পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

তৃণমূল 'দুর্নীতিগ্রস্ত' হলে, প্রার্থী হবেন না কেন ? বিপ্লব মিত্রকে নিশানা মহাগুরুর - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: তৃণমূল দুর্নীতিগ্রস্ত, তাই তাদের বাছাই করা প্রার্থীও দুর্নীতিগ্রস্ত হবে না, তার গ্যারেন্টি কোথায় ? বালুরঘাটে প্রচারে এসে এভাবেই তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে নিশানা করলেন মিঠুন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 6:05 PM IST

কুশমণ্ডিতে সুকান্ত মজুমদরের সমর্থনে রোড-শো মিঠুন চক্রবর্তীর

কুশমাণ্ডি, 20 এপ্রিল: সরাসরি নয়, তৃণমূলের সঙ্গে তুলনা করে বালুরঘাটের ঘাসফুল শিবিরের প্রার্থী বিপ্লব মিত্রকে 'দুর্নীতিগ্রস্ত' বলে নিশানা মিঠুন চক্রবর্তীর ৷ আজ কুশমণ্ডিচে সুকান্ত মজুমদারের সমর্থনে রোড-শো থেকে 'মহাগুরু'র প্রশ্ন, তৃণমূল দুর্নীতিগ্রস্ত, তাহলে তাদের প্রার্থী দুর্নীতিগ্রস্ত হবে না কেন ? তিনি বলেন, "আমি বিরোধী দল কিংবা প্রার্থীর নাম করি না ৷ কিন্তু, মানুষকে প্রশ্ন করব, বিরোধী পার্টি দুর্নীতিগ্রস্ত কিনা ? এরা বালি, গরু, রেশন চুরি করে কিনা ? তারা যদি এখানকার প্রার্থীকে নির্বাচিত করে, তাহলে তিনি দুর্নীতিগ্রস্ত হবেন না কেন ? তাই আপনাদের ভাবতে হবে, আপনারা কাকে ভোট দেবেন ৷ আপনারাই বিচার করুন ৷"

সুকান্ত মজুমদারকেও দরাজ সার্কিফিকেট দিলেন মিঠুন ৷ তিনি বলেন, "বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত ? এরা কি কয়লা চুরি করে ? গরু চুরি করে ? এরা কি বালি চুরি করে ? এরা রেশন চুরি করে কি ? করে না ৷ এই কারণেই আমরা একজন সৎ লোক, সুকান্ত মজুমদারকে এখানে প্রার্থী করেছি ৷"

কোনও নির্বাচনী জনসভায় সিনেমার ডায়ালগ এবং নিজের শো-ম্যানশিপেই ভরসা রাখেন মিঠুন ৷ অন্য কোনও দলকে এই ভাষায় রাজনৈতিক আক্রমণ করতে তাঁকে বিশেষ শোনা যায়নি ৷ সেই মিঠুনের মুখে এদিন এমন 'রাজনৈতিক ভাষার প্রয়োগ দেখে চর্চা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে ৷ প্রশ্ন উঠছে, তবে কি বিরোধী-আক্রমণকে হজম করতে পারছেন না সত্তরোর্ধ 'মহাগুরু'? নাকি এতদিনের পুরনো স্টাইল বদলানোর প্রক্রিয়া শুরু করেছেন ডিস্কো ড্যান্সার?

এদিন কুশমণ্ডিতে অল্প সময়ের জন্যই বক্তব্য রাখেন মিঠুন ৷ তিনি বলেন, "আপনাদের হাতেই আপনাদের ভবিষ্যৎ ৷ আপনার নাতির জন্য, আপনার ভাই-বোন, মেয়ে-ছেলে, সবার ভবিষ্যতের কথা আপনাদেরই ভাবতে হবে ৷ সেই ভবিষ্যতের কথা ভেবে বিজেপিতে নাম লেখান ৷ বিজেপিকে ভোট করুন ৷ আমরা আপনাদের একটা ভালো বাংলা প্রদান করব ৷ এটাই হল 'মোদি কি গ্যারান্টি' ৷"

এটুকু বক্তব্য রেখেই মিঠুন বলে ওঠেন, "আমার বলা শেষ ৷ জানি এবার ডায়ালগ বলতে হবে ৷ তবে, আগের মতো বলতে পারব না ৷ কারণ, আমার বিরুদ্ধে কেস করে দিয়েছিল ৷ সাপের ডায়ালগটা বলেছিলাম ৷ তাতে নাকি হিংসা ছড়াচ্ছিল ৷ তাই একটু ঘুরিয়ে বলব ৷ একটা চিমটি কাটব এখানে, আর লাল পিঁপড়ের মতো জ্বলবে এখানে-সেখানে-ওখানে ৷" এরপরেই সুকান্তকে উদ্দেশ্যে করে তিনি বলে ওঠেন, "একটা কাজ এখনও হয়নি ৷ বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ রেল লাইনের কাজ হয়নি ৷ এখানে এসে কথা দিন, আমার জন্য এটা আপনি করে দেবেন ৷" আজ গঙ্গারামপুর শহরে সুকান্ত মজুমদারের প্রচারে রোড-শো করেন বিজেপি তারকা প্রচারক মিঠুন ৷ গঙ্গারামপুর বিডি অফিস মোড় থেকে কালিতলা পর্যন্ত মেগা রোড শো অনুষ্ঠিত হয় ৷

আরও পড়ুন:

  1. মিঠুন বড় গদ্দার, ছেলেকে বাঁচাতে আরএসএস অফিসে মাথা নিচু করেছে: মমতা
  2. মমতার 'মাথা খারাপ' আর কুণাল 'নর্দমা', তোপ মহাগুরুর
  3. 'বিজেপিকে ভোট দিলে মিলবে সুন্দর বাংলা', কোচবিহারে বললেন মিঠুন

ABOUT THE AUTHOR

...view details