাগানের উন্নয়ন
আলিপুরদুয়ার লোকসভার তৃণমূল প্রার্থীর কথায়, আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্র 111টি চা বাগানে ও 473টি বুথ নিয়ে তৈরি ৷ কুমারগ্রাম থেকে নাগরাকাটা বেশিরভাগ বিধানসভা চা বাগান অধ্যুষিত ৷ আর সেই সঙ্গে গ্রাম পঞ্চায়েত এলাকা সবচেয়ে বেশি ৷ আমরা এই চা বলয়ের জন্য যে কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, তা হয়েছে ৷ যেমন ক্রেস হাউসের কথা বলেছিলাম ৷ যাঁরা মা, সেই সব মহিলাকর্মীরা বাচ্চাদের নিয়ে চা পাতা তুলতে আসতেন ৷ তাঁদের বাচ্চাদের রাখার জায়গা ছিল না ৷ এটা ম্যানেজমেন্ট করার কথা ছিল ৷ কিন্তু, রাজ্য সরকার এটা করেছে ৷ 96টি চা বাগানের ক্রেস হাউস তৈরি হয়ে গিয়েছে ৷
প্রত্যেকটি চা বাগানের স্বাস্থ্য পরিষেবা উন্নতির কথা বলেছিলাম ৷ প্রতিটি গ্রামীণ এলাকায় চা বাগানের জন্য হাসপাতাল প্রয়োজন ছিল ৷ 53টি জায়গায় হাসপাতাল হয়ে গিয়েছে ৷ আরও কয়েকটি জায়গায় আন্ডার কনস্ট্রাকশন রয়েছে ৷ প্রতিটি হাসপাতালে এমবিবিএস চিকিৎসক-সহ 14 জনের ম্যান পাওয়ার থাকবে ৷ যেখানে অ্যাম্বুল্যান্স ড্রাইভার, নার্স, ওয়ার্ড বয়-সহ আরও অন্যান্য কর্মীরা কাজ করবেন ৷ ইতিমধ্যে, হাসপাতালগুলিতে আসবাবপত্র ও অ্যাম্বুল্যান্স পরিষেবা শুরু হয়ে গিয়েছে ৷
চা বাগান শ্রমিকদের জমির পাট্টা