স্যান্টোস, 1 ফেব্রুয়ারি: 'দ্য প্রিন্স ইজ ব্যাক' ৷ ছেলেবেলার ক্লাব স্য়ান্টোসে নেইমারের প্রত্যাবর্তনকে এই ভাষাতেই বর্ণনা করছেন তাঁর অনুরাগীরা ৷ যে ক্লাব 'ওন্ডার কিড' হিসেবে তাঁর পরিচয় ঘটিয়েছিল ফুটবল বিশ্বের সঙ্গে ৷ প্রিন্স অর্থাৎ, নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রকে ছেলেবেলার ক্লাবে শুক্রবার স্বাগত জানাতে হাজির ছিলেন প্রায় 20 হাজার অনুরাগী ৷ আপাতত ছ'মাসের চুক্তিতে স্য়ান্টোসে ফিরলেও প্রয়োজনে ঘরের ছেলের সঙ্গে চুক্তি বাড়াতে কোনওভাবে পিছপা হবে না ক্লাব, জানিয়ে দিলেন স্যান্টোস এফসি'র সহসভাপতি ফার্নান্দো বোনাভাইডস ৷
এক যুগ বাদে ভিসা বেলরিমোয় পুনরায় আত্মপ্রকাশ পর্বে এদিন স্বাভাবিকভাবেই চোখের জল বাঁধ মানেনি ব্রাজিলের সর্বকালের সর্বাধিক গোলস্কোরারের ৷ অনুরাগীরা সাদরে তাঁকে গ্রহণ করে নেওয়ার পর সৌদির ক্লাব ছেড়ে আসার কারণও জানালেন নেইমার ৷ সাম্বা ফুটবলের পোস্টার বয় জানান, গেম-টাইম না-পাওয়ার কারণে আল হিলালে তিনি কিছুতেই খুশি হতে পারছিলেন না ৷ 2023 সালের সেপ্টেম্বরে মরুদেশের ক্লাবে যোগদানের পর থেকে মাত্র সাত ম্য়াচে খেলেছেন নেইমার ৷ গোল করেছেন একটি ৷
এসিএল ইনজুরির কারণে মাঝে একবছর অবশ্য মাঠের বাইরে থাকতে হয়েছে 79টি আন্তর্জাতিক গোলের মালিককে ৷ যদিও গত অক্টোবরে চোট সারিয়ে সুস্থ হলেও নেইমারকে খেলানো হচ্ছিল না আল হিলালে ৷ আর সে কারণেই পুনরায় ছেলেবেলার ক্লাবে যোগদান বার্সেলোনা, পিএসজি তারকার ৷ নেইমার বলেন, "আল হিলালে অনুশীলনের মাঝে মন খারাপ করত ৷ যা আমার মানসিক অবস্থার জন্য মোটেই ভালো ছিল না ৷ তাই প্রত্য়াবর্তনের সুযোগ যখন এল তখন দু'বার ভাবিনি ৷ প্রথমদিন থেকে এখানে ফেরার কথা ভেবেছি ৷ আমি বাবাকেও (এজেন্ট) বিষয়টি জানিয়েছিলাম ৷"
O choro que emocionou uma Vila Belmiro inteira. SENTIMENTO! 🥹 #ThePrinceIsBack pic.twitter.com/IEjp1mVAjQ
— Santos FC (@SantosFC) February 1, 2025
পারস্পরিক সম্মতির ভিত্তিতে সময়ের আগেই চলতি সপ্তাহে আল হিলালের সঙ্গে মধুচন্দ্রিমা শেষ হয়েছে নেইমারের ৷ স্যান্টোসে যোগ দিতে সৌদি আরব থেকে ব্যক্তিগত বিমানে শুক্রবার সকালে সাও পাওলো পৌঁছে যান ব্রাজিলিয়ান তারকা ৷ এরপর কিছুটা সময় চেয়ে নেন তিনি ৷ সন্ধেয় ছেলেবেলার ক্লাবে যোগ দিয়ে নেইমার বলেন, "আমাদের মধ্যে ছ'মাসের চুক্তি হয়েছে যা অবশ্যই বর্ধিত হতে পারে ৷ দু'সপ্তাহ আগেও ভাবিনি এখানে ফিরতে পারব ৷ এই পবিত্র জার্সিটা আবারও পরতে পেরে সম্মানিত ৷"