পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

দেওয়াল লিখনকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ, ভোটের আগে অশান্ত ভাঙড় - LOK SABHA ELECTIONS - LOK SABHA ELECTIONS

ISF-TMC Clash in Bhangar: দেওয়াল লেখাকে কেন্দ্র করে আবারও অশান্ত ভাঙড়। লোকসভা ভোটের আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ড যুদ্ধের ঘটনায় মাথা ফাটল বেশকয়েক জনের ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 5:24 PM IST

Updated : Mar 25, 2024, 6:03 PM IST

ভাঙড়, 25 মার্চ:ভাঙড় আছে সেই ভাঙড়েই ৷ ভোটের প্রার্থী ঘোষণা হতেই ফের অশান্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড় ৷ ভোটের দেওয়াল দখলকে কেন্দ্র করে আবারও অশান্ত হয়ে উঠল এলাকা ৷ আইএসএফ-তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধের ঘটনায় মাথা ফাটল বেশ কয়েকজনের। যার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে রয়েছে পোলেরহাট থানার পুলিশ।

পঞ্চায়েত ভোটের সময় উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় এলাকা ৷ ভোটের সময় মৃত্যু হয় কয়েকজন রাজনৈতিক কর্মীর ৷ সেই সময়েও আইএসএফের অভিযোগ ছিল, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে মৃত্যু হয় তাদের দলের কর্মীদের ৷ সেই ঘটনার জল গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত ৷ সেখান থেকে শিক্ষা নিয়ে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হয় ৷ তারপরও অবশ্য পরিস্থিতির বদল হয়নি ৷

এবার লোকসভা ভোটের দেওয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধের ঘটনায় সোমবার জিরানগাছা বাগান আইট গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়াল। দু'পক্ষের মধ্যে হাতাহাতি-মারধরের ঘটনায় আহত হয়েছেন একাধিক। আইএসএফের অভিযোগ, তাদের দেওয়াল দখল করেছে তৃণমূল ৷ পালটা তৃণমূলের অভিযোগ, বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখছিল তৃণমূল সমর্থকরা। সেই সময় আইএসএফ-এর কর্মীরা এসে তৃণমূল কর্মীদের মারধর করে।

মারধরের ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে পোলেরহাট থানার বিরাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএমের প্রার্থী সৃজন চক্রবর্তী বলেন, "তৃণমূল তারাও বিজেপিকে হারাও নিজেদের মতো করে সব রাজনৈতিক দলের নেতা-কর্মীরা দেয়াল লিখবে ৷ কেন মারধর করবে ? পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ এই ভাঙড় পঞ্চায়েতে লড়াই করেছিল ৷ বহু আইএসএফের কর্মীদের রক্ত ঝরে ছিল এই ভাঙড়ে ৷ সবে তো সন্ধ্যা হয়েছে, এখনও অনেক রাত বাকি। মানুষ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে কিন্তু মারধর করে মানুষের কথা বলা আটকানো যাবে না। তৃণমূলকে হারাতে হবে এবং বিজেপিকে হারাতে হবে ৷"

একই সঙ্গে, তিনি বলেন, "আমরা আইনের উপর আস্থা রেখেছি ৷ এই ঘটনার সঙ্গে যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। একমাত্র বামেরাই পারে তৃণমূলকে হারাতে। সকল রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নিজেদের রাজনৈতিক কর্মী সম্মেলন এবং রাজনৈতিক বিভিন্ন কার্যকলাপ করার অধিকার রয়েছে। বিরোধীদের রাজনৈতিক কার্যকলাপ করার অধিকার থেকে বঞ্চিত করছে তৃণমূল আমরা রুখে দাঁড়াব। তৃণমূল এইটা ভেবেই ভুল করছে যদি বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করে পালটা বিরোধীরা রুখে দাঁড়াবে।"

আরও পড়ুন:

  1. রেখা পাত্রকে প্রার্থী হিসেবে না-পসন্দ! বিরোধিতায় পথে সন্দেশখালির মহিলারা
  2. কখনও ব্যাটার, কখনও সংস্কৃতি মনস্ক; দোলের সকালে নানা মুডে কুণাল
Last Updated : Mar 25, 2024, 6:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details