পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

আন্দোলন থেকে পালাতেই শুয়ে পড়েছেন, সুকান্তর অসুস্থতাকে 'নাটক' বলে কটাক্ষ কুণালের - কুণাল ঘোষ

Kunal Slams Sukanta: সুকান্ত মজুমদারের অসুস্থতাকে নাটক বললেন কুণাল ঘোষ ৷ আন্দোলন থেকে পালিয়ে যাওয়ার জন্যই এই অসুস্থ হওয়ার ফর্মুলা বেছে নিয়েছেন বলে বিজেপির রাজ্য সভাপতির সমালোচনায় সরব হলেন কুণাল ঘোষ ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 7:31 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: বাগদেবীর আরাধনার দিনেও সন্দেশখালি নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি । আর এসবের মাঝেই টাকি হয়ে সন্দেশখালির পথে যাওয়ার সময় পুলিশের বাধার সামনে পড়ে অসুস্থ হয়ে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । আর সুকান্ত মজুমদারের এই অসুস্থতাকে 'নাটক' বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ।

প্রসঙ্গত, এদিন সন্দেশখালি গিয়ে জাতীয় মহিলা কমিশনের দুই প্রতিনিধি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন সন্দেশখালিতে নারী নির্যাতনের যে অভিযোগ তোলা হচ্ছে সে সংক্রান্ত কোনও অভিযোগ তাঁরা পাননি। এই বিষয়টি নিয়েই বুধবার সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সেখানেই সুকান্ত মজুমদারের অসুস্থতা নিয়ে কটাক্ষ করেছেন তিনি ।

এদিন কুণাল ঘোষ বলেন, "সুকান্ত মজুমদার জানেন সন্দেশখালি শান্ত হয়ে গিয়েছে । সুকান্তবাবু জানেন তিনি মিথ্যাচার করছেন । যে ঘটনা ঘটেনি অতিরঞ্জিত করে মিথ্যা ফুলিয়ে ফাঁপিয়ে তারা একটা রাজনীতি করতে চাইছেন । তিনি আসলে তাদের দলের মধ্যে যে প্রতিযোগিতা চলছে কে কত বেশি প্রচারে থাকবে, সেই নাটকে ঢুকে গিয়েছেন। সুকান্ত মজুমদার আন্দোলন থেকে পালিয়ে যাওয়ার জন্য এই ফরমুলা বেছে নিয়েছেন ।"

তিনি আরও বলেন, "আমি টিভির পর্দায় ধারাভাষ্য শুনছিলাম ৷ সুকান্ত মজুমদার বেরিয়ে এলেন, গাড়ির মাথায় উঠে পড়লেন, তারপর শুয়ে পড়লেন । তিনিও জানেন এর পরের ধাপে কোনও আন্দোলন হয় না। উনি যেটা করছেন সেটা ঠিক নয়। উনি প্রতিযোগিতায় আছেন ছবি তুলতে হবে। প্রচারে থাকতে হবে। রাজ্য সভাপতির গদি বাঁচাতে শুয়ে পড়েছেন সুকান্ত। একই টিভি চ্যানেলের উপরে ধারাভাষ্যে বলা হচ্ছে, সুকান্তবাবু পড়ে গেলেন আর নিচে স্ক্রলে লেখা হচ্ছে শুয়ে পড়লেন । কিছু লোককে উসকে ওই জায়গায় স্লোগান দিতে বলে আসলে পালিয়ে যেতে চেয়েছিলেন সুকান্ত মজুমদার । ওনার সঙ্গে পুলিশের কোনও ধস্তাধস্তি হয়নি। গাড়ির মাথায় দাঁড়িয়ে বরং সকলের থেকে বেশি অক্সিজেন পাচ্ছিলেন । তবে এটা পরিষ্কার তিনি নাটক করেছেন মাঝপথে পালিয়ে যাওয়ার জন্য। এর মধ্যে সিরিয়াস কোনও ব্যাপার নেই ।"

আরও পড়ুন :

  1. সাংসদের সঙ্গে এই আচরণ লজ্জাজনক, সুকান্তর আহত হওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
  2. টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সংজ্ঞাহীন সুকান্ত, বসিরহাট থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়
  3. রাতে বসিরহাটে ধুন্ধুমার, আজ সন্দেশখালি যাবেন সুকান্ত-সহ বিজেপি নেতারা

ABOUT THE AUTHOR

...view details