কলকাতা, 1 ফেব্রুয়ারি: শহরে হেলে পড়া বাড়ির ঘটনাগুলিতে মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি তিনি 'হেলে পড়া বাড়ির জনক' বলে কটাক্ষ করেন মেয়রকে ৷
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "হেলে পড়া বাড়ির প্রতিবাদে এবং ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবিতে উত্তাল হবে বিধানসভাও ।" শুভেন্দু অধিকারী আরও দাবি তোলেন, "অবিলম্বে আইআইটি বা রুরকির মত প্রথম সারির ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, না-হলে রাইটসের মতো আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে কলকাতার সব বাড়ির অডিট করানো হোক । এই সব সংস্থাদের দিয়ে কলকাতার সমস্ত বাড়ির অডিট ও সয়েল টেস্টিং বা মাটি পরীক্ষা করানো হোক ।"
খাস কলকাতায় একের পর এক হেলে পড়ছে বাড়ি । আর এবার এই ইস্যুকে হাতিয়ার করে সরব হয়েছে বিরোধীরা । কলকাতা হাইকোর্টের অনুমতি সাপেক্ষে একেবারে কলকাতা পুরনিগমের সামনে শুক্রবার বিক্ষোভ সভা করে বঙ্গ বিজেপির উত্তর কলকাতা জেলা ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তাপস রায়, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, বিরোধী দলনেত্রী মিনাদেবী পুরোহিত, বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ, বিজেপির দক্ষিণ কলকাতার জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য কল্যাণ চৌবে-সহ আরও অনেকেই ।
শহরের একের পর এক হেলে পড়া বাড়ির মধ্যে রয়েছে বেশ কিছু বেআইনি নির্মাণও । তাই দুর্নীতিগ্রস্ত কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম-সহ ইঞ্জিনিয়ারদের গ্রেফতারি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবদিহির দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, "বিধাননগরের মতো জায়গায় হাউজিং ডিপার্টমেন্টে হাজার হাজারে ফ্ল্যাট রয়েছে । সেইসব ফ্ল্যাটে তৃণমূলের নেতারা রয়েছে । এদের এসব ফ্ল্যাট থেকে বের করে হেলে পড়া বাড়ির বাসিন্দাদের থাকতে দেওয়া হোক । আগে ক্ষতিগ্রস্তদের থাকার জায়গা দিতে হবে তারপর তাঁদের বাড়ি ভাঙা হবে । এর মধ্যে যদি কোন ব্যক্তির মৃত্যু হয় তাহলে খুনের মামলা করা হবে ৷"
বিরোধী দলনেতা আরও জানান, মাধ্যমিক পরীক্ষার আগে এই ইস্যুকে হাতিয়াত করে একাধিক কর্মসূচির ডাক দিয়ে চলেছে বিজেপি। তিনি বলেন, "যেভাবে বেআইনি বাড়ি তৈরি হয়েছে এবং এগুলি যেভাবে অনুমোদন পেয়েছে ও সার্টিফিকেটও দেওয়া হয়েছে কর্পোরেশনের তরফে তার প্রতিবাদ করার সময় এসেছে । একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোটি কোটি মানুষের মাথায় ছাদ তৈরি করে দিচ্ছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরহাদ হাকিম মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়ার চেষ্টা করছেন ।"
তাঁর কথায়, "প্রতি স্কোয়ার ফিট জায়গার দাম বাড়িয়ে দিয়েছে । সর্বত্র অবৈধ সিন্ডিকেট তৈরি হয়েছে । আর এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে তৃণমূলের কাউন্সিলররা এবং সঙ্গে আছেন এলাকার আইসি ও ওসিরা এবং নব্য প্রোমোটাররা । এরা সারা বছর ধরে এই ধরনের অবৈধ কাজকর্ম করে এবং এর ভাগ পুলিশরাও পায় ।"