ETV Bharat / entertainment

'বড় শূন্যতা রেখে গেলেন...' প্রয়াত শ্যাম বেনেগালের প্রতি শ্রদ্ধাঞ্জলি ঋতুপর্ণার - RITUPARNA SENGUPTA IN SHYAM BENEGAL

খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালের প্রয়াণে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷

Rituparna Sengupta on Shyam Benegal
প্রয়াত শ্যাম বেনেগালের প্রতি শ্রদ্ধাঞ্জলি ঋতুপর্ণার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 24, 2024, 9:27 AM IST

কলকাতা, 24 ডিসেম্বর: প্রয়াত খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। মৃত্যুকালে বয়স হয়েছিল 90 বছর। সোমবার সন্ধে সাড়ে 6টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন কিংবদন্তী পরিচালক।

তাঁর প্রতি শ্রদ্ধা জানান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বলেন, "শ্যাম বেনেগাল আমাদের আইকনিক চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন। অসাধারণ একজন পরিচালক। যিনি সবসময় তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়েছেন। নিজের চিন্তাধারায় স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করেছেন ৷ তাঁর তৈরি 'অঙ্কুর', 'মান্ডি', 'ভূমিকা', 'জুনুন', 'মন্থন'-সহ অন্যান্য ছবিগুলি মানুষের মনে গভীর প্রভাব তৈরি করেছে।"

অভিনেত্রী আরও বলেন, "মানব সম্পর্কের বিষয়ে তাঁর মতামত, রাজনৈতিক চিন্তাভাবনা এবং সামগ্রিকভাবে সমাজ- সবকিছুর আকর্ষণীয় ব্যাখ্যা পেয়েছি ওঁর চলচ্চিত্রে। শ্যামবাবুর বানানো চলচ্চিত্র 'মুজিব: দ্য মেকিং অফ দ্য নেশন' অত্যন্ত জনপ্রিয় হয়েছে। আমার বন্ধু এবং সহ-অভিনেতা আরিফিন শুভ মুজিব চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন শ্যাম বাবুর এই ছবিতে। রঞ্জন ঘোষ পরিচালিত 'আহারে' সিনেমায় শুভকে দেখার পরে শ্যাম জি'র কাস্টিং ডিরেক্টর ওঁকে নির্বাচন করেছিলেন। শ্যাম জি আমাদের জন্য একটি বড় শূন্যতা রেখে গেলেন। তিনি ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। শ্যাম বেনেগাল চিরকাল বেঁচে থাকবেন সিনেমায় তাঁর অসাধারণ কাজের মাধ্যমে। একইসঙ্গে সর্বকালের অন্যতম সেরা নির্মাতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তিনি। "

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার তাঁকে শেখ মুজিবর রহমানের জীবনীনির্ভর ছবি 'মুজিব: দ্য মেকিং অফ দ্য নেশন' বানানোর অনুমতি দেয় 2022 সালে। যা মুক্তি পায় 2023 সালের 13 অক্টোবর বাংলাদেশে এবং 27 অক্টোবর ভারত এবং লন্ডনে।
উল্লেখ্য, 1934 সালের 14 ডিসেম্বর হায়দরাবাদে জন্ম 'পদ্মশ্রী', 'পদ্মভূষণ', 'দাদাসাহেব ফালকে', 'জাতীয় পুরস্কারপ্রাপ্ত'-সহ একাধিক পুরস্কারপ্রাপ্ত পরিচালক বেনেগালের। চিত্র পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার ছিলেন তিনি। দক্ষ হাতে বানিয়েছেন একাধিক ডকুমেন্টরি। পরিচালকের প্রয়াণে শোকের ছায়া সিনে দরবারে ৷

কলকাতা, 24 ডিসেম্বর: প্রয়াত খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। মৃত্যুকালে বয়স হয়েছিল 90 বছর। সোমবার সন্ধে সাড়ে 6টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন কিংবদন্তী পরিচালক।

তাঁর প্রতি শ্রদ্ধা জানান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বলেন, "শ্যাম বেনেগাল আমাদের আইকনিক চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন। অসাধারণ একজন পরিচালক। যিনি সবসময় তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়েছেন। নিজের চিন্তাধারায় স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করেছেন ৷ তাঁর তৈরি 'অঙ্কুর', 'মান্ডি', 'ভূমিকা', 'জুনুন', 'মন্থন'-সহ অন্যান্য ছবিগুলি মানুষের মনে গভীর প্রভাব তৈরি করেছে।"

অভিনেত্রী আরও বলেন, "মানব সম্পর্কের বিষয়ে তাঁর মতামত, রাজনৈতিক চিন্তাভাবনা এবং সামগ্রিকভাবে সমাজ- সবকিছুর আকর্ষণীয় ব্যাখ্যা পেয়েছি ওঁর চলচ্চিত্রে। শ্যামবাবুর বানানো চলচ্চিত্র 'মুজিব: দ্য মেকিং অফ দ্য নেশন' অত্যন্ত জনপ্রিয় হয়েছে। আমার বন্ধু এবং সহ-অভিনেতা আরিফিন শুভ মুজিব চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন শ্যাম বাবুর এই ছবিতে। রঞ্জন ঘোষ পরিচালিত 'আহারে' সিনেমায় শুভকে দেখার পরে শ্যাম জি'র কাস্টিং ডিরেক্টর ওঁকে নির্বাচন করেছিলেন। শ্যাম জি আমাদের জন্য একটি বড় শূন্যতা রেখে গেলেন। তিনি ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। শ্যাম বেনেগাল চিরকাল বেঁচে থাকবেন সিনেমায় তাঁর অসাধারণ কাজের মাধ্যমে। একইসঙ্গে সর্বকালের অন্যতম সেরা নির্মাতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তিনি। "

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার তাঁকে শেখ মুজিবর রহমানের জীবনীনির্ভর ছবি 'মুজিব: দ্য মেকিং অফ দ্য নেশন' বানানোর অনুমতি দেয় 2022 সালে। যা মুক্তি পায় 2023 সালের 13 অক্টোবর বাংলাদেশে এবং 27 অক্টোবর ভারত এবং লন্ডনে।
উল্লেখ্য, 1934 সালের 14 ডিসেম্বর হায়দরাবাদে জন্ম 'পদ্মশ্রী', 'পদ্মভূষণ', 'দাদাসাহেব ফালকে', 'জাতীয় পুরস্কারপ্রাপ্ত'-সহ একাধিক পুরস্কারপ্রাপ্ত পরিচালক বেনেগালের। চিত্র পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার ছিলেন তিনি। দক্ষ হাতে বানিয়েছেন একাধিক ডকুমেন্টরি। পরিচালকের প্রয়াণে শোকের ছায়া সিনে দরবারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.