হায়দরাবাদ, 24 ডিসেম্বর: সন্ধ্যা হলের ঘটনায় ফের বিপাকে দক্ষিণী তারকা আল্লু অর্জুন ৷ হায়দরাবাদ পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে অভিনেতাকে ৷ সূত্রের খবর, সকাল 11টার মধ্যে আল্লু অর্জুনকে চিক্কড়পল্লী পুলিশ স্টেশনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন অভিনেতা ৷ পাশে ছিল মেয়ে ও স্ত্রী ৷
ইতিমধ্যেই, সোমবার অভিনেতার জুবিলি হিলসের বাড়িতে আইনজীবীরা জড়ো হন ৷ তাঁদের হাতে একাধিক ব্যাগ ও ফোল্ডার দেখা যায় ৷ এরপর অভিনেতার বাড়ি থেকে অনেক রাতে বেরোতে দেখা যায় আইনজীবীদের ৷ মনে করা হচ্ছে, মঙ্গলবার পুলিশি জেরার মুখে পড়ার আগে কী কী বিষয় মাথায় রাখতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে, তাই নিয়ে অভিনেতার সঙ্গে কথা হয়েছে আইনজীবীদের ৷
22 ডিসেম্বর 'পুষ্পা' অভিনেতার বাড়িতে বেশ কিছু লোক হামলা চালায় ৷ তাঁদের দাবি ছিল, সন্ধ্যা হলের ঘটনায় মৃত মহিলা রেবথীকে ন্যায়বিচার দিতে হবে ৷ হায়দরাবাদ ডিসিপি (পশ্চিম জোন) জানিয়েছেন, আচমকাই বেশ কিছু মানুষ আল্লু অর্জুনের বাড়ির সামনে প্ল্যাকার্ড নিয়ে হাজির হন ও তাঁরা স্লোগান দিতে থাকেন ৷ এরমধ্যে এক ব্যক্তি বাড়ির বাইরে পাঁচিলের ওপর উঠে পড়েন ও পাথর ছুঁড়তে শুরু করেন ৷ এরপর বাগানে ফুলের টব ভাঙার পাশাপাশি নিরাপত্তারক্ষীদের মারধর করার অভিযোগ ওঠে ৷
ঘটনায় ছয়জনকে আটক করে পুলিশ ৷ তাঁরা প্রত্যেকেই ওসমানিয়া ইউনিভার্সিটির জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্য বলে জানা গিয়েছে ৷ যদিও আটক ছয় ব্যক্তিকে পুলিশ পরে ছেড়েও দেয় ৷ এর আগে 'পুষ্পা 2' ছবির প্রযোজক নবীন আরনেনি ও রবি শঙ্কর নিহত মহিলার পরিবারের সদস্যেদের হাতে 50 লাখ টাকার চেক দিয়েছেন ৷ তেলেঙ্গানা রোড ও বিল্ডিং মন্ত্রী ও সিনেমাটোগ্রাফার কমোটিরেড্ডি ভেঙ্কট রেড্ডির উপস্থিতিতে কিমস হাসপাতালে সেই চেক তুলে দেওয়া হয় নিহত মহিলার স্বামী ও শ্রী তেজের বাবার হাতে ৷ এই হাসপাতালে সন্ধ্যা হলে পদপিষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে মৃত রেবথীর ছোট ছেলে শ্রী তেজ ৷ কিমস হাসপাতালে সে চিকিৎসাধীন ৷
অন্যদিকে সন্ধ্যা হলের ঘটনায় লেগেছে রাজনীতির রং ৷ তেলেঙ্গনী মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি এই সন্ধ্যা হলের মর্মান্তিক ঘটনায় দায়ী করেছেন অভিনেতা আল্লুকে ৷ জানিয়েছেন, নিরাপত্তার বিষয় মাথায় রেখে পুলিশ সন্ধ্যা হলে কোনও রকম অনুষ্ঠান করার অনুমতি দেয়নি ৷ এরপরেই সরব হন অভিনেতা ৷ বাড়িতে সাংবাদিক বৈঠক করে জানান, মুখ্যমন্ত্রী তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করছেন ৷