ETV Bharat / international

ইউনুসকে ফোন ওয়াশিংটনের, মানবাধিকার রক্ষার পাঠ বাইডেন প্রশাসনের - MUHAMMAD YUNUS

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সারা বিশ্ব ৷ এই আবহে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কী কথা হল মহম্মদ ইউনুসের ?

MUHAMMAD YUNUS
মহম্মদ ইউনুস (ফাইল চিত্র, পিটিআই)
author img

By PTI

Published : Dec 24, 2024, 10:05 AM IST

ওয়াশিংটন, 24 ডিসেম্বর: অশান্ত বাংলাদেশ ! শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে হিন্দু-সহ সকল সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ ৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সারা বিশ্ব ৷ এই আবহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে ফোন করলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ৷ মার্কিন প্রশাসনের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার রক্ষা প্রসঙ্গে দীর্ঘ ফোনালাপ চলে দুই দেশের উপদেষ্টার মধ্যে ৷

সোমবার ইউনুসকে ফোন করেন জেক সুলিভান ৷ কথোপকথনে দু'জনেই জাতি ও ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার বজায় রাখার পক্ষে সাওয়াল করেন ৷ সেই সঙ্গে, সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মার্কিন প্রশাসনের সমর্থন প্রসঙ্গেও কথা হয় দু'জনের মধ্যে ৷ আগামী দিনেও এই সাহায্য বজায় থাকবে বলে জানান জেক সুলিভান ৷

গত 5 অগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর 8 অগস্ট সেদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নেন মহম্মদ ইউনুস ৷ ঘটনাচক্রে, তাঁর দায়িত্বে আসার পর সেদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের একের পর এক ঘটনার অভিযোগ উঠতে থাকে ৷ হিন্দু মন্দিরে ভাঙচুর, বিগ্রহ ভেঙে দেওয়া ইত্যাদি ঘটনারও অভিযোগ ওঠে ৷ ঘটনায় তীব্র নিন্দা করেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ দেখানো হয় মার্কিন মুলুকে ৷ এরপরই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতামত জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের তরফে 13 ডিসেম্বর একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ সেখানে বলা হয়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের ৷ প্রেসিডেন্টের দাবি, সেদেশে সংখ্য়ালঘুদের নিরাপত্তা বজায় রাখার দায় অন্তর্বর্তী সরকারের ৷ তবে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের বলে জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কার্বি ৷

উল্লেখ্য, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় ভারত-বাংলাদেশে সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ৷ চলতি মাসের গোড়ায় দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর পরিস্থিতি খানিক উন্নত হলেও, সম্প্রতি ময়মনসিংহ ও দিনাজপুরের হিন্দু মন্দিরে হামলার ঘটনায় ফের জল্পনা শুরু হয় ৷ ঘটনাচক্রে, এই আবহে মঙ্গলবার 6 দিনের মার্কিন সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, তাঁর সফরের আগে মার্কিন-বাংলাদেশ ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

পড়ুন: হাসিনাকে দেশে ফেরাতে অনুরোধ বাংলাদেশের

ওয়াশিংটন, 24 ডিসেম্বর: অশান্ত বাংলাদেশ ! শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে হিন্দু-সহ সকল সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ ৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সারা বিশ্ব ৷ এই আবহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে ফোন করলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ৷ মার্কিন প্রশাসনের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার রক্ষা প্রসঙ্গে দীর্ঘ ফোনালাপ চলে দুই দেশের উপদেষ্টার মধ্যে ৷

সোমবার ইউনুসকে ফোন করেন জেক সুলিভান ৷ কথোপকথনে দু'জনেই জাতি ও ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার বজায় রাখার পক্ষে সাওয়াল করেন ৷ সেই সঙ্গে, সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মার্কিন প্রশাসনের সমর্থন প্রসঙ্গেও কথা হয় দু'জনের মধ্যে ৷ আগামী দিনেও এই সাহায্য বজায় থাকবে বলে জানান জেক সুলিভান ৷

গত 5 অগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর 8 অগস্ট সেদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নেন মহম্মদ ইউনুস ৷ ঘটনাচক্রে, তাঁর দায়িত্বে আসার পর সেদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের একের পর এক ঘটনার অভিযোগ উঠতে থাকে ৷ হিন্দু মন্দিরে ভাঙচুর, বিগ্রহ ভেঙে দেওয়া ইত্যাদি ঘটনারও অভিযোগ ওঠে ৷ ঘটনায় তীব্র নিন্দা করেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ দেখানো হয় মার্কিন মুলুকে ৷ এরপরই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতামত জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের তরফে 13 ডিসেম্বর একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ সেখানে বলা হয়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের ৷ প্রেসিডেন্টের দাবি, সেদেশে সংখ্য়ালঘুদের নিরাপত্তা বজায় রাখার দায় অন্তর্বর্তী সরকারের ৷ তবে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের বলে জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কার্বি ৷

উল্লেখ্য, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় ভারত-বাংলাদেশে সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ৷ চলতি মাসের গোড়ায় দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর পরিস্থিতি খানিক উন্নত হলেও, সম্প্রতি ময়মনসিংহ ও দিনাজপুরের হিন্দু মন্দিরে হামলার ঘটনায় ফের জল্পনা শুরু হয় ৷ ঘটনাচক্রে, এই আবহে মঙ্গলবার 6 দিনের মার্কিন সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, তাঁর সফরের আগে মার্কিন-বাংলাদেশ ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

পড়ুন: হাসিনাকে দেশে ফেরাতে অনুরোধ বাংলাদেশের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.