কুশমাণ্ডি, 20 এপ্রিল: সরাসরি নয়, তৃণমূলের সঙ্গে তুলনা করে বালুরঘাটের ঘাসফুল শিবিরের প্রার্থী বিপ্লব মিত্রকে 'দুর্নীতিগ্রস্ত' বলে নিশানা মিঠুন চক্রবর্তীর ৷ আজ কুশমণ্ডিচে সুকান্ত মজুমদারের সমর্থনে রোড-শো থেকে 'মহাগুরু'র প্রশ্ন, তৃণমূল দুর্নীতিগ্রস্ত, তাহলে তাদের প্রার্থী দুর্নীতিগ্রস্ত হবে না কেন ? তিনি বলেন, "আমি বিরোধী দল কিংবা প্রার্থীর নাম করি না ৷ কিন্তু, মানুষকে প্রশ্ন করব, বিরোধী পার্টি দুর্নীতিগ্রস্ত কিনা ? এরা বালি, গরু, রেশন চুরি করে কিনা ? তারা যদি এখানকার প্রার্থীকে নির্বাচিত করে, তাহলে তিনি দুর্নীতিগ্রস্ত হবেন না কেন ? তাই আপনাদের ভাবতে হবে, আপনারা কাকে ভোট দেবেন ৷ আপনারাই বিচার করুন ৷"
সুকান্ত মজুমদারকেও দরাজ সার্কিফিকেট দিলেন মিঠুন ৷ তিনি বলেন, "বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত ? এরা কি কয়লা চুরি করে ? গরু চুরি করে ? এরা কি বালি চুরি করে ? এরা রেশন চুরি করে কি ? করে না ৷ এই কারণেই আমরা একজন সৎ লোক, সুকান্ত মজুমদারকে এখানে প্রার্থী করেছি ৷"
কোনও নির্বাচনী জনসভায় সিনেমার ডায়ালগ এবং নিজের শো-ম্যানশিপেই ভরসা রাখেন মিঠুন ৷ অন্য কোনও দলকে এই ভাষায় রাজনৈতিক আক্রমণ করতে তাঁকে বিশেষ শোনা যায়নি ৷ সেই মিঠুনের মুখে এদিন এমন 'রাজনৈতিক ভাষার প্রয়োগ দেখে চর্চা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে ৷ প্রশ্ন উঠছে, তবে কি বিরোধী-আক্রমণকে হজম করতে পারছেন না সত্তরোর্ধ 'মহাগুরু'? নাকি এতদিনের পুরনো স্টাইল বদলানোর প্রক্রিয়া শুরু করেছেন ডিস্কো ড্যান্সার?