পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

মুখরক্ষার চেষ্টা! নীতীশের দলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা কেসি ত্যাগির - KC Tyagi - KC TYAGI

JDU Leader resigns: দলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন জেডি(ইউ) নেতা কেসি ত্যাগি ৷ জানালেন ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত ৷ ত্যাগির জায়গায় রাজীব রঞ্জন প্রসাদকে নিয়োগ করেছেন দলের সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

JDU Leader resigns
জেডি(ইউ)র মুখপাত্রের পদ থেকে ইস্তফা কেসি ত্যাগি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2024, 6:08 PM IST

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: জনতা দল(ইউনাইটেড)-এর মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন কেসি ত্যাগি ৷ জানালেন, 'ব্য়ক্তিগত কারণে' এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ উল্লেখ্য, রবিবার তাঁর এই সিদ্ধান্ত ঘোষণার কিছুক্ষণের মধ্য়ে জেডি(ইউ) তরফে এই বিষয়ে বিবৃতি পেশ করা হয় ৷ সেখানে জানানো হয়, ত্যাগীর ছেড়ে যাওয়া পদে রাজীব রঞ্জন প্রসাদকে নিয়োগ করেছেন দলের সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷

এদিন নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দলের সুপ্রিমোকে চিঠি লেখেন জেডি(ইউ)-এর এই প্রবীণ নেতা ৷ চিঠিতে তিনি সাফ জানান, শেষ কয়েকমাস ধরে দলের মুখপাত্রের পদ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছেন সুপ্রিমোর কাছে ৷ এবার সিদ্ধান্ত নিলেন। তিনি লেখেন, "অন্য কাজ থাকায় মুখপাত্রের পদের সঙ্গে সুবিচার করতে পারছি না ৷ দয়া করে আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিন। আমি আপনার এবং বিহার সরকারের হয়ে যে কোনও প্রকার প্রচারে উপস্থিত থাকব ৷"

উল্লেখ্য, তাঁর অভিজ্ঞতা ও ভাষণ দেওয়ার দক্ষতার কারণে আঞ্চলিক দলের নেতা হয়েও দিল্লির রাজনীতিতে সহজেই নিজের জায়গা তৈরি করেছেন কেসি ত্যাগি ৷ তবে কখনও কখনও বিতর্কিত মন্তব্য করে সমালোচিতও হয়েছেন ৷ শুধু তাই নয়, তাঁর বেশকিছু মন্তব্য এনডিও-র বড় শরিক বিজেপির কাছে নীতীশের দলকে অস্বস্তির মধ্যে ফেলেছে ৷ এমতাবস্থায় ত্যাগীর মুখপত্রের পদ ছাড়া তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের ।

2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল পর তৃতীয় মোদি সরকার গঠনে শরিকি দলের মধ্য়ে নীতীশ কুমারের জেডি(ইউ) অন্যতম ৷ সূত্রের খবর, এই আবহে এনডিএ জোটের মধ্যে ভারসাম্য় বজায় রাখতে মরিয়া ভারতীয় জনতা পার্টি ৷ অথচ ইউনিফর্ম সিভিল কোড কিংবা ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ প্রসঙ্গে কেসি ত্যাগির মন্তব্যের কারণে বেশ কয়েকবার অশ্বস্তিতে পড়তে হয়েছে পদ্ম শিবিরকে ৷ রাজনৈতিক বিশ্লেষক মহলের দাবি, এই পরিস্থিতিতে ত্যাগির পদত্যাগ জেডিইউ-র দিক থেকে ড্যামেজ কন্ট্রোল ছাড়া আর কিছুই নয় ৷

ABOUT THE AUTHOR

...view details