কলকাতা, 28 ফেব্রুয়ারি: তৃণমূল ছেড়ে ফের 'ঘরওয়াপসি' কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের ৷ ভোটে জেতার পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌমেন রায় ৷ এরপর বুধবার ফের বিজেপিতে ফিরলেন ৷ এদিন শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ফের বিজেপিতে ফিরে এলেন তিনি ৷ বিধানসভার বিরোধী দলনেতার দাবি, কিছু ভুলবোঝাবুঝির কারণেই কিছুদিন পদ্মফুলের লোগো থেকে বাইরে ছিলেন সৌমেন রায় ৷ 'মোহভঙ্গ' হওয়ার পর ফের তিনি বিজেপিতে ফিরে এসেছেন ৷
এদিন বিজেপি সদর দফতরে বসে সৌমেন রায় প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধুৃিকারী বলেন, "এটা জয়েনিং বা রিজয়েনিং-এর বিষয় নয় ৷ ভয় দেখিয়ে আমাদের বেশ কয়েকজন বিধায়ককে তৃণমূল তাদের দলে যোগ নিয়েছিল বলে দাবি করেছিল ৷ কিন্তু বিধানসভায় এঁরা সকলেই নিজেদের বিজেপি বিধায়ক বলে দাবি করেছেন ৷" একই সঙ্গে এদিন শুভেন্দু আরও বলেন, "আমরা সকলকে এভাবে ঘরওয়াপসিতে রাজি নই ৷ মুকুল রায় একবার দিল্লিতে চেষ্টা করেছিল তাও আমরা খারিজ করেছিলাম ৷ যেটুকু তাঁকে (সৌমেন রায়) দিয়ে বলানো হয়েছিল প্রধানমন্ত্রী বা দলের বিরুদ্ধে কথা বলতে তা তিনি বলেছেন ৷ নিজে থেকে অবশ্য তিনি কিছুই বলেননি ৷"